নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ঘড়ি টিক টিক করে এগোয়, আর আমরা এগুই আমাদের শেষ সীমার দিকে। মাঝের অল্প সময়ে যা পারি লিখে যাই আপন মনের আনন্দে...

কালের ঘড়ি

কালের ঘড়ি › বিস্তারিত পোস্টঃ

রক্ত লিখন

০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯



সেবার খুব বেশি দিন ভাদ্র মাস
চলেছিল, ক্ষিপ্ত হায়েনার মতো ফেঁপে
উঠেছিলো তাদের চোয়াল; কালো
রাত বেছে নিয়েছিলো শীতল
মেঘেদের ডেরা। প্রতি কামড়ে খুবলে
খায় একেকজন, বাতি তবু জ্বলে না;
মাটির ভ্যাপসা ঘ্রাণে আলোড়িত হওয়া
কিশোরী আজ ব্যস্ত অনিচ্ছায়। পাড়
করা শাড়ি কিংবা কাতান-জামদানী নেই;
আছে শুধু শুক্লের মৃতপ্রায় চাঁদ, আর
অপেক্ষা! সেবার ভাদ্র একটু বেশিই
ছিলো। সাদাকালো কুকুরের দল
পরাজয়ের বার্তা দিয়ে যেত প্রতিদিন।
কলমির ঝোঁপে থাকা শব কেউ
দেখে না, দেখে না জল আর ঘাসে
ঘেরা গেরিলা আস্তানা। সাঁপ খোপ ছোঁবলের
শঙ্কা নাই- নেশা। ঘরে ফেরে সাদা বক,
শালিকের ঝাঁক আর পেঁচার রাত্রি তবে শুরু।
আসন্ন সূর্যোদয়, প্রতিবার ফিরে আসে আমার স্বান্তনা।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৩

ধ্রুবক আলো বলেছেন: অসাধারন একখানা কবিতা.,, খুবই মনোমুগ্ধকর লেখনি
+++++

শুভ কামনা রইলো....

০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

কালের ঘড়ি বলেছেন: ধন্যবাদ :)

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৪

আহমেদ জী এস বলেছেন: কালের ঘড়ি ,



চমৎকার লিখেছেন ।
দেখে না, দেখে না জল আর ঘাসে
ঘেরা গেরিলা আস্তানা। সাঁপ খোপ ছোঁবলের
শঙ্কা নাই- নেশা। ঘরে ফেরে সাদা বক,
শালিকের ঝাঁক আর পেঁচার রাত্রি তবে শুরু।

এটুকু অনেক সুন্দর ।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগলো +++

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর। +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.