নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৫২ আর ৭১ এর চেতনায় আছি বাধা

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল

ধীবর

সাংবাদিক কলামিস্ট

ধীবর › বিস্তারিত পোস্টঃ

এই প্রেমলীলার চলচিত্র কাকে দেখাবার জন্য? (ইষৎ পরিবর্তিত)

২৯ শে আগস্ট, ২০১০ ভোর ৬:৫১









প্রভার সেই আলোচিত ভিডিও চিত্র নিয়ে ব্লগে যে রকম ঢি ঢি পড়ে গিয়েছিল, তাতে নানা মুনির নানা মত। আমি প্রভাকে দোষ দেই না। সে আমাদের দেশের সামাজিক অবক্ষয়ের একটি মুর্ত প্রতিক বৈত। খুজলে এ রকম হাজারো প্রভার ভিডিও চিত্র পাওয়া সম্ভব। ছাত্রলীগ তো নিজেদের নায়ক বানিয়ে রীতিমত এ ধরণের ভিডিও এর ব্যাবসাই শুরু করে দিয়েছে।



সবচেয়ে ক্ষতির ব্যাপার হলো, নতুন প্রজন্মের অনেকেই এ ব্যাপারে ডোন্ট মাইন্ড নীতিতে বিশ্বাস করা শুরু করে দিয়েছে। ব্লগে একজন বলেই বসলো, এ ধরনের কর্ম এবং ভিডিও ধারণ খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তাকে যখন জিজ্ঞেস করা হলো, তিনিও এ ধরণের ভিডিওতে নায়কের ভুমিকায় অবতীর্ণ হয়েছিলেন কিনা, তখন তার জবাব একটাই। ৩৫ বছর বয়সের একজনের পক্ষ্যে নাকি "নতুন প্রজন্মের" আধুনিক মানসিকতা বোঝা সম্ভব নয়। অর্থাৎ যিনিই এই ধরণের "কর্মের" বিরোধি তিনি কোন অবস্থাতেই নতুন প্রজন্মের হতে পারেন না।









বিশ্বায়নের সুফল হয়তো অনেক কিছু। কিন্তু একটা দেশের সংস্কৃতি ধবংসের অর্থ হলো সে জাতিকেই নিঃশেষ করে দেয়া। আমাদের ভাষায় ভেজাল ঢুকে এখন বান্দিশ ভাষার চল হয়েছে। ইন্টারনেট আর ডিশের কল্যাণে স্বল্প পোষাক, পাছার নীচে প্যান্ট পরিধান, অবাধ পরকিয়া, প্রেমের সংজ্ঞায় শারিরিক প্রধান্য ইত্যাদি , এমনভাবে আমাদের সমাজে জাকিয়ে বসিয়েছে, যাকে বিধবংসি ক্যান্সারের সাথেই একমাত্র তুলনা করা যায়। এর বিপরীতে অবস্থানকারিরে মধ্যযুগীয় প্রগতিবিরোধী মানুষ বলে কোনঠাসা করার একটা কুপ্রচেস্টা লক্ষনীয়।



স্বাভাবিক প্রেমের ৮০ ভাগ দেহজ্‌ আকর্ষন, বাকি ২০ভাগ মনের। জীবনের এটাই স্বাভাবিক গতি। তবে সবার চরিত্র তো আর একই রকম নয়। দ্বায়িত্ববোধ না থাকলে, সেই ৮০ ভাগই হয়ে যায় শতভাগ। সুযোগ বুঝে মজা লুটে নিত্য নতুন ফুলের খোজ করে দুঃচরিত্র ভ্রোমরা। পুরুষতান্ত্রিক বিশ্ব সমাজ ব্যাবস্থায় তাই নারীকেই কলংকিনি নামের অপবাদ বয়ে বেড়াতে হয়। কখনও কুকুর শেয়ালের খাদ্য হতে অবৈধ প্রেমের ফসলকে ডাস্টবিনে ছুড়ে ফেলে আপদ মুক্ত হলেও, সে চিহ্ন শরীর আর মনে বয়ে বেড়াতে হয় অনেকদিন। তাছাড়া বহু ভোগের মজা পাওয়া নারী কিংবা পুরুষ তখন এককেন্দ্রিক সঙ্গি/সঙ্গিনীর প্রতি অল্পদিনের আকর্ষন হারিয়ে ফেলে। এর ফলশ্রুতিতে পরকিয়া আর বিবাহ বিচ্ছেদের মত সামাজিক ব্যাধিগুলি প্রকোপ বেড়ে যাচ্ছে সন্দেহ কি?



তর্কের খাতিরে না হয় শোয়াশুয়ির ব্যাপারটা মেনে নেয়া গেলো। কিন্তু এটা নিয়ে ভিডিও করার কি মানে? পশ্চিমা দেশগুলিতে নগ্ন দেহ এবং কামকলা প্রদর্শন করে ভিডিও করা একটা পেশা। যারা করেন তাদের একমাত্র উদ্দেশ্যে শর্টকার্টে অনেক অর্থ কামানো। আমাদের মধ্যে এসব কেন? যারা একে অপরের সাথে শুচ্ছেন, তারা তো একে অপরের দেহের বাকগুলি ভালো করে দেখছেন। আমাদের দেশ কেন, যেখানে পর্ণ একটা ইন্ডাস্ট্রি, সেখানের পেশাজীবিরাও তো এ সব আপন জনের কাছ থেকে দূরে রাখছেন। তাহলে আমাদের দেশের ওরা কি উদ্দেশ্যে এসব ভিডিও করছেন।



উত্তর একটাই। বিবেকবুদ্ধি সমাজ এবং মুল্যবোধকে বিসর্জন দিয়ে পশ্চিমাদের অন্ধ অনুকরণ। এবং এক ধরনের ভ্রান্ত বিশ্বাস যে, তারা যা করে সেটাই ভালো এবং ফ্যাশন।



আমাদের দেশের সংস্কৃতি, যেভাবে চলছে তাতে মনে আমাদের চিরচারিত ঐতিহ্য এবং স্বাধীন সত্ত্বা হারাতে বসেছি আমরা। যেভাবে উগ্রতা চলছে, সেই উগ্রতা মোকাবেলায় যদি আরেক উগ্রপন্থার সৃস্টি হয়, তাহলে খুব অবাক হবার মত কিছু হবে বলে মনে হচ্ছে না।

মন্তব্য ৭১ টি রেটিং +৫৩/-৭

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১০ ভোর ৬:৫৪

পোকা বলেছেন: আজকে প্রভার আরেকটা নতুন ভিডিও বের হয়েছে। আজকের ভিডিওটা আগের দুটার চাইতেও অনেক বেশি ভালগার। এখানে প্রভা নগ্ন হয়ে গোছল করছে।

২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৮:৪৫

ধীবর বলেছেন: নতুন করে আর কি বলবো বলুন?

২| ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৭:০৫

রুদ্রপ্রতাপ বলেছেন: চমৎকার বিশ্লেষণ

২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৮:৪৭

ধীবর বলেছেন: ধন্যবাদ রুদ্রপ্রতাপ ভাই।

৩| ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৭:১৭

নাজিরুল হক বলেছেন: বিশ্লেষন ভাল লাগলো।

২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৮:৪৮

ধীবর বলেছেন: ধন্যবাদ নাজিরুল হক ভাই।

৪| ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৭:৩২

অতনু বিশাস বলেছেন: কোতায় সে সব?

২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৮:৪৯

ধীবর বলেছেন: ;)

৫| ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৭:৩৩

সত্যচারী বলেছেন: সময়োপযোগী পোষ্ট, তবে আমি মনে করি বিদেশ সংস্কৃতি কখনোই দেশীয় সংস্কৃতিকে খুন করতে পারেনা, যতক্ষন না দর্শক তাকে পশ্রয় দেয়।

২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৮:৫২

ধীবর বলেছেন: যৌন বিষয়গুলিতে দর্শকের কমতি হয় না। তাই আইন কানুন দিয়ে একে নিয়ন্ত্রন করা হয়। আমাদের দেশে যা অনুপস্থিত বলেই মনে হচ্ছে। দেশি বা বিদেশি, এ ধরনের অপকর্ম তো আরো বেশি আকর্ষনীয়। তাই প্রশ্রয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে। ধন্যবাদ সত্যচারি ভাই।

৬| ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৮:১৩

ব্লগ ধামাকা বলেছেন: ধীবর অসাধরন লাগলো।প্রিয়তে বস লেখাটি।

২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৮:৫৪

ধীবর বলেছেন: আপ্নাকে অনেক ধইনা বস।

৭| ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৮:২২

আমি বীরবল বলেছেন: বিশ্লেষন ভাল লাগলো।

২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৮:৫৪

ধীবর বলেছেন: ধন্যবাদ বীরবল ভাই।

৮| ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৮:২৫

দ্য বেঙ্গলি টাইমস ডটকম বলেছেন: একটু দেখে নিন..
Click This Link-

২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৮:৫৬

ধীবর বলেছেন: ফিচারটা ভালো লাগলো। শেয়ারের জন্য ধন্যবাদ।

৯| ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৮:৪৭

অবাঞ্চিত বলেছেন: আরেকজনের ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের যে কেন এত মাথাব্যথা উপরওয়ালা জানেন

২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৮:৫৯

ধীবর বলেছেন: ব্যাপারটা ব্যাক্তিগত র্পযায়ে থাকলে কারো কিছু বলার ছিল না। প্রকাশ্য বিষয় নিয়ে কথা উঠবেই। এটাই স্বাভাবিক।

১০| ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৯:০৩

জুল ভার্ন বলেছেন: ্রিয় ধীবর ভাই, প্রভা সংক্রান্ত কোনো পোস্ট আমি এখন পর্যন্ত পড়িনি। কারন পোস্টগুলোর শিরোনামই ইন্ডিকেট করছিল-পোস্টের বিষয়বস্তু কি হবে। আপনার পোস্ট পড়ে বুঝতে পারছি-আমার ধারনা অমুলকছিলনা।

আমি ভাবতেই পারছিনা-প্রভা বিয়ে করে কি অপরাধ করেছে। অজস্র রাজীবেরা কারনে-অকারনে একাধিক বিয়ে করে অজস্র প্রভাদের জীবনের বারোটা বাজিয়ে দেয়-তা নিয়ে "প্রভা বিরোধী" মহা মানবেরা টুশব্দটি করেনা। প্রভারতো আগে এনগেজমেন্ট হয়েছিল মাত্র। কিম্বা বিয়ে হলেই বা কি দোষ হতো-যদি তার স্বামীকে ডিভোর্স দিয়েও এখন যাকে বিয়ে করেছে-তা কিম্বা অন্য কাউকে বিয়ে করতেন! প্রভা বিরোধী মহা মানবেরা নিজের স্ত্রীকে "সম্পত্তি" মনে করে অজস্র পরকীয়া করতে পারবেন, মেয়ে মানুষকে পণ্য হিসেবে কিছু সময়ের জন্য ফুর্তি করে আমার নিজ "সম্পত্তি"কে শাসন করতে পারবেন-তেমন অধিকার উনারা শুধু মাত্র জেন্ডারগত কারনেই ভোগ করবেন। অথচ এই সমাজের একজন প্রভা পছন্দ করে কাউকে বিয়ে করলেই তাকে নিয়ে রসাত্মক লেখা লিখে নিজেদের কুতসিত চেহারা ঢেকে ফেলার ব্যর্থ চেস্টা করবেন, নিজেদের সাধু পুরুষ প্রমানের চেস্টা করবেন-তা নিতান্তই হাস্যস্কর! নিজের ভালোলাগায়, নিজের পছন্দে বিয়ে করা শুধু রাজীবদেরই অধিকার! প্রভাদের কি নিজস্বতা বলে কিছুই থাকবেনা! ব্যক্তি স্বাধীনতা কি প্রভাদের থাকতে পারেনা! প্রভা যে অপরাধ করেছে-সেই একই অপরাধ কি প্রভার স্বামী(নাম যানিনা) করেনি? তাহলে শুধু প্রভার নামটাই কেন হাইলাইটস হচ্ছে? একবারো কেনো প্রভার স্বামীকে দায়ী করা হচ্ছেনা? যারা প্রভাকে নিয়ে কুতসিত প্রচারনায় মেতে উঠেছেন-তারা কেনো একবারও প্রভার স্বামী কে জানতে চায়না-সে কেনো অন্য একজনের বাকদত্তাকে বিয়ে করেছেন?

আজ যারা প্রভার ভিডিও দেখিয়ে সুশীল সেজেছেন তাদের স্ত্রীর বা তাদের একটি বোনের জীবনে যদি অমন ঘটনা ঘটে-তাহলেও কি তারা অমন কোন ভিডিও প্রকাশ করবেন? কিম্বা অন্য কেউ তাদের নিয়ে ভিডিও প্রকাশ/প্রচার করলে উনারা কি তখন তা হাসি মুখে মেনে নিবেন।
একদিন যদি তাদের বোন/ কন্যা তাদের প্রেমিককে ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করেন-তখনও কি সেইসব মহামানবেরা তাদের বোন/কণ্যার ভিডিওর লিংক সংগ্রহ করে উপভোগ করবেন? আসলে এ সমাজ দুভাগে বিভক্ত। এক ভাগে প্রভা, আয়শা, নুরজাহানেরা আর অন্য ভাগে রাজীবেরা। সার কথা একভাগে নির্যাতিতা নারী আর অন্য ভাগে নির্যাতনকারী পুরুষ।

অশ্লীলতা করার থেকে অশ্লীলতা নিয়ে অশ্লীল ভাবে মিছিল করা আর বেশী অশ্লীলতা!


ধন্যবাদ চমতকার বিশ্লেষনী একটি পোস্ট দেবার জন্য।


(এই একই মন্তব্য আমি করেছি মানবী বুবুর পোস্টে)

২৯ শে আগস্ট, ২০১০ সকাল ১০:১৬

ধীবর বলেছেন: আগেই বলেছি, এ সবের ভুক্তভোগি প্রধানত মেয়েরাই। আপনার সাথে সহমত। আমি জানি না কেন প্রেমের দৃশ্য ক্যামেরা বন্দি করার জন্য ছেলেদের এত আকুলতা। এবং মেয়েদের প্রশ্রয়। যেখানে দেখা যাচ্ছে কলংকের দাগ মেয়েদের গায়েই পড়ে, তারা কেন সতর্ক হচ্ছে না? এখন তো আর সে যুগ নেই, যেখানে শিক্ষার অভাবে মেয়েদের চোখ অন্ধ হয়ে আছে! চারিদিকে এত কিছু দেখার পরেও সতর্ক না হওয়াটা শিক্ষার লক্ষণ নয়।

আমার মনে হয় মা বাবাদেরও এ ব্যাপারে উদারতা কিছুটা কমানো দরকার। শ্রেফ বড় হয়ে গিয়েছে বলেই দ্বায়িত্ব শেষ করলে তো চলবে না। সন্তান সমাজের প্রতি দ্বায়িত্বশীল আচরণ করছে কিনা, সেটা দেখারও দ্বায়িত্ব বাবা মায়েরই। কিন্তু বাস্তবে বিপরীত চিত্র দেখতে পাই।

শুনেছি প্রভার স্বামীর দুর্বলতাও কিছু কম নয়। ছবিতে সামান্য হিন্টস দেয়া আছে। ঠিকই বলেছেন। সে ব্যাটার কথা কেউ কিছু বলছে না। কারণ সে তো পুরুষ।

অনেকদিন পর আপনাকে দেখে অনেক ভালো লাগলো। আশা করি সব ঠিক ঠাক মত চলছে। চিরদিনের শুভ কামনা রইলো। ভালো থাকবেন প্রিয় জুল্ভার্ণ ভাই।

১১| ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৯:২৫

সারথী মন বলেছেন: চমৎকার বিশ্লেষণ।

২৯ শে আগস্ট, ২০১০ সকাল ১০:১৭

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ আপ্নাকে ।

১২| ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৯:৩৫

গেসটাপো বলেছেন: প্রভা আমাদের কে, আমাদের মিডিয়া জগত কোন পথে, তা চোখে আঙ্গুল দিয়া দেখিয়ে দিল।
আমাদের দেশের উঠতি বয়সের তরুনি রা, একটু সুন্দর হলেই মনে করে লাক্স চেনেল আই সুপার স্টার হয়ে যাবে। খুবই অবাক ব্যাপার, তাদের বাবা মা রা ও এই ব্যপারে খুব উতসাহি হয়।
আমাদের সমাজ এর গতি কিন্তু নিচের দিকে।
আমি প্রেম এর বিরোধি না।
কিন্তু প্রেমের নামে ঢাকা শহরে আজকাল যা দেখা যায়.।
ভাই, খুব কষ্ট লাগে।

২৯ শে আগস্ট, ২০১০ সকাল ১০:২৫

ধীবর বলেছেন: আমাদের দেশে প্রেমকে পুরো দেহজ বানিয়ে ফেলা হয়েছে। সেই সাথে বিকৃত কামনার ধারন ও প্রচার মহামারির আকার ধারন করেছে। শোবিজের নামে যার যা হারানোর তা হারালেও, ভাগ্যে শিকে ছিড়ছে হাতে গোণা মাত্র ক জনের। বাকিরা রিজেক্টেড মালামালের মত হারিয়ে যাচ্ছে। কেউ অন্ধকার জগতকেই বেছে নিয়েছে। ঠিকই বলেছেন, তথাকথিত শো বিজের খ্যাতির লোভে আরো মুল্যবান সম্পদ হারাচ্ছেন নারীরা। সেই সাথে অবার্চিন বাবা মায়েরাও সামাজিক অসম্মানের মুখোমুখি হচ্ছেন। এর পুরো সুযোগ নিচ্ছে একদল নারী লোভি হায়েনারা।

যদিও ব্যাক্তিগত জীবনে রাস্ট্রের একচ্ছত্র হস্তক্ষেপের বিরোধী আমি, তবুও এই ব্যাপারে আইনের প্রয়োগ হওয়া বাঞ্চনীয়। এটা শুধু ব্যাক্তিগত ব্যাপার বলে এড়িয়ে যাওয়া যায় না। কেননা সমাজের একটি অঙ্গ অচল হলে তার প্রভাব সমাজের সবার উপরেই পড়তে বাধ্য।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

১৩| ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৯:৫৭

বিনিদ্র ~ রজনী বলেছেন: চলমান সেলিব্রিটি ক্যাচাল ও সাম্প্রতিক সম্পর্ক সমূহের ব্যবচ্ছেদ

আপনার সাথে আমার এই লেখার মিল আছে। আমি এখানে বর্তমান প্রেমের নানা দিক তুলে ধরেছি

২৯ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৩৫

ধীবর বলেছেন: আপনার লেখা পড়ে মুগ্ধ হলাম ভাই। নিয়মিত লিখবেন আশা করি। লিংকের জন্য এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৪| ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৫৭

মুভি পাগল বলেছেন: পাছার নীচে প্যান্ট পরিধান-মেয়েরা এভাবে পরে না কেন?

২৯ শে আগস্ট, ২০১০ সকাল ১১:২৬

ধীবর বলেছেন: সেটা কোন নারীকেই না হয় জিজ্ঞেস করুন।

১৫| ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৫৮

মুভি পাগল বলেছেন: প্রভা-৩

২৯ শে আগস্ট, ২০১০ সকাল ১১:২৭

ধীবর বলেছেন: আপনার লেখা পড়লাম। বেশ প্রিজাজমেন্টাল।

১৬| ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ১১:১৮

আমরা তোমাদের ভুলব না বলেছেন: +++++++++

২৯ শে আগস্ট, ২০১০ সকাল ১১:২৮

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ আপ্নাকে

১৭| ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৩৩

শ্যামল বাংলা বলেছেন: ব্লগে প্রভার বিরুদ্ধে যা হচ্ছে-তা একশ্রেনীর নোংরা মানষিকতা সম্পন্ন পুরুষের বিকৃত মানষিকতারই উদাহরন। যা একধরনের নারী নির্যাতনেরই নামান্তর!

ধন্যবাদ।

২৯ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৩৬

ধীবর বলেছেন: সহমত। তবে আমার লেখাটি সামাজিক অবক্ষয়ের দিকটি তুলে ধরার জন্যই। এতে একক সত্ত্বা বা লিঙ্গের প্রতি কোন অভিযোগ করা হয়নি। যা বলা হয়েছে তা সমস্টিগতের দিকে আঙ্গুল তুলেই। আপনাকেও ধন্যবাদ শ্যামল বাংলা ভাই।

১৮| ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৩৬

শ।মসীর বলেছেন: মূল্যবোধের চরমতর অনুস্হিতিতে ভুগছি আমরা । এমনই আধুনিক হয়ে গেছি যে আমরা মূল্যবোধ নামক জিনিসটাও অনেকক্ষেত্রে পশ্চিম থেকে ধার করে নিয়ে আসতে চায় ইলেকট্রনিক্স দব্যের মত ।

এতই উদার হয়ে গেছি যেন বিবাহ বহির্ভূত সম্পর্ক না করাটাই অনাধুনিক মানসিকতার পরিচায়ক। নিত্য শয্যাসঙ্গী বদলানো কোন বিষয়ই না !!!

..............................................................
প্রভা তার এনগেজমেন্ট ভেঙ্গে দিতেই পারে, সে অধিকার তার আছে।তবে কাজটা একটু ঘোষনা দিয়ে করলেই ভাল হত এই আর কি, যেহেতু এনগেজমেন্টটা সে ঘটা করেই সবাইকে জানিয়েছে। আর রাজীব যেটা করেছে সেটাকে কি বলব ঠিক জানিনা- আবার কে একজন লিখেছিলেন- রাজীব মাতাল হয়ে দেবদাস হলেই বিষয়টা সবার ভাল লাগত, টাহলে প্রভাকে গালাগালি করাটা আরো বেশী জমত ।


যায় হউক বিচারের ভালমন্দে গিয়ে কাজ নেই- জাতি হিসেবে আমরা একটা আমদানিকারক জাতিতে পরিনত হয়েছি এটাই বড় কথা। পরকীয়া, অবাধ যৌনতা- আধুনিকতার মুখোশে আজ সবই বৈধ এখন আমাদের কাছে ..............সাবাস।

২৯ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৪১

ধীবর বলেছেন: দারুণ বলেছেন শামসির ভাই। এটাই বলতে চেয়েছি লেখায়। এ সব রুখতে প্রধানত বাবা মা এবং শিক্ষকদেরই এগিয়ে আসতে হবে। নইলে আধুনিকতা বা তারকা খ্যাতির লোভে আমরা এমন একটা জাতিতে পরিনত হবো, যারা ভিক্ষুক/দুর্নীতিবাজ নামে সাথে সাথে নস্ট চরিত্রের বলেও কুখ্যাতি পাবে।

শামসির ভাই কি ঈদে বাড়িতে চলে গিয়েছেন? নাকি যাবেন?

১৯| ২৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০৫

জেরী বলেছেন: প্রভা-রাজিব ইস্যুতে কোন কমেন্টসই করার ইচ্ছা ছিলোনা বলে ব্লগে এতদিন সব পোস্ট এড়িয়ে চলেছি। এফবিতে এই পোস্টের লিংকটা পেয়ে ভালো বিশ্লেষণ মনে হলো তাই কমেন্টস করা.........।

সেলিব্রেটিদের নিয়ে এমন মুখরোচক কাহিনী যেমন অতীতে ও ছিলো ঠিক সেভাবে ভবিষ্যতে থাকবে। দেখা গেল কয়েকদিন পরে মানুষ ঠিকই সব ভুলে যাবে। কিন্তু ব্লগে এই ইস্যু নিয়ে যেভাবে মাতামাতি করছে ব্যাপারটা বিরক্তিকর লাগছে। লেবু বেশী কচলালে নাকি তিতা হয়ে যায়....প্রভা -রাজিব ইস্যুতে লেবু তো কচলাতে কচলাতে সেই কবেই তিতা করে ফেলেছে.....এখন আর কিছুই বাকি নেই।প্রভা -রাজিব-অর্পূবরা সেলিব্রেটি পাবলিক বলেই নাহয় তাদের ব্যাপার নিয়ে এত মাতামাতি হচ্ছে কিন্তু আমার ,আপনার কিংবা ব্লগের আর কারো জীবনে কি এমন কোন ঘটনা নেই বুঝি?যে তারাই অন্যদেরকে ছি: ছি: করছে। মানু্ষের সহজাত স্বভাব মনে হয় এমণই নিজেরা এমন কাহিনী করলে সেটা নিজের ভালোলাগার ব্যাক্তিগত ব্যাপার বলি আর অন্যরা করলে আর সেটা প্রকাশ হলে তারে ছি: ছি: করতে দ্বিধাবোধ করিনা.........।

আরো একটা ব্যাপার অবাক লাগলো ব্লগাররা যেভাবে সেসব ভিডিও এর লিংক পাবার জন্য সেইসব বিষয়ের পোস্টে নিজেদের মেইল আইডি দিয়ে বেড়াচ্ছে দেখে।




৩১ শে আগস্ট, ২০১০ সকাল ৭:৪৪

ধীবর বলেছেন: আমার পোস্টে আপনাকে স্বাগতম জেরি। এবং তার সঙ্গে আপনার মন্তব্যের জন্যও ধন্যবাদ। আসলে কারো ব্যাক্তিগত কেচ্ছাকাহিনীকে হাইলাইট করার জন্য লেখাটি লিখিনি। বরঞ্চ আমাদের স্বাভাবিক বুদ্ধি বিবেচনার অধোঃগতি, সাথে নৈতিক অবক্ষয়ে ভয়বহ গতি দেখে এক রকম সমালোচনা করেছি মাত্র।

২০| ২৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০৮

ভাবসাধক বলেছেন: বিবেকবুদ্ধি সমাজ এবং মুল্যবোধকে বিসর্জন দিয়ে পশ্চিমাদের অন্ধ অনুকরণ। এবং এক ধরনের ভ্রান্ত বিশ্বাস যে, তারা যা করে সেটাই ভালো এবং ফ্যাশন।

৩১ শে আগস্ট, ২০১০ সকাল ৭:৪৬

ধীবর বলেছেন: এ ধরণের আচরণ আসলে আমাদের ধবংসের পথে নিয়ে যাচ্ছে। এখন থেকেই এর রাশ টেনে ধরা জরুরি। ধন্যবাদ।

২১| ২৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১:১২

গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: অনেকেই প্রভার জন্য দরদ উথলে উঠে কান্না পাচ্ছে।

তাদেরকে বলব, আপনারা কি দেখেছেন যে রাজিব গত ৭ বছর ধরে যাকে নিয়ে ভালো বাসার সপ্ন দেখেছে, যাকে নিয়ে ঘর বাধার সপ্ন গড়েছে... সেই সপ্ন আজ কোথায়? সপ্ন কি রাজিব একাই দেখেছিলে? নাকি তাকে সপ্ন দেখানো হয়েছিলো?

যারা বলছেন আজ যদি প্রভা আপনার বোন বা ভাগ্নি হতো ... তা হলে ভিডিও দেখে আপনার কি হতো বলে প্রশ্ন তুলছেন তাদেরকে বলব... আজ যদি আপনার প্রেমিকা আপনাকে হুট করে ছেড়ে চলে যেতো আপনার মানসিক অবস্থা কি হতো?

ভূলে যাবেন না... রাজিবেরও একটা হৃদয় আছে.. তাকেও গত ৭টা বছর ধরে সপ্ন দেখানো হয়েছিলো.... সপ্ন রাজিব একা দেখেনি... তাকে দেখানো হয়েছিলো.... মানুষের প্রতি প্রতিশ্রুতির মূল্য থাকা উচিৎ.... ৭বছর ধরে প্রতিশ্রুতি দিবেন আর হুট করে সেটা ফিরিয়ে নিবেন... এটা তো হতে পারে না...

প্রভা রাজিবের বিরুদ্ধে সেই রকম কোনো অভিযোগ আনতে পারে নাই, যাতে প্রমান হয় যে রাজিবকে ছেড়ে চলে যাবার যু্ক্তি যুক্ত কারন থাকতে পারে... সেই দিক থেকে রাজিব নির্দোশ... প্রভা যেটা করেছে সেটা ভালোবাসার টানে অন্যের হাত ধরে চলে গেছে.... সুতরাং দোষটা কিন্তু প্রভারই....

ভালোবাসা এতটা ঠুনকো হওয়া উচিৎ না যে, আজ একজনকে আগামীকাল আরেকজনকে দেয়া যায়... এটা পুতুল খেলা না...
মনা দেবার আগে চিন্তা ভাবনা করে দেওয়া উচিৎ.... আর মন উঠিয়ে নেবার জন্যও যথেষ্ঠ কারন থাকা উচিৎ... মনে রাখবেন ভালবাসা বাজারের পন্য না... যে চাইলেই ফেরৎ দেয়া যায় বা... অন্য খানে বিক্রি করা যায়....


ভালোবাসা হলে একটা বিশাল মাপের কমিটমেন্ট... এটা যখন তখন ফিরিয়ে নেয়া যায় না...

যারা বলছেন ভালো না লাগলে কি করবে?... তাদের মনে রাখা উচিৎ... এই ধরনের কথা বেশ্যাদের মুখে মানায়... ব্যেশ্যারা আজ এর সাথে কাল ওর সাথে ঘুমায়.... যেটা একজন সামাজিক মূল্যবোধ সম্পন্ন মানুষ সেটা করতে পারে না...

আমি মনে করি যারা মানুষকে সপ্ন দেখিয়ে ... হুট করে অন্যের হাত ধরে চলে যায়... মানুষের সপ্ন ভেঙ্গে... দেয়... তাদের এই রকমই হওয়া উচিৎ....এই ধরনের অপরাধের শাস্তি হওয়া উচিৎ..... রাজিব সঠিক সময়ে সঠিক অশ্ত্রই ব্যবহার করেছৈ... রাজিব যেটা করেছে... সেটা তার অধিকার থেকেই করেছে.... সত্য প্রকাশের কোনো বাধা থাকা উচিৎ না... রাজিব তো সত্যটাই প্রকাশ করে দিয়েছে... দিনের পর দিন প্রভা রাজিবের সাথে এক বিছানায় দৈহিক সম্পর্ক করতে পারবে... আর তাকে হুট করে ছুড়ে ফেলে চলে যেতে পারবে .. আর রাজিব সেই সত্যটা প্রকাশ করতে পারবে না.. এটা হতে পারে না... রাজিবকে আমি বাহবা দেই... সত্য প্রকাশের জন্য... মানুষ দেখুক চিনুক কোনটা সত্য ছিলো.... রাজিব তো এটা জোর করে করে নাই... প্রভা আপসেই রাজিবের সাথে কাজ গুলো করেছৈ.... সুতরাং সত্য প্রকাশের বিকল্প নেই....এই ভাবে একটা ছেলের সাথে দিনের পর দিন শুয়ে ... হুট করে একদিন বলবে... আজ আর তোমাকে ভালো লাগছে না... এটাতো হতে পারে না...


যে মেয়ে গত ৭ বছর ধরে একটা ছেলের সাথে দৌহিক সম্পর্ক তৌরি করেছে... তাকে হুট করে ছেড়ে চলে যাওয়াটা কখনই অধিকারের মধ্যে পরে না....এটা অত্যন্ত বড় মাপের অনৈতিক কাজ... ভালোলাগা থেকে কমিটমেন্টের গুরুত্ব অনেক বেশি হওয়া দরকার...


এই ধরনের ভিডিও বাজারে আসার দুটি ভালো দিক আছে... যারা বিয়ের আগে এই ধরনের অনৈতিক সম্পর্ক তৈরি করে তাদের সেটা বন্ধ করতে সহায়তা করবে... আর যারা ভালবাসা তৌরি করে হুট করে সেটা পরিবর্তন করার চিন্তা করে তাদেরও সেই পথ থেকে ফিরে আসতে সহায়তা করবে...

৩১ শে আগস্ট, ২০১০ সকাল ৭:৪৮

ধীবর বলেছেন: আপনার কথায় কিছু যুক্তি আছে, যাকে ফেলে দেয়া যাচ্ছে না। সব কাজেরই বিপরীত প্রতিক্রিয়া থাকবেই। আশা করি ভালো কোন কিছু ঘটুক। অন্তত অমঙ্গলের পথ থেকে নতুন প্রজন্ম ফিরে আসুক, প্রার্থনা সেটাই।

২২| ২৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৩৩

গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: একই মন্তব্য দু বার হয়ে গেছে... একটি মুছে দিন।

২৩| ২৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৫০

বাউন্ডুলে রুবেল বলেছেন: গুরু চরম লিখচেন...

২৪| ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৪

এম. হাবীব বলেছেন: গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম এর সাথে কঠোরভাবে একমত
গুরুরে সালাম মনের কথা বলার জন্য।

বেশ্যাবৃত্তি ছেড়ে দাও,
কমিটমেন্টকে গুরুত্ত দাও

২৫| ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:২৮

সহজ সরল রমণী বলেছেন: অশ্লীলতা করার থেকে অশ্লীলতা নিয়ে অশ্লীল ভাবে মিছিল করা আর বেশী অশ্লীলতা!

৩১ শে আগস্ট, ২০১০ সকাল ৭:৫০

ধীবর বলেছেন: আর অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ করা?

২৬| ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৬

কবিরাজ শরীফুল ইসলাম বলেছেন: ব্লগ গরম হইয়া উঠচে, পালাই পালাই.......

২৭| ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৮

মিথুন-১ বলেছেন: প্রভা যদি অপরাধ করে থাকে-তাহলে সেই একই অপরাধে রাজীবও অভিযুক্ত হতে পারে। কিন্তু ব্লগের মাহামানবেরা একচোখা দৈত্যের মত শুধু প্রভাকেই দোষারোপ করছে! আরেকজনের ব্যক্তিগত জীবন নিয়ে নিজের সাধুতা একধরনের হিপোক্রেসীর নামান্তর!

৩১ শে আগস্ট, ২০১০ সকাল ৮:০৫

ধীবর বলেছেন: ভাই মিথুন, দোষটা আমারই। আপনাদের অনেকেই ঠিক মুল সুরটা ধরতে ব্যার্থ হয়েছেন। আমার পোস্টে কাউকে দোষি বা নিদোর্ষী প্রমান করার জন্য দেয়া হয়নি। বরঞ্চ আমাদের নৈতিকতা কতটা অধঃপতিত হয়েছে, সেজন্যই লেখাটি লিখেছি। প্রভা রাজিব লক্ষ্য নয়, উপলক্ষ্য ছিল মাত্র। ধন্যবাদ।

২৮| ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:২৮

আমি স্যাম বলেছেন: গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম এর সাথে কঠোরভাবে একমত
গুরুরে সালাম মনের কথা বলার জন্য।

বেশ্যাবৃত্তি ছেড়ে দাও,
কমিটমেন্টকে গুরুত্ব দাও

২৯| ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৮

শ।মসীর বলেছেন: নারে ভাই ঈদের আগের দিনের আগে যাবার উপায় নাই...।

৩১ শে আগস্ট, ২০১০ সকাল ৮:০৬

ধীবর বলেছেন: যাওয়ার আগে নিশ্চই একবার আওয়াজ দেবেন।

৩০| ২৯ শে আগস্ট, ২০১০ রাত ১০:১৬

একলা একজন বলেছেন: প্রভার বয়স ২৩-৭=১৬ বছর বয়স থেকেই কি সে দৈহিক সম্পর্ক করে আসছে?!!

৩১ শে আগস্ট, ২০১০ সকাল ৮:০৮

ধীবর বলেছেন: সেটা আমার পোস্টের বিবেচ্য কিংবা বিষয় কোনটাই নয় বলে জবাব দিতে পারছি না। দুঃখিত ভাই।

৩১| ২৯ শে আগস্ট, ২০১০ রাত ১১:৪৯

লুথা বলেছেন:
এইসব প্রভা-বিভা নিয়ে ক্যাচাল করে লাভ কি ?? এইসব তো এখন কমন হয়ে গেছে... ২ দিন পর পর বের হতেই থাকবে...এইটাই মনে হয় এখন সিম্পল... ছেলে গুলা যারা এইসব করে, তাদের নিয়েও কিছু বলার নাই...বাপ-মা জন্ম দিছে, পয়দা করেই কাজ শেষ করে দিছে...তার পোলাপানের এই অবস্থা...

৩১ শে আগস্ট, ২০১০ সকাল ৮:১১

ধীবর বলেছেন: সহমত। এই জন্যই ভয়। এ সব কমন করে দিলে আমাদের ভবিষ্যত কত অন্ধকারচ্ছন্ন হতে পারে বলতে পারেন। অনিয়মের প্রতিবাদ করতেই হবে লুথা ভাই।

৩২| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ২:২২

মনজুর আহােমদ সুমন বলেছেন: ভাই যাকে নিয়ে এত ক্যাচাল,সেই প্রভা'র ভিডিও ই তো দেখলাম না! আসল না মেকিং................... সবাই কি একমত যে এটা প্রভা ই?

তাকে ব্লাকমেইলিং ও তো করা হতে পারে?

৩১ শে আগস্ট, ২০১০ সকাল ৮:১৩

ধীবর বলেছেন: ভাই, এখানে কোন লিংক বিতরন করা হচ্ছে না। প্রভা নিয়েও কথা হচ্ছে না। দয়া করে পুরো পোস্টটা পড়ুন।

৩৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৫৫

মাহবু১৫৪ বলেছেন: ++++


প্রিয়তে রাখলাম লেখাটি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৫৭

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

৩৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:০৩

াঢারে ালো বলেছেন: বিবেকবুদ্ধি সমাজ এবং মুল্যবোধকে বিসর্জন দিয়ে পশ্চিমাদের অন্ধ অনুকরণ

যেভাবে উগ্রতা চলছে, সেই উগ্রতা মোকাবেলায় যদি আরেক উগ্রপন্থার সৃস্টি হয়, তাহলে খুব অবাক হবার মত কিছু হবে বলে মনে হচ্ছে না।




এত চমৎকার এই লেখাটা আগে চকে পড়লো না :( :( !!অসাধারণ বলেছেন

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:০৬

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ াঢারে ালো ভাই। আসলে আমি সামান্য সাধারণ লেখক বলে প্রথম পাতায় বেশিক্ষন আমার লেখা থাকে না। আপনি খুজে পেতে লেখাটা বের করে পড়েছেন, এজন্যই সম্মানিত মনে করছি নিজেকে।

৩৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:৪১

জটিল বলেছেন: মন্তব্যহীন অবস্থা

১০ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৫৪

ধীবর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ তবুও জটিল ভাই।

৩৬| ০৬ ই অক্টোবর, ২০১০ রাত ৮:১০

নিশম বলেছেন: মিডিয়ার কেউ আকাম করলে সেইটা হয়ে যায় আধুনিকতা , আর বোন-বৌ করলে ঝাটার বাড়ি।

বিবাহ-পুর্ব সেক্স কোনোভাবেই সমর্থন করিনা, যতোই যুক্তি দেখাক না কেনো। কিছু কিছু ক্ষেত্রে আমি যুক্তি মানিনা, ঘাউরামি করি। তার মধ্যে এইটা ১টা

১০ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:০০

ধীবর বলেছেন: আপনার কথার সাথে সহমত। বিয়ে বহির্ভুত যৌন সম্পর্ককে যারা ডালভাত করে ফেলেছে, তারাই আবার তাদের বিরুদ্ধবাদিদের সমাজকে মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যাবার অপবাদ দেয়। অথচ আদিম যুগের অবাধ যৌনাচারকে তারাই কিন্তু আধুনিকতা বলে চালাতে চায়। আর অবাধ যৌনাচার ডাল পালা গজিয়ে সমকামিতাকেও আধুনিকতার তকমা লাগানোতে গিয়ে ঠেকেছে। যৌনবিকারের সাত কাহন, কিংবা যৌন রোগের কথা না হয় বাদই দিলাম, সামাজিক অবক্ষয়কেও না হয় আলোচনার বাইরে রাখলাম, আধুনিক হবার চেস্টায় সব সমকামি হয়ে গেলে যে খোদ মানব সমাজই নিশ্চিহ্ন হয়ে যাবে সে খেয়াল কি এদের আছে?

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য নিশম ভাই।

৩৭| ১৮ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:২০

সুবিদ্ বলেছেন: আমাদের দেশের সংস্কৃতি, যেভাবে চলছে তাতে মনে আমাদের চিরচারিত ঐতিহ্য এবং স্বাধীন সত্ত্বা হারাতে বসেছি আমরা।----সহমত

০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৬

ধীবর বলেছেন: দুঃখিত সুবিদ ভাই। নোটিফিকেশনে অদেখা মন্তব্যের ঘরে শুন্য ছিল বিধায় দেরিতে উত্তর দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ।

৩৮| ০৫ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩০

রাকীব হাসান বলেছেন: জুল ভার্ন এর সাথে সহমত। ++++++++++++++++++

০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৭

ধীবর বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ রাকীব হাসান ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.