নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৫২ আর ৭১ এর চেতনায় আছি বাধা

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল

ধীবর

সাংবাদিক কলামিস্ট

ধীবর › বিস্তারিত পোস্টঃ

কুমিল্লার পোলা নাকি ৮০ টাকা তোলা? যাদের নীরবতা আমাদের পীড়া দিল।

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:১৩





(আমার কুমিল্লার বন্ধুরা সুযোগ পেলেই শিরোনামের ৮০ টাকা তোলা বলে গর্ব করে। এতদিন যেটা কথার কথা ছিল, আজ সেটা প্রমানের সুযোগ এসেছে। সেই সুযোগ কাজে না লাগাতে পারলে মনে করবো সেটা শুধু কথার কথাই।)



তিতাস নিয়ে অবশেষে দিনমজুর ভাইয়ের লেখাটি স্টিকি হলো। এর আগেও টিপাইবাধ নিয়েও তার লেখা স্টিকি করা হয়েছিল। এবং উভয় ক্ষেত্রেই ব্লগারদের ক্রমাগত অনুরোধ আর পীড়াপীড়িতে কর্তৃপক্ষ তাদের চক্ষুযুগল এবং কর্ণ কুহরকে নিরাপদ রাখার জন্য চিরতার পানি গলঃধরণ করলো আর কি !



এই দিক দিয়ে অবশ্য ব্লগার কৌশিক, অন্যমনস্ক শরৎ মায় আ মহিউদ্দিন বা সন্যাসি অনেক ভাগ্যবান। তারা মেঘ না চাইতেই জল লাভ করেন।



পোস্ট স্টিকি হলো। এখন করনীয় কি? স্টিকি পোস্টে দিন মজুর ভাই কিছু সমাধানের পথ বলেছেন। তিনি দশভুজা নন। তাই তিনি লিখেছেন বলেই তাকেই সব দায় নিয়ে সবকিছু করতে হবে, এ ভেবে বসে থাকাটা অকর্মন্যতারই নামান্তর।



এই অধমের সামান্য একটা লেখা ছিল।



একটি কোদাল, এক কোপ এবং সীমান্ত হত্যা বন্ধের সহজ কিছু পথ।



সেখানে একজন শ্রদ্ধেয় পাঠক বি এন পিকে ছাড় দেবার জন্য সমালোচনা করেছেন। তার সমালোচনা শিরোধার্য। তবে লোকমান হত্যায় খোকনকে জড়ানো, সানাউল্লাহ বাবু হত্যায় বি এন পির নেতা কর্মীদের নামে মামলা, পুলিশের তদারকিতে সাদেক হোসেন খোকাকে সরকারি দলের ক্যাডারদের ছুড়িকাঘাত। এখন তিতাস ইস্যুতে ট্যা ফু করলেই আরো কত মামলা হামলা হবে।



ঢাকাই ভাষায় "লৌড়ের" উপর থাকা বি এন পি আগ বাড়িয়ে রিস্ক নেবে বলে মনে হয় না। তাছাড়া ব্রাক্ষ্মণবাদিদের সাথে সামাজ্যবাদিদের ঘনিষ্ঠ প্রেম পীরিতি চলার সময় , ইন্ডিয়ার বিরুদ্ধাচারণ মানেই তো দুই সাপের মিলনে বাগড়া দিয়ে প্রাণ সংশয় ঘটানো। মনে হয় না, তারা এতটা দেশপ্রেমিক হবার যোগ্যতা রাখে।



আড়িয়াল বিল বা ফুলবাড়িতে জনতা কিন্তু কারো ডাকের জন্য বসে থাকেনি। যারা কুমিল্লার ব্লগার, স্টিকি পোস্টের কল্যাণে আপনারা এখন তিতাসের ব্যাপারে ভালোমতই অবগত। তাহলে বসে আছেন কেন? কিছু না পারেন। একটা মানববন্ধন তো করতে পারেন? আপনারা এলাকার লোক বলে সহজে যেটা করতে পারবেন, সেটা ঢাকা বা অন্য এলাকার লোকজন অতটা সহজে কি করতে পারবে? যদিও ব্যাপারটা জাতিয় স্বার্থের সাথে জড়িত। তবুও স্থানীয় পর্যায় থেকেই শুরুটা করতে হবে।



আমরা বিশ্বাস করতে চাই, শুধু কুমিল্লা নয়, বাংলাদেশি পোলা মানেই ৮০ টাকা তোলা। আর আমাদের গর্বের এই কথাটিকে কাজে পরিণত করার সুবর্ণ সুযোগ এখন কুমিল্লার পোলাদের হাতে। তুলে নিন কোদাল। এক কোপ হলেই তিতাসের বুকে জেগে উঠা পরাধীনতার চিহ্ন রাস্তার বুকে বসিয়ে, সারা বাংলাদেশকে জানিয়ে দিন, এ দেশ পরাধীনতার শৃংখল আর কোনদিন পরবে না। ১৬ কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না।







যাদের নীরবতা পীড়া দিল।








শেখ হাসিনা আর তার দল যে সিকিমের লেন্দুপ দর্জি এবং তার দলের বাংলাদেশি সংস্করন, এ কথা অন্ধ আওয়ামি লিগার বা তথাকথিত ভারতীয় দালাল ছাড়া সবাই জানে এবং বিশ্বাস করে।



কিন্ত যাদেরকে আমরা এতদিন নিরপেক্ষ নিপাট ভদ্রলোক বলে জানতাম, এ ব্যাপারে তাদের অবস্থান নির্জীব কেন?







বাংলাদেশ পরিবেশ আন্দোলনের দিকপাল আমার প্রিয় শিক্ষা ব্যাক্তিত্ব প্রফেসর আবদুল্লাহ আবু সাইদ আলোকিত মানুষ গড়ার কাজে নিজেকে উৎসর্গিত করেছেন। অথচ তিতাসের গলায় ফাস পড়ানোদের ভেতর তারই কিছু কিছু ছাত্র যে যুক্ত তিনি কি সেটা জানেন? শুধু একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক হিসাবেই নয়, বরং বাপার একজন শীর্ষস্থানীয় নেতা হিসাবে সর্বপরি একজন দ্বায়িত্বশীল নাগরিক হিসাবে এব্যাপারে তার নীরবতা আমার মত হাজারও ভক্তকে মর্মাহত করেছে।







প্রফেসর আনু মোহাম্মাদকে নিয়ে নতুন কিছু বলার নেই। তিনি আপন জ্যোতিতে উজ্জ্বল এক নক্ষত্র। কিছুদিন আগে তেল গ্যাস ইস্যুতে আওয়ামি পুলিশ বাহিনীর অত্যাচারে তিনি আহত হয়েছিলেন। টিপাই বা তিতাসের ব্যাপারে তিনি নীরব কেন? তিনি কি দমে গিয়েছেন? না ভয় পেয়েছেন? নাকি কোন চাপের কাছে নতি স্বীকার করেছেন? তার মত বরেণ্যরা যদি দমে যান, তাহলে তরুণদের আশা ভরসা জোগাবে কে?







প্রফেসর আসিফ নজরুলের ভাবনা চিন্তা বেশ আশাজাগানিয়া। দেশে যখন বুদ্ধিজীবি তকমাটাই একটা গালি, সেখানে আসিফ নজরুল একজন ব্যাতিক্রম। তাকেও দেখলাম এব্যাপারে চুপচাপ। কিন্ত কেন এই নিরবতা?







নাট্যকার মামুনুর রশিদ বিবিসির সাথে এক সাক্ষাতকারে বলেছিলেন যে সাধারণ মানুষের সুঃখ দুঃখ জীবনবোধ ইত্যাদি তুলে ধরার মাধ্যমেই তিনি তার নাট্যজীবন সফল করতে চান। বি টিভিতে প্রচারিত এখানে নোঙ্গর কিংবা মঞ্চপাড়ার সফল মঞ্চায়ন রাঢ়াং তার মন্তব্যের যথার্থতা প্রমান করে। অথচ যে ফারাক্কার কারনে মানুষ ঘরবাড়ি হারিয়ে সর্বশান্ত সেই ফারাক্কার বিরুদ্ধে তার শক্তিশালি কলম কোথায় হারালো? টিপাই এর কারনে সিলেট অঞ্চলে কিংবা অধুনা তিতাসের গলায় ফাস হয়ে যে লক্ষ লক্ষ মানুষ হবু উদ্বাস্তের ভুমিকায় অবতীর্ণ হতে চলেছে, সেটা নিয়ে আগাম কোন লেখা লিখতে মামুনর রশিদ কুন্ঠিত কেন হবেন?



দেশের বৃহত্তর স্বার্থের পক্ষ্যে বার বার লিখে হয়তো অনেকেরই বিরক্তির কারণ হয়তো হবো। সেটা মনখারাপের কারন হলেও আমাকে অবাক করবে না।







বেশ্যার চেয়েও অধম আর নিকৃস্ট পর্নস্টার বা ভারতীয় নায়িকাদের ছবি পোস্ট অথবা দেশীয় তারকাদের যৌনজীবন নিয়ে পোস্টের পঠিতের সংখ্যা যখন মুহুর্তেই ৪০০, ৫০০ বা হাজার ছাড়িয়ে যায়, সেখানে দেশের স্বার্থে লেখাগুলিতে তুলনামুলকভাবে অনেক কম পাঠক আসেন।



অপরবাস্তব কিন্তু বাস্তবের কিছু মানুষদেরই চারণভুমি। তাই বাস্তবে যা ঘটছে, এখানে তারই প্রতিফলন দেখা যাবে এতে আর অবাক হবার কি আছে? অথচ ব্লগে কিন্ত শিক্ষিত সচেতন মানুষদেরই পদচারনা ! এর পরেও কেন দেশ নিয়ে আমাদের এই ভাবালেশহীনতা, উদাসীনতা, আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা আর ভোগবাদিতায় মত্ত হয়ে থাকা?



তাহলে কি সমস্যার মুলে আমাদের শিক্ষা? নাকি জন্মপরিচয়?





মন্তব্য ৬৫ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:১৬

যে আছো অন্তরে বলেছেন: রক্ত

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪৩

ধীবর বলেছেন: আর কত রক্ত দিতে হবে। স্বাধীনতা অর্জনের জন্য আমাদের ৩০ লাখ শহীদের রক্তই কি যথেষ্ট নয়?

২| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:২২

বহুভুজ বলেছেন: সমস্যার মূলে আমাদের নতজানূ রাস্ট্র নায়কেরা।

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪৩

ধীবর বলেছেন: রাস্ট্রনায়কদের কে বানায়? আমরা নই কি?

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:২৫

কৌশিক বলেছেন: আমার মনে হয় একটা উদ্যোগ নিলেই লোকজন ঝাপিয়ে পড়বে। তিতাসের দিকে আমাদের ছুটে যাওয়া উচিত, নিজেদেরই কেটে দিতে হবে সড়ক!

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪৫

ধীবর বলেছেন: পুর্ণ সহমত। কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাধবে কে? সবাই তো অন্যের দিকে তাকিয়ে রয়েছেন। ব্লগে বিভিন্ন প্রথম সারির দৈনিকে কর্মরত সাংবাদিক আছেন। তাদের নিস্পৃহতা তাদের প্রতি শ্রদ্ধা কমাচ্ছে।

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০৭

ধীবর বলেছেন: আপনার উদ্যোগটিকে আন্তরিক অভিনন্দন। আপনার পোস্টে গিয়ে অভিনন্দনটি যে দিতে পারলাম না, সেটা আপনাদের বদন্যতায় কমেন্ট ব্যানের কারনে। তবুও সমর্থন এবং শুভকামনা রইলো।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:২৭

ভারসাম্য বলেছেন: বি-বাড়িয়ার জনগণকে আলাদাভাবে খোঁচা/উৎসাহ দিতে পারলে আরো ভাল হত।

তিতাস নিয়ে বলতে থাকুন সবাই মিলে। যে যেভাবে পারি। হতেই হবে একটা কিছু।

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪৮

ধীবর বলেছেন: যার ঘরে প্রথম আগুন লেগেছে, গরজটা তাদের পক্ষ্য থেকেই তো প্রথমে আসা উচিত। খোচাতে হবে কেন ভারসাম্য ভাই? আমরা যদি এই ধরণের আলস্যে মেতে থাকি, তাহলে আমাদের উচিত বিদেশ থেকে রস্ট্রনায়ক আর দেশপরিচালক আনা। আমরা শুধু আড্ডা আর সমালোচনায় মেতে থাকবো। অনেক ধন্যবাদ ভারসাম্য ভাই।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:২৮

সারথী মন বলেছেন: তদিন জানতাম আমাদের একছত্র অধিকার-"বিক্রম পুইরা পোলা ৮০ টাকা তোলা"-সেখানে আপনি বলছেন-কুমিল্লার পোলা নাকি ৮০ টাকা তোলাঃ(! মানিনা, মানবোনা!


বেশ্যার চেয়েও অধম আর নিকৃস্ট পর্নস্টার বা ভারতীয় নায়িকাদের ছবি পোস্টে যখন পঠনের সংখ্যা ৪০০, ৫০০ বা হাজার ছাড়িয়ে যায়, সেখানে দেশের স্বার্থে লেখাগুলিতে তুলনামুলকভাবে অনেক কম কিছু পাঠক আসেন।

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪৯

ধীবর বলেছেন: হাহাহা।। আপনার কথায় কিন্ত বরিশালের পোলারাও মনক্ষুন্ন হতে পারে। কেননা তারাও একই কথার দাবিদার।

অনেক ধন্যবাদ সারথি মন ভাই।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৩০

অপরিচিত বন্ধু বলেছেন: বাস্তব, তিক্ত সত্য অনেককিছু জানলাম। বড়ই অসহায় মনে হচ্ছে নিজেকে। জীবিকা নির্বাহের উদ্দেশ্যে বিদেশ থাকি। ডিউটি লম্বা ! তাই পেপার পড়া, টিভি দেখা কিছুই হয়না। আজকাল ফেসবুকের মাধ্যমে দেশের হালচিত্র জানছি। সেই সাথে জানাচ্ছিও।

আর বসে বসে মুরুব্বীদের গর্জে উঠার অপেক্ষা করছি। সময় আসলে এবার সবার আগে আমি শহীদ হবো, দেশের জন্য, দেশের মানুষের জন্য।

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৩

ধীবর বলেছেন: আপনাকে স্যালুট অপরিচিত বন্ধু ভাই। আপনারা যারা প্রবাসী, তারা অনেক কস্ট করে দেশের অর্থনীতি বাচিয়ে রেখেছেন, এটাই জন্মভুমির প্রতি আপনাদের কৃতজ্ঞতার নিদর্শন। বাকি রইলো বিদেশে নিজের দেশের নামটি ছড়িয়ে দিন। অনেকে নাকি ইন্ডিয়ান বলে পরিচয় দেয়্। ব্যাপারটা শহীদদের প্রতি নগ্ন অপমানের সামিল। আর পারতপক্ষ্যে ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যাবহার করবেন না। বলিঊড দিয়ে বিনোদনেরো দরকার নেই। অনেক ধন্যবাদ।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৩৪

অপরিচিত বন্ধু বলেছেন: ব্লগার ভাইয়েরা !! ফেসবুকে আমি একটা ইভেন্ট করেছি। আপনারা কেউ ফেসবুকে থাকলে আওয়াজ দিন। ও একনজর ঘুরে আসুন ইভেন্ট থেকে। জনসচেতনতা বাড়াতে বিপ্লবী মিডিয়া ফেসবুকের বিকল্প নাই .


তিতাস বাচাও।

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৪

ধীবর বলেছেন: শুভ উদ্যোগ পুর্ণ সমর্থন রইলো। পাঠকদের দৃস্টি আকর্ষন করছি।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৩৬

জাতির নানা বলেছেন: 'কু' মানে খারাপ আর 'মিল্লা' মানে সবাই মিলে। কুমিল্লা মানে সবাই মিলে খারাপ B-)) B-)) B-))

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৫

ধীবর বলেছেন: নানা, নানির দেশ কি কুমিল্লা? এত বিলা খাইলেন কেন? ;)

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪১

সারথী মন বলেছেন:
বালছাল লিখে ল্যাদানো এবং সেই ল্যাদানোতে মাছির উপদ্রপের একটি নমুনা লক্ষনীয়-

পোস্ট করেছেন: ১৯৮৪টি
মন্তব্য করেছেন: ১৫৪৮২টি
মন্তব্য পেয়েছেন: ৩৩০১৬টি
ব্লগ লিখেছেন: ৫ বছর ১০ মাস
ব্লগটি মোট ৮২৫৬৪২ বার দেখা হয়েছে

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৭

ধীবর বলেছেন: ৮ লাখ বার পঠিত? কে এই সৌভাগ্যবান, জানতে মুঞ্চায় সারথী ভাই।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪৬

এমদেশ বলেছেন: কুমিল্লার ছেলেদের এগিয়ে আসা উচিত। তারা এ ব্যাপারে কী করছে তা সবাইকে জানান।

অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ ও অধ্যাপক আসিফ নজরুল আপনারা নীরব কেন?

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৭

ধীবর বলেছেন: তাদের গায়ে একটু ধাক্কা দিলাম। দেখা যাক উনারা কি করেন।

১১| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৩

বান_দর বলেছেন: পোস্ট সম্পর্কে কিছু কইয়াম্না।তয় তিন লম্বরে কৌশিক ভ্রাতার কমেন্টস্তব্য দেইক্কা হা হা প গে!

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৮

ধীবর বলেছেন: বান্দর ভাই, আপনাদের পোস্ট সংক্রান্ত মন্তব্য সমালোচনা এগুলি কিন্ত আমার প্রেরণা। আশা করি বঞ্চিত করবেন না।

১২| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৪

মনিরুল ইসলাম বাবু বলেছেন: স্রেফ দুর্দান্ত লিখেছেন

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৯

ধীবর বলেছেন: ধন্যবাদ বাবু ভাই। আপনার মন্তব্যে আমি সম্মানিত বোধ করছি।

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৭

ক্ষুধিত পাষাণ বলেছেন: কৌশিক বলেছেন: আমার মনে হয় একটা উদ্যোগ নিলেই লোকজন ঝাপিয়ে পড়বে। তিতাসের দিকে আমাদের ছুটে যাওয়া উচিত, নিজেদেরই কেটে দিতে হবে সড়ক! -বিদায়ী বছরের সব চাইতে বড় চমক!!!

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০০

ধীবর বলেছেন: দেশের স্বার্থের পক্ষ্যে যদি ইতিবাচক পরিবর্তন ঘটে, তাহলে দুবাহু প্রসারিত করে তাকে স্বাগতম জানানোর পক্ষ্যে আছি ক্ষুদিত পাষান ভাই। অনেক ধন্যবাদ।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৯

ক্ষুধিত পাষাণ বলেছেন: ৯ নম্বর মন্তব্যের পরিসংখ্যান দেইখা পুরাই টাস্কিত হইলাম।

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০১

ধীবর বলেছেন: আমিও টাস্কিত হয়েছি। আপনার মতে কে সেই সৌভাগ্যবান? তাকে দিয়ে দেশের স্বার্থে কিছু লেখানো অতি জরুরি।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০০

এস এইচ খান বলেছেন: দেখি চোরার মনে কি? এভাবে করতে করতেতো সব নিয়ে গেলরে! ঘরের এক কুঠুরীতে সিঁধ কেটেছে বলে অন্য কুঠুরীর বাসিন্দাদের দায়িত্ব এড়ানোর কোন সুযোগ বুঝি আর নেই ধীবর দা! অবস্হা আজ এমনটাই যে, চোরার ঘর দখলের আনুস্ঠানিক ঘোষণাটাই কেবল বাকী!! এমতাবস্হায়, স্বাধীন বাংলাদেশ নামক এই ঘর রক্ষায় কোন সুশীল ( ভাল নাপিত! ) আসল কি আসল না তা দেখার সময় কই? সবাইকে ঝাঁপিয়ে পরতে হবে এবং তা এখনই।

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০৪

ধীবর বলেছেন: মনের কথাটাই বলেছেন এস এইচ খান ভাই। কে আসলো কে আসলো সেটা দেখার মত আর সময় নেই। প্রয়োজনে একলাই মাঠে নামা উচিত। এক থেকে দুই, দুই থেকে তিন এভাবেই লক্ষ থেকে কোটিতে পৌছানো সম্ভব।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০৭

ভুলোমন বলেছেন: জাতির নানা বলেছেন: 'কু' মানে খারাপ আর 'মিল্লা' মানে সবাই মিলে। কুমিল্লা মানে সবাই মিলে খারাপ B-)) B-)) B-))

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১৫

ধীবর বলেছেন: আপনারও শশুরবাড়ি কুমিল্লাতে? হায় ইশ্বর ! ;)

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২২

মুখ ও মুখোশ বলেছেন:

এদেশে বহু দেশপ্রেমিক আছেন কিন্তু একজন দেশপ্রেমিক সিপাহশালার এর বড়ই অভাব!!!

ভাসানী, শেখমুজিব, জিয়াউর রহমান......... স্বাধীনতা এনে দিয়েছিলেন এখন সেই স্বাধীনতা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। বর্তমান আওয়ামীলীগ দিনকে দিন আমাদেরকে সিকিম ট্রাজিডির দিকে নিয়ে যাচ্ছে..........দেশ এখন ভয়াবহ সময় পার করছে।


মাহমুদুর রহমান এর মত আর নির্ভীক কিছু লোক আমাদের এখন বড়ই প্রয়োজন, জেগে উঠুন হে জাতির বিবেকেরা...........এই শৃঙ্খল থেকে, ট্রাজিডির হাত থেকে কে আমাদেরকে নেতৃত্ব দিবেন? আমরা সাধারনরা প্রস্তুত



২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫২

ধীবর বলেছেন: একজন সৎ ও দেশপ্রেমিক নেতার অত্যন্ত প্রয়োজন। পুর্ণ সহমত জানাচ্ছি মুখ ও মুখোশ ভাই।

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৬

জুল ভার্ন বলেছেন: ধীবর ভাই, সময়োচিত সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ। শুধু তিতাস নয়, পুরো বাংলাদেশ এখন অস্তিত্বের হুমকী হয়েছে ভারতীয় আগ্রাসনে এবং তাহচ্ছে একান্তই বাংলাদেশ সকারের প্রত্যক্ষ সহযোগীতায়। বাংলাদেশের স্বার্বভৌমত্ব এখন নিরাশার দোলাচলে দুলছে। একটি স্বাধীন স্বার্বভৌম দেশের স্বার্থে এখনই আমাদের নিম্নক্ত বিষয়ে ডাই হার্ট শপথ নিয়ে প্রতিরোধে অংশ গ্রহন করতে হবে।

১. সড়ক, নৌপথ, রেলপথ, নদীবন্দর ও সমুদ্রবন্দর তথা পুরো দেশ ভারতীয় ভূখণ্ডের মতো যথেচ্ছ ব্যবহারের সুযোগ দেয়া বন্ধ করতে হবে।
২. পরিপূর্ণভাবে গ্রাস না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশী ভূখণ্ড ভারতকে ছেড়ে দেয়া বন্ধ করতে হবে।

৩. বিভিন্ন পন্থায় বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল ও ভারত-নির্ভর করা-বন্ধ করতে হবে।

৪. বিজিবি ও বিএসএফ’র যৌথ সীমান্ত পাহারার নামে সীমান্তে ভারতীয় কর্তৃত্ব মেনে নেয়া- বন্ধ করতে হবে।

৫. সীমান্ত হামলাসহ সর্ববিধ আগ্রাসনের বিরুদ্ধে সরকারের কার্যকর প্রতিবাদ না করার বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে।

৬. পররাষ্ট্রনীতিকে ভারতকেন্দ্রিক করা বন্ধ করতে হবে।

৭. আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য অধিকার আদায়ে আন্তর্জাতিক সংস্থাসমূহের সাহায্য কামনা করতে হবে।

৮. আসামসহ অন্যান্য অঞ্চলের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের ভারতের হাতে তুলে দেয়া-বন্ধ করতে হবে।

৯. ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ প্রভৃতির আবরণে বাংলাদেশকে ভারত-নির্ভর করা- বন্ধ করতে হবে।

১০. ভারতের পানি আগ্রাসনসহ সর্ববিধ অন্যায় আবদার ও আচরণকে নীরবে মেনে নেয়ার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

১১. সর্বক্ষেত্রে শত্রুর মতো আচরণ করার পরেও ভারতকে বন্ধু হিসেবে স্বীকৃতি দেয়া- বন্ধ করতে হবে।

১২. বিনাবাক্য ব্যয়ে অভ্যন্তরীণ নীতিতে ভারতীয় এজেন্ডা ও নীল-নকশা মেনে নেয়া ও বাস্তবায়ন করা- বন্ধ করতে হবে।


আসুন, মাটি-মানুষ অথা দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই।

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫৬

ধীবর বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্যের জন্য প্রিয় জুলভার্ণ ভাই। অক্টোপাসের মত ভারতীয় আগ্রাসন আমাদের আস্টে পিষ্টে জড়িয়ে ফেলেছি। দোষ তাদের না যত তার চেয়ে বেশি দোষ আমাদেরই। আমাদের নির্লিপ্ততা আর নির্বীর্যতা আজকের এই পরিণতির জন্য দায়ি। সবাইকে এক হবার যে ডাক, সেই ডাকে সাড়া দেবার মত আমাদের মানসিকতা আদৌ হবে কি?

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৯

ভুলোমন বলেছেন: বাংলাদেশে যে ভাবে গুম ও গুপ্ত হত্যা বাড়ছে , যে ভাবে পুলিশ সাধারণ মানুষকে পেটাচ্ছে , যে ভাবে আর্থিক একটা চাপ মাথার উপর দেওয়া হচ্ছে তাতে তো আমরা সেয়ানার দেশে পাগলের বেশে আছি।

আর সেয়ানা বগল বাজাইয়া গান ধরে আহ! জনগন ক্যামনে নাচে, মাথা ঘুরাইয়া উপর নিচে ।

২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫৭

ধীবর বলেছেন: যাই ঘটুক, আমাদের জেগে উঠতেই হবে ভুলোমন ভাই।

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫৮

ধীবর বলেছেন: কুমিল্লা জেলার কোন ব্লগারই কি নেই সামুতে? কারো সাড়া পাচ্ছি না কেন?

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩৭

আমি-মুসাফির বলেছেন: আমার মনে হয় একটা উদ্যোগ নিলেই লোকজন ঝাপিয়ে পড়বে। তিতাসের দিকে আমাদের ছুটে যাওয়া উচিত, নিজেদেরই কেটে দিতে হবে বাধ


একমত।

০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৫

ধীবর বলেছেন: ধন্যবাদ মুসাফির ভাই।

২২| ২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩০

ইঁন্দুর বলেছেন: তিন নম্বরের মন্তব্যটা দেখে মনে পরে- "একি কথা শুনি আজ মন্থরার মূখে" B:-/ !

০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৬

ধীবর বলেছেন: ;) ইন্দুর ভাই

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৭

গুপ্তঘাতক007 বলেছেন: এই বিষয়ে সবার নিরবতা বিশেষ কৈরা মিডিয়ার নিরবতা খুবই সন্দেহজনক! এক্টা নদী ভরাট কৈরা রাস্তা বানায়া ফেলা হইলো অথচ মিডিয়াতে তেমন কোনো প্রচারই নাই,তাজ্জব ব্যাপার।

০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৭

ধীবর বলেছেন: মনে হচ্ছে কোটি কোটি টাকার লেন দেন হয়েছে মিডিয়ার মুখ বন্ধ রাখার জন্য।

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৭

্েজাহা বলেছেন: ভাইয়া,

আমাদের শ্রদ্বেয় জাফর ইকবাল স্যার, যিনি বাংলাদেশের একজন ভাল কলামিস্ট এবং বুদ্দিজীবি তিনি কেন চুপ??

আসলে কি জানেন আমাদের দেশের এই সব বুদ্দিজীবি সব নামে বুদ্দিজীবি........ দেশের যখন সংকটময় মূহুর্ত তখন এরা সব চুপ।
সবাই সুবিধাবাদী। প্রকিত দেশপ্রেমিক বুদ্দিজীবির আসলে বড়ই আভাব আমাদের দেশের। আর এই জন্যই দেশের আজ এই অবস্থা :(( :(( :(( :(( :((

মাঝে মাঝে মনে হয় বসে বসে কান্দি...... :(( :(( :((

০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩০

ধীবর বলেছেন: হ্যা, আবেগের চোখে জল আসাটা খুব স্বাভাবিক। বিকল্প পথ হলো এই সব সুবিধাবাদি দেশদ্রোহি দালাল বুদ্ধিজীবিদের মুখে লাথি মারা, অথবা এদেরকে শ্রদ্ধার আসন থেকে সরিয়ে ফেলা। সাথে এদের কোন আহবানেই সাড়া না দেয়া বা বিশ্বাস না করা।

২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫৩

মামুণ বলেছেন: কে চুপ আর কে কতা বলল সেইটা নিয়ে মাথা না ঘামাইয়া সবাই যার যার অবস্থান থেকে কাজ করা দরকার ।

০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩২

ধীবর বলেছেন: অনেকটা একমত। কিন্তু যারা নেতা সেজে আমাদের প্রতিনিধিত্ব করার দাবি করেন, তাদের প্রতি তো প্রত্যাশা থাকবেই। ধন্যবাদ ভাই।

২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১৬

স্বাধীকার বলেছেন:
তিতাসের মৃত্যুতে কথা বলেনা যে ব্লগার,
তিতাসের মৃত্যুতে কথা বলেনা যে সুশীল
তিতাসের মৃত্যুতে কথা বলেনা যে চেতনাধারী দলবাজ,
তিতাসের মৃত্যুতে কথা বলেনা যে দালাল উপদেষ্টারা,

--------তাদের মুখে থুতুঁ দিই, সকাল বিকাল রুটিন করে।

০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৩

ধীবর বলেছেন: থুথু দিলেও ওদের সম্মান করা হয়। ওদের জিব কেটে ফেলা দরকার। যে মুখ দেশের কথা বলতে পারেনা বা বলতে চায়না, সে মুখ এদেশের মাটিতে অবাঞ্চিত।

২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২৭

চেম্বার জজ বলেছেন: ধীবর ভা ই, খেয়াল করেছেন দাঁগী ভাদা "ছুপা বিপ্লবী" সেজে আপনার পোস্টে মন্তব্য করেছে আবার সিনেমা বানানোর পোস্ট দিয়েছে।

০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৪

ধীবর বলেছেন: খেয়াল করলাম জজ ভাই। দেখি আরো কি কি সিনেমা তৈরি করতে পারে।

২৮| ২৬ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩৯

সারথী মন বলেছেন: @ জুল ভার্ন, সামু ব্লগের কুখ্যাত গালিবাজ, বেয়াদব, অসভ্য ভাদা টাক্লু ব্লগারের পোস্টে আপনে মন্তব্য করেছেন এবং সেই অসভ্যটা সাথে তিতাস যেয়ে সিনামা বানাতে অংশ নিতে আগ্রহ দেখে অবাক হলাম। আপ্নে ঐ কুখ্যাত ভাদাটাকে আজও চিনতে পারলেননা-এটাই দূঃখ।

২৯| ২৬ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪৩

ভুদাই বলেছেন: পোসটে প্লাস। সেই সংগে তিন নম্বর মন্তব্যকারী (জাতে দুই নম্বর) ব্লগার থেকে সাবধান থাকার অনূরোধ করছি।

০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৫

ধীবর বলেছেন: ধন্যবাদ ভুদাই ভাই।

৩০| ২৬ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪৪

ভুদাই বলেছেন: সারথী মন বলেছে- @ জুল ভার্ন, সামু ব্লগের কুখ্যাত গালিবাজ, বেয়াদব, অসভ্য ভাদা টাক্লু ব্লগারের পোস্টে আপনে মন্তব্য করেছেন এবং সেই অসভ্যটা সাথে তিতাস যেয়ে সিনামা বানাতে অংশ নিতে আগ্রহ দেখে অবাক হলাম। আপ্নে ঐ কুখ্যাত ভাদাটাকে আজও চিনতে পারলেননা-এটাই দূঃখ। -সহমত জানালাম।

৩১| ২৬ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪৬

বাংলাদেশী পোলা বলেছেন: প্লাস। সেই সংগে তিন নম্বর মন্তব্যকারী (জাতে দুই নম্বর) ব্লগার থেকে সাবধান থাকার অনূরোধ করছি।

০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৯

ধীবর বলেছেন: সচেতনদের চোখ কান অবশ্যই খোলা থাকবে বাংলাদেশি পোলা ভাই।

৩২| ২৬ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪৯

বাংলাদেশী পোলা বলেছেন: রিমেম্বার- টাক্লু কিন্তু খান্দানী ভাদা। হয়ত নিজ পূর্ব জন্মের/নিজ পরিবারের কাউকে রাজাকারী থেকে রক্ষা কর্তেই শেখ হাসিনার চাইতেও বড় আওয়ামীলিগ, বড় ভাদা।

৩৩| ২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:২২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ধীবর ভাই আপনার নিশ্চয়ই মনে আছে ২০০৮ সালে এক দল সুশীল ও বাকশালী ব্লগার স্রেফ একতরফা ও কম গুরুত্বপূর্ণ ৭১এর যুদ্ধাপরাধের থুক্কু মানবতা অপরাধের বিচার নিয়ে মশগুল। দেশের আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিচারের প্রক্রিয়ায় যথেষ্ঠ। কিন্তু নদী, করিডোর, ব্যাবসা-বাণিজ্য নিয়ে ঐ সকল বাকশালী ও সুশীলদের কোন মাথা ব্যাথা নেই। ১/১১ এর পরবর্তী বাংলাদেশে কি হবে তা আমি ২০০৫ সালেই আচ করতে পেরেছিলাম। যখন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডালিৎসা রাইজ মনমোহনকে বলেছিলেন যে উপমহাদেশে ওয়াশিংটন দিল্লীকে নিয়ে কাজ করতে চায়। এর বর্তমান অবস্থা দেখেন হিলারী বলছে যে যুক্তরাষ্ট্র সন্তষ্ট যে বাংলাদেশ নাকি ভারতকে ভাল সহযোগীতা করছে। বিগত জোট সরকারের অনেক সিদ্ধান্তহীনতার কারণে আজকে এই অবস্থা। তখন যদি গণচীনের সাথে আমাদের স্থায়ী না হৌক অন্তত দীর্ঘ মেয়াদী সামরিক চুক্তি হত তো দিল্লী আমাদের সাথে বাহাদুরি দেখাতে পারত না। এমনকি খোদ আলীগেও অনেকেই ভারতকে এভাবে সুবিধা দেওয়াতে সন্তষ্ট না। ২০১০ সালে হাসিনা দিল্লীতে গিয়ে কি চুক্তি করছে আজ পর্যন্ত সংসদে আলোচনা হল না। কারণ হাসিনার উপদেষ্টা মশিউর, রিজভী ও ইমাম যার প্রকৃতপক্ষে দিল্লীর সাউথ ব্লক তথা ভারতীয় পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা এরাই সব কিছু নির্ধারণ করে। আপনি দেখেন রিজভী খামার পো বলে কি ঢাকার দিল্লীর সাথে যুগোৎপৎ গিভ এন্ড টেক পদ্ধতিতি ঠিক না;

http://www.youtube.com/watch?v=O3I-p-eBAJE

তার মানে কথা হল বাংলাদেশ শক্ত দেনদরবার করবে সেটা রিজভী গংদের পছন্দ নয়। এখন হিন্দুস্থানের তাবেদারদের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন ছাড়া দেশের এই ক্ষতি রোধ করা যাবে না। অনকে ধন্যবাদ ধীবর ভাই।

০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩১

ধীবর বলেছেন: লিংকটা দিয়ে অনেক ভালো করেছেন। এই সব গান্ডুস্থানিজাত রিজভিদের মুখোশ আরো খুলে গেলো। এদের আর এদের সাঙ্গপাঙ্গদের হয় ফায়ারিং স্কোয়াড বা ফাসিতে ডিরেক্ট ঝুলানো ছাড়া বাংলাদেশকে বাচানো যাবে না। অনেক অনেক ধন্যবাদ বা জি ভাই।

৩৪| ১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:২৭

ইঁন্দুর বলেছেন: পোস্টে প্লাস।
ভাল থাকুন।

১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৪

ধীবর বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ইন্দুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.