নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত চিন্তা হোক উন্মুক্ত !!!

টাইগার সুমন হাসান

হ্রদয়ে বাংলাদেশ

টাইগার সুমন হাসান › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালীর বিবর্তন

০১ লা এপ্রিল, ২০১৫ ভোর ৫:৫১

ডারউইনের বিবর্তনবাদে কারো সংশয় থাকলেও বাঙ্গালীর বিবর্তনে কারো সন্দেহ থাকার কথা নয়।
যে বাঙ্গালী ছিল ধর্মভীরু, সেই বাঙ্গালী আজ ধর্মান্ধ। ছোট বেলায় যে বাঙ্গালীকে দেখেছি ফজরের নামাজ পরে প্রভাত ফেরীতে যেতে সেই বাঙ্গালীই আজ বলে প্রভাতফেরী হিন্দুয়ানী কালচার।
পৃথিবী যখোন মঙ্গল গ্রহে স্থায়ী বসতী গড়ে, বাঙ্গালী তখোন ডিজিটাল পদ্ধতিতে জঙ্গীবাদ - মৌলবাদের চেতনায় নিজেকে উজার করে দেয়।
পৃথিবী যখোন বাক স্বাধীনতার কথা বলে, তখোন চাপাতির আঘাতে রক্তাক্ত অভিজিৎ - বাবুর নিথর দেহ পরে থাকে ফুটপাতে।
মৌলবাদের নগ্ন নৃত্যে ধর্ষিত হয় বাক স্বাধীনতা।
হাটহাজারির অন্ধকার জঙ্গল থেকে জংলী জানোয়ার বুড়ো হায়নার হুঙ্কার, চাপাতি হাতে হনুমান চলে যায় মানব সভ্যতায়। খেলা করে রক্ত রক্ত খেলা।
ধুতি পরা বাঙ্গালী আজ পাঠান - কাবলিওয়ালা।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৬

যোগী বলেছেন:
সত্যিই বাঙ্গালীরা আজ পাঠান বা কাবলিওয়ালা হতে চায়। তার আজ ধর্ম রক্ষা করতে চায় ধর্মকেই ধ্বংস করে।

২| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১১:০০

আনপ্রেডিক্টেবল রিফাত বলেছেন: যাদের পূর্বপুরুষ বানর, তাদের সাথে তর্ক করার মতো কোনো মনুষের কুরুচী থাকতে পারে না,,,,,,,হতে পারে সে জঙ্গী, মৌলবাদী

৩| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৪

টাইগার সুমন হাসান বলেছেন: পূর্ব পুরুষ বানর হোক অথবা মালাউন হোক, মুসলমান ছিল না এটা তো সত্যি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.