নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম হীন

নূরুল আজম

নূরুল আজম › বিস্তারিত পোস্টঃ

কিছু সমস্যার সমাধান দিচ্ছি (পড়ুন, কাজে আসবে)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

১) রক্ত দিতে ভয় পাইঃ- তাদেরকে বলছি, রক্ত দিতে ভয় পাওয়ার কোন কারণ নাই।ধরুন, আপনার মায়ের জন্যে রক্ত লাগবে এবং আপনার রক্তের গ্রুপের সাথে মিল আছে....তখন আপনি কি রক্ত না দিয়ে পারবেন ? তখন কি আপনার মনে ভয় কাজ করবে ? যদি তবুও ভয় কাজ করে, তাহলে বুঝতে হবে-আপনি, আপনার মা’কে ভালোবাসেন না।



২) আমার পরিবার না করেছেঃ- ক্রিত্রিম রক্ত তৈরি করা যায়-না।রক্ত লাগলে কোন না কোন মানুষ থেকেই রক্ত নিতে হবে, অবশ্যই রোগিগির রক্তের গ্রুপের, আর আপনার পরিবারকে বলুন- ৩ মাস পর-পর ই রক্ত-দান করা যায়, এতে শরিরের কোন ক্ষতি হয়-না...অর্থাৎ, রক্ত-দানের উপকারিতা বুঝিয়ে বলুন।



৩) আমার আত্মীয়-নাঃ- রক্তের গ্রুপ ৮ প্রকার।কারও রক্ত লাগলে শুধুমাত্র সেই গ্রুপের মানুষই রক্ত-দান করতে পারবে। ধরুন- আপনার মায়ের জন্যে রক্ত লাগবে, আপনার মায়ের রক্তের গ্রুপের সাথে আপনার রিলেটিভ কারও রক্তের গ্রুপ মিলল-না...তখন আপনি কি করবেন ? অন্য-কারোও থেকে অবশ্যই রক্ত নিতে হবে।সুতরাং মন থেকে এই ভাবনা মুছে ফেলেন...সব চেয়ে বড় কথা হচ্ছে- আমরা মানুষ, মানুষ হিসেবে মানব সেবা করবো।....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.