নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত চিন্তা হোক উন্মুক্ত !!!

টাইগার সুমন হাসান

হ্রদয়ে বাংলাদেশ

টাইগার সুমন হাসান › বিস্তারিত পোস্টঃ

আই এম সরি দোস্ত

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫০

*** হুমাউন কবির - শিক্ষিত, সুদর্শন, সচেতন এক যুবক এর নাম, তার অবশ্য একটা রাজনৈতিক পরিচয় ও ছিল, হুমাউন কবির ছিলেন ছাত্র ইউনিয়ন এর খুলনা জেলা এর সভাপতি, ছিলেন কেন্দ্রের সহ- সভাপতি, অবশ্য তার এই রাজনৈতিক পরিচয় টা এখন সাবেক হয়ে গেছে কারন রাজনৈতিক মতাদর্শে তিনি অবিচল থাকলে ও তার রাজনৈতিক সহকর্মীরা তাকে ইচ্ছা করে ই ভুলে গেছে, যদিও আমাদের দেশ এর রাজনীতিতে এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা, প্রয়োজন শেষ ছুড়ে ফেলে দাও। খুব কাছ থেকে দেখেছি ধর্মান্ধ পিতার সন্তান হয়েও কিভাবে সে নিজেকে অন্ধত্তের শিকল থেকে মুক্ত করেছে এবং স্বাধীন চেতা হিসেবে নিজেকে সমাজের কাছে চিনিয়েছে, আর বিনিময় এ পেয়েছে মিথ্যা মামলার বোঝা মাথায় নিয়ে অন্ধকার কারাগার, মিথ্যা মামলায় ফাঁসির আসামি। সত্যিই সেলুকাস কি বিচিত্র এই দেশ, আমরা সবাই সচেতন দাবি করি কিন্তু আমাদের সবার চোখ ই অন্ধ। কথা বলেছিলাম ছাত্র ইউনিয়ন এর সাবেক আর একজন সভাপতি, বর্তমান কম্যুনিস্ট পার্টি এর কেন্দ্রীয় নেতা PRINCE BHAI (SARDAR RUHIN HOSSAIN PRINCE) এর সাথে কোন উত্তর পাই নাই, যাই হোক উত্তর পাব না জানতাম তার পর ও বৃথা চেষ্টা।



কবির আমি সত্যি ই দুঃখিত বন্ধু, ভাল থেক জেলখানায় তবে এই দিন বেশি দীর্ঘ হবে না, সত্য আমি প্রমান করব ই, সত্য কে সবার সামনে আমি উন্মোচন করবই, তোমার কাছে এইটা আমার প্রতিজ্ঞা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.