![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ঘুম নেই চোখে...
জানালার পাশে দাঁডিয়ে আছি একা, নিরজন শহর ।
আলো মিলিয়ে যাচ্ছে দূরে - বহুদূরে।
কেউ কারো নয়।
তোমার চোখে চেয়ে থাকার মতো যন্ত্রণা আর কিছু নেই;
তবু মরীচিকা -
ঝলসে দেবার মতো করে ফুটে উঠে সুন্দর রূপে।
আলোর বন্যার কাছে নিবেদন,
ঢেউ তোলো হাজারের ঘরে।
মিলে মিশে একাকার হতে চাই তোমার মাঝে।
অন্ধকার আর ভালো লাগে না,
জীবনের পরশের অপেক্ষায় আজ
কেটে গেছে দুইটি দশক।
তুমি আলো, তুমি মরীচিকা, তুমি জীবন।
চেতনার প্রতি ভাঁজে জাগে শিহরণ।
আকাঙ্ক্ষার তৃষ্ণা আরো বাড়ে,
যত বার বলি তবু, শব্দ গুলো শুধু সুর খোঁজে।
অনিয়ম-ই হয়ে গেছে রোজকার জীবনের নিয়ম।
বিচ্ছিন্ন অগোছালো শব্দের ঢেউয়ে ভেসে চলেছি।
সাঁতরাতে পারা না পারা কোন ব্যাপার নয়।
ফলাফল তবু একই রয়ে যাবে।।
হাজারের কান্নার স্রোতে হারিয়ে যাবো আমি,
মিলিয়ে যাবো ধূ ধূ উপত্যকার বালির মাঝে ।
বিলীন থেকে বিলীনতর ...
বিলিয়ন থেকে বিলিয়ন বছর পর
কেউ যদি খোঁজ পায়, অবাক হবে
এ কে আদি মানব চেয়ে আছে ?
অমন নিষ্টুর চাহনি হতে পারে কারো ?
লিখতে হবে কিছু ইতিহাস নতুন করে, -
একেবারে খসড়া থেকে।
বদলে যাবে পৃষ্ঠা, বদলে যাবে আমার উত্তরসূরিদের চিন্তা।
তুমি দেখে নিও সেদিন,
আমাকে নিয়ে কত হানাহানি ই না রটে যাবে।
কেউ খুঁজে নেবে রক্তের সম্পর্ক। আবার কেউ চেহারার সাদৃশ্য ।
তবু ক্ষান্ত হবে না কেউ।
ক্লান্তি নেই এদের।
এরাই আমার স্বান্তনা।
©somewhere in net ltd.