![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুয়াশায় ভেজা রমণীর দুই ঠোঁট,
শালিকের কিচ কিচ আর কাকেদের বেসুরা গান
আমায় করে আহ্বান,
এই জন মানবহীন ধরণীর বুকে চলে
শূন্য থালার হাহাকার।
জারজের কান্না, গণিকার গোঙ্গানি আর অস্পৃশ্যের চরম আকুতি এখানে বৃথা
কিছু পশুর উন্মাদ ভোগ বিলাসের কাছে।
এখানে নেই কোন সামাজিকতা, নেই কারো পিতৃ-মাতৃ পরিচয়,
পরাজয়ের গ্লানি নিয়ে টিকে আছে তবু এইসব প্রাণ।
এইখানে চার দেয়ালের মাঝে
সৃষ্টির গুপ্ত বিদ্যা চর্চা হয় প্রতি রোজ-প্রতি সাঁঝ,
রঙিন কাগজ তলে চাপা পড়ে শত তারা-নক্ষত্র আজ।
২৮/০১/২০১৪
সকাল ৮:৫৩,
ঢাকা।
১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫০
কালের ঘড়ি বলেছেন: The best i could come up with is:
Think about how to give birth to a child, think about the pre-procedures.
"Hidden Knowledge" is used metaphorically..
২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৯
ধ্রুবক আলো বলেছেন: কবিতায় +++
খুব দারুন লিখেছেন,
১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫১
কালের ঘড়ি বলেছেন: ধন্যবাদ !
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:০৬
অতৃপ্তচোখ বলেছেন: ভাল লাগলো ভাই।
চাপা পড়ে তারা-নক্ষত্র মুক্তি পাক।
শুভকামনা জানবেন
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
একজন সত্যিকার হিমু বলেছেন: দারুন লেখুনী ।পতিতালয় সম্পর্কে অনেক জানলাম ।গুপ্ত বিদ্যা চর্চা ব্যাপারটা শুধু বুঝিনি ।