নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর

আজো আমি চাই কষ্ট পেয়ে কেউ কেউ নষ্ট হয়ে যাক

খান মোহাম্মদ

ভাবতে চাইলেও ভাবনা আসে না চাইলেও ভাবনা আসে, সেই ভাবনা গুলোকে কিছু শব্দের শরীরে ফেলে জীবন দেয়ার চেষ্টা করি; কখনও পারি কখনও পারি না।

খান মোহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

তোমাদের গাছেরা

০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩২

পাতার সাথে

কুচি কুচি করে ছিড়ে ফেলেছো কারো হৃদয়,

আর সেই হৃদয় ভাংগা দুঃখ নিয়ে পরম নির্ভরতা খুঁজেছ গাছের ছায়ায়।

চোখ দিয়ে ঝরেছে অজস্র অভিশাপ।



এরপর একটা সময়

প্রেমের পুনোরুত্থান ঘটে।

মানব-মানবীর নির্বিশেষ ভালোবাসার স্মৃতিচিহ্ন

আঁকা হয় সমস্ত শরীর জুড়ে

. . . গাছের এবং তোমাদের।



তখনো কিন্তু

গাছগুলো বোবাই থেকে যায়!



গাছেরা কাঁদতে জানেনা।

অভিশাপের তীলক এঁকে দিতে পারেনা তোমাদের গায়ে।

শুষ্ক আবরনের সেই হৃদকম্পন

তারা শুনতে দেয়না কাউকে।



গাছেরা প্রেম জানেনা।

গাছেরা ভালোবাসতে জানেনা।



'তোমাদের গাছেরা'

খান মোহাম্মদ

ঢাকা

০৭_০৪_২০১৪

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৫

রাবার বলেছেন: গাছেরা কাঁদতে জানেনা।
সুন্দর কবিতা +++++

২| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৮

খান মোহাম্মদ বলেছেন: ধইন্যাপাতা ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.