নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম হীন

নূরুল আজম

নূরুল আজম › বিস্তারিত পোস্টঃ

ডিম নিয়ে ১০ টি মহা মূল্যবান টিপস:

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৮

- ডিম কড়া সিদ্ধ খাবার চাইতে আধা সিদ্ধ বা পানি পোঁচ খাওয়ান বাচ্চাদের। এতে পুষ্টি বেশি পাওয়া যাবে।



- অনেক সময়েই ডিমের খোসা ছিলতে গেলে ভেঙ্গে যায় ডিম, খোসার সাথে সাদা অংশটাও উঠে আসে। এই সমস্যা থেকে বাঁচতে এক চামচ বেকিং সোডা দিয়ে দেবেন ডিম সিদ্ধ এর পানিতে।



- ডিমের সরু অংশটা উপরের দিক করে ডিম রাখুন কেসের মাঝে। ডিম ভালো থাকবে অনেকদিন।



- অমলেট করার সময় সামান্য একটু দুধ মিশিয়ে দিতে পারেন। অমলেট নরম আর ফুলকো হবে।



- রুক্ষ চুলের জন্য ডিম অসাধারণ এক প্রোটিন প্যাক। কেবল ফেটিয়ে নিয়ে চুলে মাখুন। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।



- ডিমের সমস্ত ক্যালরির বেশিরভাগ থাকে তার কুসুমে। একটা ডিমের সাদা অংশে মাত্র ৫০ ক্যালোরি।



- চুনের পানিতে ডিম চুবিয়ে রাখলে ডিম দুই সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। ফ্রিজে রাখলে থাকে আরও বেশিদিন।



- ডিম পোঁচ করার সময় তেলের মাঝে আগে একটু লবণ দিন, তারপর ডিম। তাহলে আর প্যানে লেগে যাবে না।



- সিদ্ধ ডিম তেলে ভাজার সময় কাঁটা চামচ দিয়ে কেঁচে নিন। নাহলে ফুটে উঠে বিরাট দুর্ঘটনা ঘটাতে পারে।



- আগুনে পুড়ে গেলে সাথে সাথে ডিমের সাদা অংশ লাগিয়ে দিন। আরাম তো হবেই, ফোসকা পড়বে না এবং দ্রুত সেরেও যাবে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

নীলতিমি বলেছেন: অনেক ধন্যবাদ। :)

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২

শাওণ_পাগলা বলেছেন: হে হে ভালো জিনিষ। :-B

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৭

অথৈ সাগর বলেছেন:
ভাই ডিমের আসল ইউজের কথায় লিখলেন না । এটা দিয়ে বিশেষ এক ধরনের থেরাপি দেয়া হয়। ;) ;) ;) ;) ;) ;)

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৮

রাতুল_শাহ বলেছেন: যারা মা-বাবা ভাই-বোন ছেড়ে দূরে নির্বাসনে তাদের জন্য খুব উপকারী পোষ্ট।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

অথৈ সাগর বলেছেন:
ভাই ডিমের আসল ইউজের কথায় লিখলেন না । এটা দিয়ে বিশেষ এক ধরনের থেরাপি দেয়া হয়।

=p~ =p~ =p~

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

স্বপনচারিণী বলেছেন: ২,৮,৯ খুব কাজে লাগবে আমার। ধন্যবাদ।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৫

নূরুল আজম বলেছেন: কান্ডারী অথর্ব, অথৈ সাগর এবং আপনারা যারা এই থেরাপি খেয়েছেন তারা দয়াকরে সবাই তাদের নিজ নিজ অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করুন ।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪

েবনিটগ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.