নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ঘড়ি টিক টিক করে এগোয়, আর আমরা এগুই আমাদের শেষ সীমার দিকে। মাঝের অল্প সময়ে যা পারি লিখে যাই আপন মনের আনন্দে...

কালের ঘড়ি

কালের ঘড়ি › বিস্তারিত পোস্টঃ

কল্পনা:২

১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪০



হিজলের ডাল আর পাতা ধোয়া
অশ্রুর বিশুদ্ধ স্মৃতিচারণের তুমি
একটি কলংক শুধু; মুঠি
ভরা কদমের ডাঁটাগুলো লুকোনো
আছে তোমার দৃষ্টির সীমানায়-
কোন এক উপেক্ষিত কোণে-
"হারানোর অপেক্ষা" আর "খুঁজে পাওয়া"
হওয়া থেকে একটু দূরে;

কল্পনায় শত তারকার আনাগোণা,
বিভ্রান্তির মেলা বসেছিলো-সাথে
সার্কাসের আগুন আর ঝলকানি,
অশুচি-পাপ-কলঙ্ক তোমার অঙ্গে-
দু'টি ফোঁটা সিঁদূরের লাল আর
ভ্রমরের কালিমা আমার নেশা।
শিরার গরম আজো ফুরোয়নি-
তোমার হাত আজ শীতল, ফ্যাকাশে
চোখে নির্বিকারত্ব আর কুয়াশার
ধোঁয়া-নিঃশ্বাস বড় বিশ্বাসঘাতক।
(প্রতিটি হারানো পংক্তি আর শব্দের
মাঝে বেঁচে আছোঃ আমার কল্পনা !)


১৩ জানুয়ারি, ২০১৭
বিকেল ৫ টা ১৫,
ঢাকা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বুঝলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.