নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ঘড়ি টিক টিক করে এগোয়, আর আমরা এগুই আমাদের শেষ সীমার দিকে। মাঝের অল্প সময়ে যা পারি লিখে যাই আপন মনের আনন্দে...

কালের ঘড়ি

কালের ঘড়ি › বিস্তারিত পোস্টঃ

কল্পনা

১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৫



ভাঙ্গার শব্দে চৌচির হয়ে যাচ্ছিলো চারপাশ,
সর্বনাশের উল্লাশ তখন দরজার ওপাশে দাঁড়ানো।
খালি হাতে ফিরে যাওয়ার জন্যে এরা আসেনি,
আসেনি গল্পের ঝুঁড়ি ফেলে সময় কাটাতে-
পরাজয়ের সীলগালা ছাঁপিয়ে এদের মুক্তি।
এদের গর্জন আমার অন্তরকে দ্বিখন্ডীত
করে দিয়ে গেছে, এলোমেলো করে গেছে সময়।
আরেকটিবার, শেষ বিদায়ের সুযোগ আর নেই-
খন্ডিত কল্পনা জোড়া দেয়ার চিন্তা করি না,
চিন্তা করি সময়কে থমকে দেয়ার, অথবা
এলোমেলো জগত থেকে দূরে যাওয়ার,- আদতে
কোনটাই সম্ভব নয়; সম্ভব নয় পাপের মেলাতে
অদৃশ্যের পূজারী হওয়া কিংবা কংকাল,মোম আর
সালফার এর শিখা পুড়ে কারো পূজা করা, তাই
থাকতে হলো আজীবনের আসামীরূপে। ভালো
থেকো কল্পনা !

১৩ জনুয়ারি, ২০১৭
দুপুর ১ টা ২৩,
ঢাকা।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৫

অতৃপ্তচোখ বলেছেন: পরাজয়ের সীলগালা ছাঁপিয়ে মুক্তির পথে থাকুন অবিনশ্বর
যুগের পর যুগ নিজের সীমানা ছাড়িয়ে অসীমতায়।

ভাল লাগল, কবিকে শুভেচ্ছা। রইল শুভকামনা

১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১১

কালের ঘড়ি বলেছেন: কবি খুশি মনে শুভ কামনা গ্রহণ করলেন ! :)

২| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। +।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.