নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ঘড়ি টিক টিক করে এগোয়, আর আমরা এগুই আমাদের শেষ সীমার দিকে। মাঝের অল্প সময়ে যা পারি লিখে যাই আপন মনের আনন্দে...

কালের ঘড়ি

কালের ঘড়ি › বিস্তারিত পোস্টঃ

খন্ড প্রলয়

২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১




ছন্দের মিল রেখে কাব্য রচনায় পারদর্শিতা নেই, সুতরাং ওসব লিখার চেষ্টা করা আমার জন্যে অন্যায় ।
আবার, অধিকার না থাকার পরেও মানুষ প্রায় সময়ই অনধিকার চর্চা করে।
আমি সেই দলে যোগ দিলাম নাহয় একবারের জন্যে ..

------------------------------

আজ খন্ড প্রলয় লেগেছে এ ধরে,
খন্ড প্রলয় লেগেছে !
ঐ চিত্‍কার শুনে আরশের হেথা
মহাশিব আজ জেগেছে !
আজ খন্ড প্রলয় লেগেছে !

আজ উতরোল উঠে মৃত খাঁখাঁ বুকে
দামানি গগনে এসেছে,
ঐ বায়স-ফিঙ্গে ধরেছে যে গান
গান পাখি গান ভুলেছে !
শুনে হাসি পায় এই খালি ধরে নাকি
খুলিদের সভা বসেছে
তাই হেসে হেসে মরি কি যে বিভাবরী
কপালে আসিয়া জুটেছে !
আজ খন্ড প্রলয় লেগেছে !

হেথা কাল বোশেখির নাট্য-নৃত্য চারদিকে ঘুনঘুন তোলে
শনশন বায়ু হেথা-হোথা ফেরে,উল্টাবে ঘর খড়চেলে !
দেখ্ ওদিকে চাহিয়া ছিনায় যে কেহ এক হতে কারো দিল জান
যে নিয়েছে ছিনিয়া-ভেবেছে তাহার,করে কুত্‍ সিত দিলশান !

আজ হরিণির চোখে দুকূল প্লাবনী
মায়া প্রেম সব ডুবেছে
আর আকাশে বাতাসে ধ্বনেছে চি'কার
জলেতে আগুন জ্বলেছে !
ঐ মেরুবুকে উট হেঁটে চলিয়াছে
ক্ষনিক বাদেই লাপাতা
যত মানব আসে যাক,রহিয়া যাইবে
শুধু আঙ্গুলের ছাপাটা !
যে প্রেম করে মরে,পায় নাকো প্রেম
ভগবানও ভাই তরে তার
বলে পরকালে প্রিয়,কাছে টেনে নিও
তোমার হয়নি,তুমি যার !
আর শ'তান বসিয়া কু'মন্ত্রণার
গিঁট-গাঁট সব গুলেছে
তাই আদি খোলা বুকে বাবা সে আদম
পুনরায় ধরে নেমেছে !
আজ খন্ড প্রলয় নেমেছে !

একি হল দেখি আজ,দিগন্ত রেখা
সব বাঁধা মুছে দিয়েছে
আর ধরা-মহাকাশ একাকার হয়ে
আঁধারেতে গিয়ে মিশেছে !
তাই ভেবে নাহি পাই,কি যে করি ভাই
আজো যদি কেহ মেরেছে,
তবে মনে নাই আসে কোন্ কালে কেহ
শিব নাচ কভু নেচেছে !
আজ ভাঙ্গা প্রাচীরের ফাঁক-ফোঁকরের
গলা টিপে ঢোকে বারি তাই,
করি প্রার্থনা মনে প্রভু হেথা সনে
মঙ্গল দীপ জ্বেলে যাই ।
আমি ভেসে যাই নিজে নদী জলে করে
মুদ্রা-কাফন বিসাজে
সাঁঝে সব ঢেকে গেলে ঘন সে আঁধারে কুরে কুরে খাবে পীশাচে !

এই সুন্দর খোঁজী কবিকে তাহারা
ভাসাইল নদে কি ভাবি ?
যেন জোর করে মেহমানরে তাহারা
করেছে পথের বিবাগী !
আজ অভাগীর বেশে বিবাগী এ কবি
পথে পথে খুঁজে ফিরেছে
তবু পায়নিকো তারে এত কালে খুঁজে
মেহনতও বহু করেছে !

তাই খন্ড প্রলয় লেগেছে,
আজিকে খন্ড প্রলয় লেগেছে !


সময়টা হবে ২০১১/১২ এর দিকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.