নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ঘড়ি টিক টিক করে এগোয়, আর আমরা এগুই আমাদের শেষ সীমার দিকে। মাঝের অল্প সময়ে যা পারি লিখে যাই আপন মনের আনন্দে...

কালের ঘড়ি

সকল পোস্টঃ

ধূসর নগরী

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪২



তোমাদের নগরীর ধূসর বালু ছড়ানো
রাজপথে ক্লান্ত পথিকের ন্যায়
হেঁটে বেড়ানো আমার অস্তিত্বের
শেঁকড়ে টান পড়ে হর হামেশাই;
রোদ চকচকে ভ্যাঁপসা গরমের দুপুরে
ক্লান্তি ভর করেছিলো চিরায়ত মানব
দেহের কাঠামোতে; অস্বস্তির ধূমপোড়া
বাতাসের গন্ধে বাজপরা কাষ্ঠের
অসহায়ত্ব,...

মন্তব্য১ টি রেটিং+০

খন্ড প্রলয়

২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১




ছন্দের মিল রেখে কাব্য রচনায় পারদর্শিতা নেই, সুতরাং ওসব লিখার চেষ্টা করা আমার জন্যে অন্যায় ।
আবার, অধিকার না থাকার পরেও মানুষ প্রায় সময়ই অনধিকার চর্চা করে।
আমি সেই দলে যোগ দিলাম...

মন্তব্য০ টি রেটিং+০

পতিতালয়

১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮



কুয়াশায় ভেজা রমণীর দুই ঠোঁট,
শালিকের কিচ কিচ আর কাকেদের বেসুরা গান
আমায় করে আহ্বান,
এই জন মানবহীন ধরণীর বুকে চলে
শূন্য থালার হাহাকার।
জারজের কান্না, গণিকার গোঙ্গানি আর অস্পৃশ্যের চরম আকুতি এখানে বৃথা
কিছু পশুর...

মন্তব্য৫ টি রেটিং+০

কল্পনা:২

১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪০



হিজলের ডাল আর পাতা ধোয়া
অশ্রুর বিশুদ্ধ স্মৃতিচারণের তুমি
একটি কলংক শুধু; মুঠি
ভরা কদমের ডাঁটাগুলো লুকোনো
আছে তোমার দৃষ্টির সীমানায়-
কোন এক উপেক্ষিত কোণে-
"হারানোর অপেক্ষা" আর "খুঁজে পাওয়া"
হওয়া থেকে একটু দূরে;

কল্পনায় শত...

মন্তব্য১ টি রেটিং+০

কল্পনা

১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৫



ভাঙ্গার শব্দে চৌচির হয়ে যাচ্ছিলো চারপাশ,
সর্বনাশের উল্লাশ তখন দরজার ওপাশে দাঁড়ানো।
খালি হাতে ফিরে যাওয়ার জন্যে এরা আসেনি,
আসেনি গল্পের ঝুঁড়ি ফেলে সময় কাটাতে-
পরাজয়ের সীলগালা ছাঁপিয়ে এদের মুক্তি।
এদের গর্জন আমার অন্তরকে দ্বিখন্ডীত...

মন্তব্য৩ টি রেটিং+১

অন্ধকারের সমাধি

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:২২



এই অন্ধকার গ্রাস করে নেবে সবকিছু।
তিলে তিলে শূন্যতার দিকে ঠেলে পাঠাবে একেকটি জীবন।
আকাংখার ধূলি-মলিন রাতগুলো ছিলো স্মৃতির উজ্জ্বল নক্ষত্র
আর গোলোকধাধার সমাধি। পরিচয়ের বিকিকিনী হবে জেনে
গুটিয়ে রাখা অসমাপ্ত সম্পর্কগুলো অস্বীকার করে...

মন্তব্য১ টি রেটিং+০

দুঃস্বপ্নের মুখোমুখি

০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫২



দুঃস্বপ্নের মুখোমুখি অথবা
কড়ই এর ডাল, হুতোম পেঁচা আর কুয়াশার
ঘন আস্তরণ; পাওয়ার কিছু নেই যাতে
চাওয়ার কানা-কড়ি মেটানো যায়।
থালার মতো চাঁদ, কুপির মতো
শুক্র, শনি আর হাজারো নক্ষত্র।
ফিরে পাওয়া দুঃস্বপ্নের আনাচে কানাচে
সালফার আলো,...

মন্তব্য৪ টি রেটিং+০

আমি কবি নই

০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৫৭





((একদা) কৃত্রিমতার নেশা পেয়ে বসেছিলো)
ঝরে পড়া রক্তজবার মরণোল্লাস এখনো কানে বাজে,
ঝনঝন করে কোন এক প্রাচীন ইতিহাসের নারীর মতোন।
বৈদ্যুতিক বাতি ছিলো না, শুধু প্রদীপ আর ঘোলা অন্ধকার;
আর রহস্য দানা বেঁধেছিলো...

মন্তব্য০ টি রেটিং+০

শ্রেষ্ঠত্বের নিদর্শন

০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৪



গতকাল এইক্ষণে এ জায়গায়
আহত এক কাক গুনছিলো প্রহর,
মরণ তার এসেছিলো শিয়রের কাছে-
রাজপথের মাঝে।
কল আর মোটরের শব্দে জড়াজড়ির
উত্তপ্ত-অসহ্য দুপুরে
কুচকুচে কালো সেই পিচের উপরে
দাঁড়িয়ে রয়েছে তা-
পায়ে হেঁটে পাড়ি দেবে বলে;
ভীত আর...

মন্তব্য২ টি রেটিং+০

রক্ত লিখন

০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯



সেবার খুব বেশি দিন ভাদ্র মাস
চলেছিল, ক্ষিপ্ত হায়েনার মতো ফেঁপে
উঠেছিলো তাদের চোয়াল; কালো
রাত বেছে নিয়েছিলো শীতল
মেঘেদের ডেরা। প্রতি কামড়ে খুবলে
খায় একেকজন, বাতি তবু জ্বলে না;
মাটির ভ্যাপসা ঘ্রাণে...

মন্তব্য৫ টি রেটিং+১

আমার স্বান্তনা

১৭ ই জুন, ২০১৬ দুপুর ২:৩৮

আমার ঘুম নেই চোখে...
জানালার পাশে দাঁডিয়ে আছি একা, নিরজন শহর ।
আলো মিলিয়ে যাচ্ছে দূরে - বহুদূরে।
কেউ কারো নয়।
তোমার চোখে চেয়ে থাকার মতো যন্ত্রণা আর কিছু নেই;
তবু মরীচিকা -
ঝলসে দেবার...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.