![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল এইক্ষণে এ জায়গায়
আহত এক কাক গুনছিলো প্রহর,
মরণ তার এসেছিলো শিয়রের কাছে-
রাজপথের মাঝে।
কল আর মোটরের শব্দে জড়াজড়ির
উত্তপ্ত-অসহ্য দুপুরে
কুচকুচে কালো সেই পিচের উপরে
দাঁড়িয়ে রয়েছে তা-
পায়ে হেঁটে পাড়ি দেবে বলে;
ভীত আর অভীভূত চোখে
বারবার পা বাড়ায়, বারবার তবু ফিরে আসে-
জীবনের মায়া বুঝি ক্লান্ত এক
দাঁড়কাকও বোঝে!
হঠাৎ সাহসী হয়ে- এইটুকু ফাঁকা আছে দেখে
দ্রুত সে ছুটিয়া গেলো,
তার চেয়েও দ্রুত কোন যান-
এসেছিলো সেই ফাঁকে, এনেছিলো মৃত্যুর ঘ্রাণ।
দু’চাকার মোটরের ঘটঘট ধ্বনি
মরণ ঘণ্টা হয়ে বেজেছিলো
গতকাল এইক্ষণে এ জায়গায় -
রাজপথের মাঝে।
গতকাল এইক্ষণে এ জায়গায়
ঘাড় ভাঙা এক কাক গুনছিলো মৃত্যুর প্রহর,
অসহ্য ছটফটানি, একরাশ বুকফাটা স্তব্ধ আর্তনাদ
শুনিনি আমরা কেউ, অথবা শুনেও সবকিছু-
চলে গেছি না শোনার ভানটুকু করে;
ফেলে গেছি অসহায় পাখিটিকে-
রেখে গেছি স্বাক্ষর সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৭
ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে লেখনি...
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৫
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে