![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
((একদা) কৃত্রিমতার নেশা পেয়ে বসেছিলো)
ঝরে পড়া রক্তজবার মরণোল্লাস এখনো কানে বাজে,
ঝনঝন করে কোন এক প্রাচীন ইতিহাসের নারীর মতোন।
বৈদ্যুতিক বাতি ছিলো না, শুধু প্রদীপ আর ঘোলা অন্ধকার;
আর রহস্য দানা বেঁধেছিলো সে হাসির অ-কৃত্রিমতা নিয়ে।
(আমি কবি নই, আর এটি কোন কাব্যও নয়।
গুণগান করা আমার স্বভাব বিরোধী, কারো কর্ণসুখের জন্যে তো নয়ই।
যা চিরন্তন , যদি নাও বলি - তাতে সত্যের ব্যত্যয় হবার নয়;
সুতরাং, বললে কি এসে যায় ?)
শব্দ হারিয়ে গেছে-নিশ্চিহ্ন হয়ে গেছে সকল ভাষা;
থেমে গেছে কবিতা, ডুবে গেছে একটি শহর।
©somewhere in net ltd.