![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই অন্ধকার গ্রাস করে নেবে সবকিছু।
তিলে তিলে শূন্যতার দিকে ঠেলে পাঠাবে একেকটি জীবন।
আকাংখার ধূলি-মলিন রাতগুলো ছিলো স্মৃতির উজ্জ্বল নক্ষত্র
আর গোলোকধাধার সমাধি। পরিচয়ের বিকিকিনী হবে জেনে
গুটিয়ে রাখা অসমাপ্ত সম্পর্কগুলো অস্বীকার করে যাওয়া-
বাহ, কি সুন্দর দেখা গেলো !
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৪:৪৪
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: গুটিয়ে রাখা অসমাপ্ত সম্পর্কগুলো অস্বীকার করে যাওয়া-
বাহ, কি সুন্দর দেখা গেলো......
অসাধারণ ভাবনা।। অনেক ভাল লাগলো ।।