![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এদেশটাকে বড্ড ভালবাসি....... বেশি ভালবাসি এদেশের মেহনতী খেটে খাওয়া মানুষকে....
ভারতীয় সিরিয়ালগুলোর আগ্রাসনে দেশীয় ঐতিহ্য এবং সংস্কৃতি ইতিমধ্যেই হুমকির মুখে। আমাদের দেশের নারীরা সন্ধ্যার পরেই পৃথিবীর সব কাজ বাদ দিয়ে টিভির সামনে বসে পড়েন শুধু মাত্র ভারতীয় সিরিয়াল দেখার নেশায়। ভারতীয় সিরিয়ালের গতানুগতিক এবং আজগুবি কাহিনীগুলো বছরের পর বছর মুগ্ধ হয়ে দেখছেন অধিকাংশ নারী। বাস্তব জীবনে কখনই হওয়া সম্ভব না এমন ঘটনাগুলোই নিয়মিত দেখতে দেখতে একটা পর্যায়ে মগজ ধোলাই হয়ে যেতে থাকে তাদের। ফলে কোনটা বাস্তব আর কোনটা গাঁজাখুরি সেই পার্থক্য করার ক্ষমতাও হারিয়ে ফেলেন ভারতীয় সিরিয়ালের নিয়মিত দর্শকরা। জেনে নেয়া যাক কিছু আজগুবি এবং অসম্ভব ঘটনা সম্পর্কে যেগুলো অহরহই দেখানো হচ্ছে ভারতীয় সিরিয়ালে।
১) নায়ক নায়িকা প্রেম করে বিয়ে করে। কিছুদিনের মাঝেই শুরু হয় সন্দেহ এবং অশান্তি, পরিণতি হয় ডিভোর্স। এরপর নায়ক বিয়ে করে নায়িকার বোনকে। এরপর নায়ক তার ভুল বুঝতে পারে এবং অনেক জটিলতার অবসান ঘটিয়ে হয় দুই বৌকেই রাখে, না হয় নায়িকার বোনকে আবারও ডিভোর্স দিয়ে পুনরায় বিয়ে করে নায়িকাকে।
২) অনেক বড়লোক ব্যক্তি হঠাৎ করেই গরিব হয়ে যায় কুচক্রীদের ষড়যন্ত্রে। ফলে ঘরবাড়ি সব বিক্রি করে দেয় সেই খারাপ লোকের কাছে। অতঃপর থাকার কোনো যায়গা না পেয়ে চাকর হিসেবে থাকে সেই ব্যক্তির ঘরে!
৩) নারীরা ঘুমায়, গোসল করে এবং খায় ভারী গহনা আর জমকালো পোশাকে। কখনই মেকআপ ফ্যাকাসে হতে দেখা যায়না তাদের।
৪) একজন পুরুষের জন্য ৫/৬জন নারীর আকর্ষণ লক্ষ্য করা যায়। এই একজন পুরুষকে ঘিরেই চলতে থাকে নারীদের কুটনামি।
৫) সন্তান হওয়া মানেই বিশাল বিপদ। এক্ষেত্রে সম্ভাব্য যেসব বিপদ হতে পারে সেগুলো হলো – বাচ্চার বাবা স্বীকার করবে না এটা তার সন্তান, গর্ভাবস্থায় সিড়ি থেকে পড়ে যাওয়া, জন্ম দিয়ে গিয়ে মায়ের মৃত্যু, হাসপাতালেই বাচ্চা হারিয়ে যাওয়া।
৬) নাটকের সংলাপের চাইতে ব্যাকগ্রাউন্ডের মিউজিক অনেক বেশি।
৭) নাটকের মূল নায়িকার জীবনটা কখনই সুখের হয়না। তার জীবনে ‘সুখ’ শব্দটার উপস্থিতি কখনই রাখা হয়না ভারতীয় সিরিয়ালে।
৮) নানি-দাদিরা নাতি-পুতি এবং এর পরের বংশধরদেরকেও দেখে যেতে পারেন বেশ সুস্থ সবল ভাবেই।
৯) সব নাটকের একটিই মন্দির থাকে। এবং কাউকে খুঁজতে হলে এই মন্দিরে গেলেই খুঁজে পাওয়া যায়।
১০) সিরিয়ালের নায়ক/নায়িকা মারা গেলে পরিবারে নেমে আসে দুঃখ। কিন্তু কিছুদিন পরেই জানা যায় যে সে আসলে মারা যায়নি। নায়ক/নায়িকা প্লাস্টিক সার্জারি করে বদলে ফেলানো চেহারা অথবা আগের চেহারা নিয়েই ফিরে আসে পরিবারের কাছে।
১১) প্রতিটি সিরিয়ালেই হয় ঘরের বৌ খারাপ হয় না হয় শাশুড়ি। একসঙ্গে বৌ-শাশুড়ি দুজনই ভালো, এই দৃশ্য দেখা যায় না ভারতীয় সিরিয়াল গুলোতে।
১২) ছেলে বৌ, শাশুড়ি এবং দাদী শাশুড়ির বয়সে তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না।
১৩) অশুভ কিছু ঘটা মানেই প্রদীপের বাতি নিভে যাওয়া অথবা হাত থেকে কিছু পড়ে যাওয়া। (সংগৃহীত)
পূর্বের টা দেখুন: হিন্দি সিরিয়াল
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৬
বাংলার ঈগল বলেছেন: ☺ বাঘের মুখ থেকে শিকার ছিনিয়ে নেয়া সম্ভব কিন্তু ভারতীয় সিরিয়াল চলা অবস্থায় মহিলাদের হাত থেকে রিমোট ছিনিয়ে নেয়া সম্ভব নয়। ---------সহমত।
ধনযবাদ
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪
সর্ট সার্কিট বলেছেন: "িনজ+আম বলেছেন: যাই বলেন না কেন, এদেশের মহিলাদেরকে এইসব সিলিয়াল থেকে মুখ ফেরাতে পারবেন না। বাঘের মুখ থেকে শিকার ছিনিয়ে নেয়া সম্ভব কিন্তু ভারতীয় সিরিয়াল চলা অবস্থায় মহিলাদের হাত থেকে রিমোট ছিনিয়ে নেয়া সম্ভব নয়। "
আমি মনে করি সম্ভব, তবে এর জন্য বাংলাদেশী চ্যানেলগুলোর উদ্যোগ নিতে হবে.........
কিভাবে? আমি চেষ্টা করছি এর ব্যাখ্যা দিতে, কেউ কেউ আমার সাথে একমত হবেন আশা করি।
> ইন্ডিয়ান বেশীরভাগ চ্যানেলগুলো দেখবেন একটা বা দুইটা বিষয়ের উপর ভিত্তি করে অনুষ্ঠান প্রচার করে, যেমন - স্টার প্লাস বা জিটিভি বা সনি টিভি এন্টারটেইনমেন্ট-এর উপর, স্টার স্পোর্টস বা টেন স্পোর্টস খেলাধুলার উপর ইত্যাদি,
> আর আমাদের চ্যানেলগুলো "একের ভিতর সব" , নিউজ, এন্টারটেইনমেন্ট, খেলাধুলা সব। চিন্তা করেন মোশাররফ করিম-এর নাটক দেখতে দেখতে হঠা্ত শুরু হয়ে যাবে রাজনীতিবিদদের টক শো, পুরা মুখটাই তো সাথে সাথে টক হয়ে যাবে।
> আর একটা বিষয় আমি মনে করি সাইকোলোজিস্টরা ভালো বলতে পারবেন, আমরা অভ্যাসের দাস, কোন একটা কাজ আমরা একটি নির্দিষ্ট সময়ে করতে করতে অভ্যস্থ হয়ে যাই, এই ব্যাপারটাকে মিডিয়া কাজে লাগায়, ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখবেন কোন একটা নাটক একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে প্রচার করছে। সময়ের একটুও হেরফের হয় না। আর আমাদের চ্যানেলগুলো কোন দিন কোনটা দেখাবে তাও জানে না মনে হয়।
এই কয়েকটি বিষয়ে চ্যানেলগুলো নজর দিলে অবস্থা পরিবর্তন হতে বাধ্য।
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩০
বাংলার ঈগল বলেছেন: একমত
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০
কলমের কালি শেষ বলেছেন:
এইসব আতেলমার্কা কাহিনী নিয়ে মেয়েদের ভেতর যে গল্পগুজব চলে । এর কুপ্রভাবতো গত ঈদেই স্পষ্ট দেখা গেল পাখি ড্রেস এর বদৌলতে ।
লেখাটি পড়ে মজা পেলুম ।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++
মাত্র ১৩ টা ! আমি তো দেখি ( মানে যে কয়টা যে কতক্ষণ ধৈর্যের চরম পরীক্ষা চালিয়ে যতটুকু দেখতে পেরেছি আর কি ) সবগুলার পুরোটাই আজগুবি !
ভালো থাকবেন
০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১০:১৫
বাংলার ঈগল বলেছেন: ধন্যবাদ। আপনিও কিছু যোগ করুন।
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৪
আবু শাকিল বলেছেন: ভারতীয় সিরিয়াল মুক্ত একটা বউ চাই
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২০
মোঃ সাইদুল ইসলাম বলেছেন: আসলে সিরিয়াল তো তৈরী হয় সমাজে ঘটে যাওয়া ঘটনা নিয়ে। তাগো সমাজই এরকম, সিরিয়ালের মত আজগুবি। এটা আমগো মহিলারা বুঝে না। এ বিষয়ে অভিজ্ঞতা থেকে আমার একটি মজার লেখা আছে "জাকিরের বউ" নামে....
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩১
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: বুর্জোয়াবাদীরা এক মহাপরিকল্পনা নিয়ে বাঙালি নারী সমাজে সিরিয়াল নামক ভাইরাসের ছোবল দিয়ে যাচ্ছে। আশু এই সাংস্কুতিক আগ্রসন রুখে দিতে হবে।
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৬
বাংলার ঈগল বলেছেন: আশু এই সাংস্কুতিক আগ্রসন রুখে দিতে হবে। সহমত ।
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০১
মাহবু১৫৪ বলেছেন:
আরো একটা জিনিস অবশ্যই ঘটে।
কোন কিছু হলেই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রতিক্রিয়া দেখানো হয়। সামনে - পিছনে - ডানে - বামে - নিচ থেকে।
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৩
মহসিনা বলেছেন: ''বাঘের মুখ থেকে শিকার ছিনিয়ে নেয়া সম্ভব কিন্তু ভারতীয় সিরিয়াল চলা অবস্থায় মহিলাদের হাত থেকে রিমোট ছিনিয়ে নেয়া সম্ভব নয়।'' সম্পূর্ণ একমত।
১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪
তাসজিদ বলেছেন: ভাই কি নিয়মিত সিরিয়াল দেখেন?
০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১০:২০
বাংলার ঈগল বলেছেন: ভাই আজকের দিন পর্যন্ত আফসোস থেকে গেল ! কোন সিরিয়াল দেখতে পারি নাই!
সামনে কোনটা পড়ে গেলে চ্যানেল পরিবর্তন করতে যেটুকু সময়!
ধন্যবাদ
১১| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ২:১৭
শায়লা িসিদ্দক বলেছেন:
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৫
বাংলার ঈগল বলেছেন:
১২| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪২
বাংলার ঈগল বলেছেন: শুনলাম সানি লিওন নাকি বাংলাদেশে আসছে!
ঠিক বুঝতে পারছি না কি লিখব ----------
১৩| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫১
হানিফঢাকা বলেছেন: ''বাঘের মুখ থেকে শিকার ছিনিয়ে নেয়া সম্ভব কিন্তু ভারতীয় সিরিয়াল চলা অবস্থায় মহিলাদের হাত থেকে রিমোট ছিনিয়ে নেয়া সম্ভব নয়।''- আমি একমত না। আমি আমার নিজের ফ্যামিলির মধ্যে এটা করেছি। এখন আমার বাসায় কেউ এসব দেখেনা।
০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:৫০
বাংলার ঈগল বলেছেন: স্যালুট ভাই। বর্তমান কি অবস্থা আপডেট জানাবেন প্লিজ।
অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭
নিজাম বলেছেন: যাই বলেন না কেন, এদেশের মহিলাদেরকে এইসব সিলিয়াল থেকে মুখ ফেরাতে পারবেন না। বাঘের মুখ থেকে শিকার ছিনিয়ে নেয়া সম্ভব কিন্তু ভারতীয় সিরিয়াল চলা অবস্থায় মহিলাদের হাত থেকে রিমোট ছিনিয়ে নেয়া সম্ভব নয়।