নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত চিন্তা হোক উন্মুক্ত !!!

টাইগার সুমন হাসান

হ্রদয়ে বাংলাদেশ

টাইগার সুমন হাসান › বিস্তারিত পোস্টঃ

ধর্ম ও সংস্কৃতি

৩১ শে মার্চ, ২০১৫ সকাল ৭:২৭

নাস্তিক শব্দটা যে ভাবে ব্যাবহার হচ্ছে তাতে আস্তিক খুঁজে পাওয়া কষ্টকর এখন।
মাথায় টুপি, মুখে দাড়ি, মুসলমান নাম নিলেই যে মুসলমান হওয়া যায় না, মানুষ হওয়া যায় না তা আমরা ভুলতে বসেছি। সত্য - সভ্যতা - প্রগতি - আধুনিকতা যেন আজ ধর্মান্ধদের শত্রুতে পরিনত হয়েছে।
ধর্ম ও সংস্কৃতি আজ মুখোমুখি অবস্থানে !!!
ইসলাম ধর্ম ও আরবের সংস্কৃতি যে এক নয় তা সুকৌশলে আড়াল করা হয়েছে।
ধর্ম সমগ্র মানব জাতীর জন্য, সংস্কৃতি এক একটি অঞ্চলের, এই কথা ভুলে গিয়ে আজ তৈরি হতে চলেছে অস্তিত্ব সঙ্কট। যার ফলাফল সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়া উগ্র জঙ্গিবাদ।
উগ্র জঙ্গিবাদে প্রশ্নবিদ্ধ আজ মানব মুক্তির ধর্ম।
বাঙ্গালী মুসলমান অথবা ইউরোপের মুসলমানের মরু সংস্কৃতি গ্রহনের কোন প্রয়োজনীয়তা নেই, কারন এই অঞ্চল গুলোতে মরুঝড় হয় না, এখানে দিনে রাতের তাপমাত্রাও মধ্য প্রাচ্যের মতো নয়।
ভারতে সনাতন ধর্মীয়রা গঙ্গায় পূজা দিতে যায় যা পশ্চিমা দেশগুলোতে সম্ভব নয়, পূজার পরে নদীতে প্রতিমা বিসর্জন সম্ভব নয় উন্নত দেশগুলোতে।
দক্ষিন এশিয়া, ইউরোপ, আমেরিকাতে প্রকাশ্যে শিরচ্ছেদ, পাঁথর নিক্ষেপে হত্যা, দোররা মারা সম্ভব নয়।
সুতরাং ধর্মকে তার নিজের স্থানে রেখে নিজ নিজ সংস্কৃতি লালনে কোনই সমস্যা নেই।
নিজস্ব সংস্কৃতি ধারন করলেই নাস্তিক হয় না। ধর্মের সাথে সংস্কৃতির বিরোধও নেই।
চাপিয়ে দেওয়া নাস্তিকতা শুধুই স্বার্থসিদ্ধির হাতিয়ার মাত্র।
জাগ্রত হোক বিবেক, জ্বলে উঠুক আলোর মিছিল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৯

দ্যা আহমেদ মামুন বলেছেন: ফকিন্নির পোলারা বিদেশ যাওয়ার লোভে ব্লগিং করে।
দাউদ হায়দার
তশলিমা
আরিফ
আসিফ

এরা সবাই বিদেশে যাওয়ার মত মেধা রাখে?
এরা তবুও বিদেশে।
আমার দেশের অনেক ফকিন্নির পোলারা বিদেশে যাওয়ার জন্য ব্লগিং করে। ্
অনেকে যেতে পারে। আর অনেকে কাটা তারা আটকে যায়।
যেমন-
রাজিব
অভিজিত
ওয়াশিক।
এরা চলে গেছে ভিসা পাসপোর্ট ছাড়া এমন দেশে।

২| ০১ লা এপ্রিল, ২০১৫ ভোর ৬:০১

টাইগার সুমন হাসান বলেছেন: বিদেশে যাওয়ার জন্য ব্লগ লেখে কথাটি কি আসলেই সত্যি ?
আপনি নিজেও তাই বিশ্বাস করেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.