![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এদেশটাকে বড্ড ভালবাসি....... বেশি ভালবাসি এদেশের মেহনতী খেটে খাওয়া মানুষকে....
ঠিক সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত দুনিয়ার সব কাজকর্ম বাদ দিয়ে একটাই কাজ হলো ‘হিন্দি সিরিয়াল’ দেখা। কোনো কিছুইতেই আর মন বসে না। প্রতিদিনই নতুন নতুন পর্ব আর ঘটনার চমকের কারণে নেশা হয়ে গিয়েছে সিরিয়ালের। এক দিন দেখতে না পারলেই মনটা খারাপ হয়ে যায়।
এমন ভয়ংকর নেশায় মত্ত হয়ে আছে বাংলাদেশের অধিকাংশ নারী। স্টার প্লাস, স্টার ওয়ান কিংবা জি টিভিতে চলা এই সিরিয়ালগুলো নারীদের কাছে খুবই জনপ্রিয়। এমনকি অনেক পুরুষও আজকাল দেখছেন এসব সিরিয়াল। ঢাকার পাশাপাশি মফস্বলেও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে এই আসক্তি। আর হিন্দি সিরিয়ালের বিষাক্ত ছোবলের ভয়ঙ্কর প্রভাব পড়ছে আমাদের সমাজের উপরে।
আসুন জেনে নেয়া যাক হিন্দি সিরিয়ালের সেই বিরূপ প্রভাব গুলো, যা মূলত ধ্বংস করছে আপনার জীবন!
১) অতিরিক্ত সাজ পোশাক ও মেকআপ করার প্রবণতা বৃদ্ধি পাওয়া :
হিন্দি সিরিয়ালের নায়িকারা মেকআপ করে ঘুমাতে যায়, ঘুম থেকে ওঠে, শপিংএ যায়। এমনকি গোসল করে আসার পরেও মেকআপ করা থাকে। আর তাই হিন্দি সিরিয়াল আশক্ত নারীদের মধ্যেও অতিরিক্ত মেকআপ করা ও হিন্দি সিরিয়ালের নায়িকাদের মত দামী দামী বিচিত্র রং বে রং এর সাজ পোশাক পড়ার প্রবণতা বাড়ছে।
২) সংসারে ‘কুটনামি’ করে অশান্তি বৃদ্ধি করা :
হিন্দি সিরিয়ালের মূল উপাদান নিঃসন্দেহে কুটনামি। প্রতিদিনই সিরিয়ালে দেখানো হচ্ছে শাশুড়ি-বৌ এর কুটনামি, দুই জা এর কুটনামি কিংবা পরিবারের অন্যদের সংগে ষড়যন্ত্র ও কুটনামি। সিরিয়ালে দেখানো এসব ঘটনা ‘স্লো পয়জন’ এর মত কাজ করছে নারীদের ওপর। নিজের অজান্তেই কুটনামি করা শিখে ফেলছেন নারীরা। এক পর্যায়ে মনের বিকৃতির কারণে কুটনামি করেই বিকৃত রূচির বিনোদন পাচ্ছেন আমাদের সমাজের কিছু সংখ্যক হিন্দি সিরিয়াল প্রেমী নারী। যৌথ পরিবার আজ হুমকির মুখে এই কারনে।
৩) অন্যের সম্পর্কে আলোচনা-সমালোচনা করা :
হিন্দি সিরিয়ালের দেখা দেখি একের কাছে অন্যের সমালোচনা করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে সমাজে। বান্ধবীদের কাছে, বোনদের কাছে কিংবা অন্য কারো কাছে সমালোচনা করে আনন্দ পাচ্ছে নারীরা। কে কী পোশাক পরছে, কার কত টুকু সম্পত্তি আছে, কার সন্তান আছে কার নেই ইত্যাদি অনধিকার চর্চার অভ্যাস বাড়ছে।
৪) সন্দেহ প্রবণতা ও সাধারণ বিষয়কেও জটিল মনে করা :
হিন্দি সিরিয়ালে অনেক সাধারণ একটি বিষয়কেও জটিল করে দেখানো হয়। আর তাই যারা নিয়মিত হিন্দি সিরিয়াল দেখে তাদের কাছে খুব সহজ, সাধারণ একটি বিষয়কেও অনেক বেশি জটিল ও কুটিল মনে হতে থাকে। ফলে অযথাই মানসিক চাপ বৃদ্ধি পায় তাদের। স্বামী-স্ত্রী একে অন্যের প্রতি সন্দেহ প্রবণতা বাড়ছে যার ফলে বিবাহ বিচ্ছেদের মত ঘটনা বেড়ে যাচ্ছে।
৫) লোক দেখানো কাজ করা :
কার কত দামী শাড়ি আছে, অমুক সিরিয়ালের নায়িকার স্টাইলের শাড়ি, তমুক সিরিয়ালের নায়িকার গলার হার ইত্যাদি হিন্দি সিরিয়ালের ভক্ত নারীদের ধ্যান-জ্ঞান হয়ে দাঁড়িয়েছে। কার চাইতে কে বেশি খরচ করে এসব কিনতে পারবে ও বান্ধবীদেরকে দেখাতে পারবে না নিয়ে রীতিমত প্রতিযোগিতা হয় নিজেদের মধ্যে। অসুস্থ এই প্রতিযোগিতায় যারা হেরে যায় তাদেরকে কটাক্ষ করতেও দ্বিধা করে হিন্দি সিরিয়াল আসক্ত এই নারীরা।
৬) পড়াশোনায় ক্ষতি :
স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অনেক মেয়েরা ও কিছু সংখ্যক ছেলেরাও হিন্দি সিরিয়ালে আসক্ত। প্রতিদিন পড়াশোনার মূল সময়টি তারা নষ্ট করে হিন্দি সিরিয়াল দেখে। তাদের মা, নানি, দাদিরাও সেই সময়ে বসে সিরিয়াল দেখে বলে সন্তানদেরকে মানা করতে পারে না। ফলে তাদের পরীক্ষার ফলাফল খারাপ হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কম বয়সেই ঝরে পড়ছে পড়াশোনা থেকে।
৭) অবৈধ সম্পর্ক বা পরকীয়ার প্রবণতা:
হিন্দি সিরিয়ালে অহরহই যে বিষয়টি দেখাচ্ছে তা হলো পরকীয়া। প্রতিটি সিরিয়ালেই পরকীয়া হলো ঘটনার একটি মূল উপাদান। নৈতিকতা বিরোধী এই সম্পর্ক অতিরিক্ত দেখার কারণে বেশ স্বাভাবিক মনে হচ্ছে গৃহিণীদের কাছে। তাই একটু সুযোগ পেলেই পরকীয়ায় লিপ্ত হচ্ছে অনেক নারী। এমনকি অনৈতিক শারীরিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে অনেক নারী-পুরুষ।
৮) ভারতীয় সংস্কৃতির বিরূপ প্রভাব :
আমাদের দেশের বিয়ের অনুষ্ঠান, জন্মদিন, পূজা, ঈদ, সম্পর্ক সব কিছুতেই পড়েছে হিন্দি সিরিয়ালের প্রভাব। হিন্দি সিরিয়ালের দেখা দেখি অনেক বেশি জাঁকজমকপূর্ন অনুষ্ঠান করা কিংবা ভারতীয় প্রথা অনুসরণ করার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে নিজস্ব দেশীয় সংস্কৃতি।
তাই আসুন নিজে হিন্দি সিরিয়াল থেকে বাঁচি এবং নিজের পরিবারকে ও অন্যকে বাঁচাই।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
বাংলার ঈগল বলেছেন: ফেরদৌস ভাই (বাংলার অপরূপ ) অসহায় হয়ে লাভ নাই। শক্ত হোন, এখনই সময় প্রতিরোধ করার। বাড়ীতে টিভি চ্যানেল গুলো যেটা প্রয়োজন তা বাদে অন্যগুলো মুছে দিয়ে রিমোট কন্ট্রোল লক করে দিন।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০
মাঘের নীল আকাশ বলেছেন: ভালো বলেছেন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
বাংলার ঈগল বলেছেন: ধন্যবাদ।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মনের মত একটি লেখা পড়লাম,,,,,,,,কোন যেন কাজ নেই,,,,,,খালি বড় কাজ হলো সিরিয়াল দেখা,,,,আর কুটনামি শেখা,,,,,,,বাহ্ বাহ্,,,,,,,,,,। কবে যে বন্ধ হবে এই সিরিয়ালগুলো,,,,,,,,,,,,
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
বাংলার ঈগল বলেছেন: সিরিয়াল চলু্ক কিন্তু আমাদের দেখা বন্ধ করতে হবে।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯
আখিলিস বলেছেন: ঠিক বলছেন - জঘন্য জিনিস ! কয়েক কেজি গান্জা আর কয়েক লিটার তরল না খাইলে এই জিনিসের এক টা এপিসোডও বানানো সম্ভব না ! এইগুলা যারা বানায় আর যারা দেখে দুইগ্রুপই মানসিক ভারসাম্য নাই ! বহু যুক্তি দিয়ে বুঝানোর পর আমার বউ গত ৩-৪ বছর যাবৎ আর দেখে না ।
আল্লাহ রক্ষা করছে !
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
বাংলার ঈগল বলেছেন: আপনার স্ত্রী কে অভিনন্দন। আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: পোস্ট ভালো।
তবে নির্বাচিত পাতায় যাবার মত নয়।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
বাংলার ঈগল বলেছেন: ধন্যবাদ ভাই। নির্বাচিত পাতায় যাওয়ার শর্তগুলো জানি না, ইচ্ছাও নেই। তবে সবাই সচেতন হোক, সিরিয়াল থেকে দূরে থাকুক এটা চাই।
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
আদম_ বলেছেন: সিরিয়াল ফর সিলি উইম্যান
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
বাংলার ঈগল বলেছেন: থ্যাংকস
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৭
বাংলার ঈগল বলেছেন: আমার কয়েকবার কোলকাতা যাওয়ার সুযোগ হয়েছে কাজের প্রয়োজনে। ওদের ওখানে বাইরের কোন টিভি চ্যানেল দেখতে পাই নাই। এমন কি বিবিসি ও না। শুধু ওদের চ্যানেল। আর আমাদের দেশে__ আমরা কি উদার___
কিছু বলার নাই। শুধু যে যার জায়গা থেকে বন্ধ করুন, ব্যাস হয়ে গেল।
ধন্যবাদ সকলকে ।
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩১
রন৬৬৬ বলেছেন: Excellent proposal by @Banglar Eagle: In fach, me and my younger brother don't watch Indian TV channels at home. Because there are no women in our house!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩
বাংলার ঈগল বলেছেন: আপনি ও আপনার ভাইকে অনেক শুভেচ্ছা, শুধু বাক্তিগত নয় সবার মাঝে ছড়িয়ে দিন এটা। ধন্যবাদ।
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০০
বেকার সব ০০৭ বলেছেন: ভারতীয় সিরিয়াল না দেখে কি আর ওপায় আছে । বাংলাদেশের চ্যানেল গুলো ntv, ATN BANGLA ,deshtv, Rtv যে পরিমানে বিজ্ঞাপন দেয় মনে হয় টিভির সামনে নাটক নয় বিজ্ঞাপন দেখার জন্য বসেছি ( ৪৫ মিনিট নাটকের মধ্যে ৩০ মিনিট বিজ্ঞাপন দেয়, )
মাঝে মধ্যে আম্মাকে বলি, আপনে ভারতীয় সিরিয়াল না দেখে বাংলাদেশের নাটক দেখেন। সাথে সাথে আম্মা আমাকে ধমক দিয়ে বলে দেখ তর নাটক, তখন রিমোট দিয়ে কিলিক করে দেখি ১৫ টা চ্যানেলের মধ্যে ৭ টা চ্যানেলে বিজ্ঞাপন, ৪ টা চ্যানেলে খবর, ৩টা চ্যানেলে টকশো চলতেছে।
আমাদের দেশের চ্যানেল গুলো যদি বিজ্ঞাপনের মার্তা কমিয়ে দেয়, তাহলে হয়ত সাধারন মানুষ ভারতীয় সিরিয়াল দেখা বন্ধ করে দিবে।
আমি সব সময় ভারতীয় সিরিয়ালের বিরোধীতা করি
আমি সব সময় ভারতীয় সিরিয়ালের বিরোধীতা করি
আমি সব সময় ভারতীয় সিরিয়ালের বিরোধীতা করি
আমি সব সময় ভারতীয় সিরিয়ালের বিরোধীতা করি
আমি সব সময় ভারতীয় সিরিয়ালের বিরোধীতা করি
আমি সব সময় ভারতীয় সিরিয়ালের বিরোধীতা করি
আমি সব সময় ভারতীয় সিরিয়ালের বিরোধীতা করি
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭
বাংলার ঈগল বলেছেন: আপনার কথার সাথে আমি একমত, ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।
১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭
গৃহ বন্দিনী বলেছেন: বাংলা ,হিন্দি , ইংরেজি কোন সিরিয়ালই দেখার ধৈর্য কুলায় না আমার । দেখিও নাই আজ পর্যন্ত ।
সব চেয়ে দুঃখের বিষয় হল ইন্ডিয়ান এইসব ক্ষ্যাত সিরিয়াল গুলা নকল করে এখন আমাদের দেশীয় চ্যানেলেও এইসব বানানো শুরু করেছে । আর যুক্তি দেখাচ্ছে '' সিরিয়ালই যখন দেখবেন দেশেরটাই দেখুন , ইন্ডিয়ান গুলা দেখার দরকার কি ?''
উদাহরণ সরূপ বলা যায় গুলশান এভিনিউ এর কথা ।
আর একটা বিষয় খেয়াল করলাম - লাল নীল ভারিক্কি মেকআপ আর ঝগড়া কুটনামি দুইটা বিষয় আমাদের দেশের দর্শকদের যেকোন অনুষ্ঠান দেখার প্রতি খুবই আকর্ষণ করে । হোক টক শো কিংবা সিরিয়াল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২১
বাংলার ঈগল বলেছেন: শেষের বিষয়টা বাস্তবসম্মত। কারন জাতি হিসাবে আমাদের নিজেদের অস্তিস্ত আমরা ভুলতে বসেছি, তাই এই অবস্থা।
ধন্যবাদ আপনাকে।
১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২
বিল্লা বাবা বলেছেন: ইসসস যদি বন্ধ করা যাইত এই *ল-ছাল গুলি। কিন্তু আমগো দেশের নারীরাই সব আন্দোলনে নামব।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫০
বাংলার ঈগল বলেছেন: ঠিক কথা, কিন্তু আমাদের দেশের এই নারীরা কারা? তারা আমার আপনারই মা, বোন, ভাবি, খালা, বা আত্মীয় । তাই আগে নিজের পরিবার ঠিক করতে হবে, পরে সমাজ ও দেশ।
ধন্যবাদ ভবিষ্যৎ চিন্তার জন্য।
১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩
পূরান পাগল বলেছেন: সিরিয়ালমুক্ত বাংলাদেশ চাই। পোস্টে প্লাস।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫
বাংলার ঈগল বলেছেন: আমরা সবাই সিরিয়ালমুক্ত বাংলাদেশ চাই, ধন্যবাদ।
১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫১
সুবর্ণা রহমান বলেছেন: ভারতীয় সিরিয়ালের বিরোধীতা করি ......
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৪
বাংলার ঈগল বলেছেন: ধন্যবাদ, কিন্তু শুধু বিরধীতা করলেই হবে না প্রতিরোধ করতে হবে।
১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৬
বাংলার ঈগল বলেছেন: ফেসবুক থেকে পাওয়া, কেমন লাগলো?
১৫| ১০ ই মে, ২০১৪ রাত ৩:৩১
ক্ষতিগ্রস্থ বলেছেন: বাংলাদেশি চ্যানেল দেখার জো আছে? সময়ের ২০ মিনিট পরে শুরু হবে, তাও ৫-মিনিট দেখিয়ে ৭-মিনিট বিজ্ঞাপন. অর্ধেক হলে পর বাকিটা দেড় ঘন্টার সংবাদের পর. আর পুতুপুতু ছ্যাবলামি, স্বাদ ও রুচির বৈচিত্রের অভাব, ঘন্টায় ঘন্টায় সংবাদ প্রচার, বিরক্তিকর টক-শো - এমন ধৈর্যের পরীক্ষায় পাস করা মানুষের পক্ষেতো সম্ভব না!
আমি টিভি দেখি না, মাঝে মাঝে চ্যানেলে চ্যানেলে টহল দেই. পরিবার ভারতীয় চ্যানেল না-দেখার সব যুক্তি উপেক্ষা করে শুধু বর্ণিত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত স্টার জলসায় ফেরত গেছে.
১২ ই মে, ২০১৪ রাত ১২:৫৭
বাংলার ঈগল বলেছেন: আপনার কথার প্রথম অংশের সাথে আমি অবশ্যই একমত!
কিন্তু আমাদের মিডিয়ার প্রচার মান এত খারাপ হওয়ার কারন কি? একবারও ভেবে দেখেছেন কি? প্রতি বছর ভারতীয় গোয়েন্দা সংস্থা "র" আমাদের মিডিয়াতে কত বিনিয়োগ করে জানার চেষ্টা করেছেন কখোনো?
মনে করুন.............
ভাই আপনার বাড়ির পাশে সব হিন্দু / উপজাতী / আদিবাসী বাড়ি, সবার বাড়িতে মদ বানায়, প্রচুর মদ যখন তখন পাওয়া যায়। কোন এক গ্রীষ্মের দিনে এলাকায় হঠাৎ পানি সংকট দেখা দিল। খাবার যোগ্য পানির যে পুকুর ছিল তাও নোংড়া হয়ে খাওয়ার অনুপোযোগী হয়ে গেছে।
তখন কি করবেন?
নিয়মিত মদ খাওয়া শুরু করবেন? নাকি পুকুরের পানি শোধন করার ব্যবস্থা করে আবার পানি খাওয়া শুরু করবেন?
১৬| ১০ ই মে, ২০১৪ ভোর ৪:১৮
মিতক্ষরা বলেছেন: বাংলাদেশী ভারতীয় সব অশ্লীল কদর্যপনা বন্ধ হোক।
১৫ ই মে, ২০১৪ রাত ১:২৪
বাংলার ঈগল বলেছেন: সব অশ্লীলতা বন্ধ হোক ভালো কথা, কিন্তু বন্ধটা করবে কে?
রাষ্ট্রে অশ্লীলতা বন্ধ করবে সরকার
সমাজে অশ্লীলতা বন্ধ করবে মোড়ল, নেতা, গুরুজন, শিক্ষক, ধর্মীয় শ্রদ্ধাভাজনরা,
পরিবারে অশ্লীলতা বন্ধ করবে পরিবারের কর্তা/কর্তী
অশ্লীলতা, নোংরামী মুক্ত একটা সুন্দর সমাজ চাই
অশ্লীলতা, নোংরামী মুক্ত একটা সুন্দর সমাজ চাই
অশ্লীলতা, নোংরামী মুক্ত একটা সুন্দর সমাজ চাই
অশ্লীলতা, নোংরামী মুক্ত একটা সুন্দর সমাজ চাই
অশ্লীলতা, নোংরামী মুক্ত একটা সুন্দর সমাজ চাই
অশ্লীলতা, নোংরামী মুক্ত একটা সুন্দর সমাজ চাই
১৭| ২২ শে মে, ২০১৪ সকাল ১১:৩৩
এক্স রে বলেছেন: এদেশীয়রা ভারতীয় সিরিয়াল বিমুখ হবে তখনই যখন ভারতীয় চ্যানেল বন্ধ হবে।
এর আগে একটা ইন্টারেস্টিং রিপোর্ট দেখেছিলাম ছেলেরাই হিন্দী সিরিয়ালের বেশি ভক্ত। ফেসবুকে স্টার প্লাস আর স্টার জলসার ফ্যান পেজে ছেলেদের লাইকই বেশি
২২ শে মে, ২০১৪ রাত ১১:৩৬
বাংলার ঈগল বলেছেন: যেসব ছেলেরা হিন্দী সিরিয়ালের ভক্ত তারা দেখতে ছেলে হলেও আমার মনে হয় ওরা মানসিক ভাবে হিজড়া হয়ে গেছে, কারন একবারে তো আর মেয়ে হতে পারবে না! কি বলেন?
মূল্যবোধ সম্পন্ন শিক্ষা আর দেশপ্রেমে আমাদের আরো কঠোর হতে হবে তাহলে বিদেশি সংস্কৃতির আগ্রাসনের শিকার হতে হবে না। ( আমরা বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে অবশ্যই জানবো, কিন্তু তাদের অনুকরন করবো না)
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭
বাংলার অপরূপ বলেছেন: শুধু হিন্দি সিরিয়াল ই না ভারতিয় বাংলা চ্যানেলেও কম যায়না। সিরিয়াল গুলোর মাথা মন্ডু কিছুই নাই। সিরিয়ালের অত্যাচারে অসহায় হয়ে পরেছি।