নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৫২ আর ৭১ এর চেতনায় আছি বাধা

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল

ধীবর

সাংবাদিক কলামিস্ট

ধীবর › বিস্তারিত পোস্টঃ

এবার ভারত থেকে পুশব্যাক হচ্ছে ইলিশ। অতঃপর চিনে রাখুন "দেশপ্রেমিকদের"

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩২





সীমান্তে বাংলাদেশি হত্যার কথা কম বেশি আপনারা সবাই জানেন। তবে বগত বিজেপি সরকারের আমলে, ভারত থেকে বাংলাভাষি মুসলমানদের উচ্ছেদের লক্ষ্যে এদের বাংলাদেশি বলে প্রচার করে ব্যাপক পুশব্যাকের মহোৎসব করা হয়েছিল।



যেহেতু আমাদের গোল্ডফিশ মেমরি, সেহেতু সেই সব "তুচ্ছ" ঘটনা আমাদের অনেকেরই মনে নেই। তাই ভারতীয়দের মন পাবার লক্ষ্যে বর্তমান ক্ষমতাসীন আওয়ামি সরকারের চেস্টার কমতিও নেই।



তথাকথিত স্বাধীনতার চেতনাধারিদের এই আমলেই কিন্ত বাংলাদেশের জামদানি আর ইলিশ মাছ, ভারতীয়রা পেটেন্ট করে নিয়েছে। এব্যাপারে সরকারের কোন বিকার ছিল না। হয়তো তারা ভাবছেন, বাংলাদেশকে পৈতৃক সম্পত্তি জ্ঞান করে সংখ্যাগরিষ্ঠার জোরে সিকিমের লেন্দুপ দর্জির মত বাংলাদেশকে দুই দিন আগে পরে ভারতের অঙ্গরাজ্য যখন করানোই হবে, তো ভারত পেটেন্ট নিচ্ছে তো নিক না।



কিন্তু ইলিশ কোন জন্মে ভারতের অঙ্গরাজ্য পশ্চিম বাংলায় জন্মাতো সে বিষয়ে ভারতীয়রাই ভালো বলতে পারে। কিন্তু বাংলাদেশ থেকে ইলিশ না গেলে, জামাইষষ্টীতে ত্রাহি ত্রাহি অবস্থার সৃস্টি হয়, সে তো অনাদিকাল থেকেই চলে আসছে। শুধু জামাইষস্টিই বলি কেন? বছরে হাতে গোণা যে কয়টা দিন পঃ বঙ্গের দাদাবাবুরা ইলিশ খেয়ে থাকেন, তার যোগানদারই হলো বাংলাদেশ।



এমন সময় যায়, যখন বাংলাদেশি ইলিশের কানকো মায় আশ পর্যন্ত পঃ বঙ্গে বিক্রি করতো।



অথচ এখন সেই পঃ বঙ্গ থেকে ইলিশ পুশব্যাক করা হচ্ছে, কারণ কি?



দেশের মানুষদের সস্তায় ইলিশ খাওয়ানোর মুলা ঝুলিয়ে বর্তমান সরকার ইলিশ রফতানি বন্ধ করে দিয়েছে। তবে চোরাচালানের মাধ্যমে ভারতকে ইলিশ সরবরাহ কয়েকগুণ বাড়িয়ে দেয়া হয়েছিল। তাই প্রবাসিদের মধ্যে ইলিশ না পাবার বেদনা, আর দেশের মানুষদের মুলা দেখে প্রতারিত হবার বেদনা দুইই সমান তালে ছিল।



কিন্ত সরকার যত ভারতপ্রেমে মগ্ন হয়ে এই কাজটি করুক না কেন, তারা ভুলে গিয়েছে যে ওপারের দাদারা বেশ কৃচ্ছতাপ্রবণ। ( মুরগির আত্মা বললাম না, কেননা এর আগে উনাদের মুরগির আত্মা বলাতে মডুরা নাখোশ হয়ে আমার আস্ত একটা পোস্টই ড্রাফট করে দিয়েছিল। মাঝে মাঝে ভাবি, এরা কি বাংলাদেশি নাগরিক না ভারতীয়? বাংলাদেশি হলে তো এমন আতে ঘা লাগার কথা না।)



যেখানে বছরে হাতে গোণা কদিন ইলিশ ভাগ্যে জোটে, সেখানে হাসিনা সরকারের বদন্যতায় সারা পঃ বঙ্গ জুড়ে ইলিশের এমন মচ্ছবে, দাদাদের তো আত্মারাম খাচা ছাড়া হবার জোগাড়। দুই পয়সা হারালে যাদের হৃদরোগ হয়ে যায়, তারা এত ইলিশ দেখে ভিরমি খেয়ে পড়েছেন। আর আশাতীত চালান আসাতে সেখানে হীমাগারে আর ইলিশ রাখার যায়গা নেই।



তাই এখন বাধ্য হয়েই আওয়ামি সরকারের বদন্যতায় প্রাপ্ত হাজার হাজার ইলিশ বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। শাপে বর হয়েছে। বর্তমানে ইলিশের বাজার অন্তত সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। তবে কিনা পেয়াজের দাম আকাশছোয়া বলে, ইলিশের স্বাদ পুর্ণ মাত্রায় গ্রহন করা সম্ভব হচ্ছে না।



আমাদের দেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে মুলত রফতানি এবং রেমিটেন্সের উপর। এক সরকারি হিসাব মাত্রেই ৭৫ থেকে ৮০ লাখ বাংলাদেশি, প্রবাসে রয়েছেন। ইলিশ রফতানি বন্ধ হলে এরাই ক্ষতিগ্রস্থ হন সবচেয়ে বেশি। তারা দেশের অর্থনীতিতে এত অবদান রাখেন, তার বিনিময়ে এই লাত্থি কি তাদের প্রাপ্য? অনেকে তর্ক করে বলবেন যে, ভারতেও তো রফতানি বন্ধ।



জ্বি বন্ধ। কিন্ত আওয়ামি লিগ যেখানে তেল গ্যাস ভুমি করিডোর সবই বিনা পয়সায় দিয়ে দিচ্ছে, সেখানে ইলিশ কোন ছাড়? আর সরকারের নাকের ডগা দিয়েই তো ইলিশ পাচারের মহোতসব চলছে। তাই রফতানি বন্ধে ভারতের কোন ক্ষতি হয়নি।



এক ইলিশ নিয়েই আওয়ামি লিগের যা ভারতপ্রেমের নমুনা দেখছি, তাতে তাদেরকে দেশপ্রেমিক নয়, ভারতপ্রেমিকই বলা যায়। আর স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এ ধরণের নব্য রাজাকারদের আর আশ্রয় প্রশ্রয় দেয়া যায় কিনা, সেব্যাপারটি খতিয়ে দেখার অবকাশ আছে।



মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

হুমায়ুন তোরাব বলেছেন: ধিবর ভাই আপনার পোস্টে কমেন্টস করলে আমারে ব্লক দিবে নাত ??
দাদাদের চা*চা বলে কথা

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৫

ধীবর বলেছেন: ধন্যবাদ তোরাব ভাই। সেই সম্ভাবনার কথাও উড়িতে দেয়া যায় না।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

মাজহারুল হুসাইন বলেছেন: । ( মুরগির আত্মা বললাম না, কেননা এর আগে উনাদের মুরগির আত্মা বলাতে মডুরা নাখোশ হয়ে আমার আস্ত একটা পোস্টই ড্রাফট করে দিয়েছিল। মাঝে মাঝে ভাবি, এরা কি বাংলাদেশি নাগরিক না ভারতীয়? বাংলাদেশি হলে তো এমন আতে ঘা লাগার কথা না।)>>>বাঙালি নামে জঙ্গলী আছে না ! বাংলাদেশে কবে এদের সর্টেজ ছিল?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৯

ধীবর বলেছেন: জংলিরাও নিজের আবাদভুমিকে ভালোবাসে। তাই এদেরকে জংলি বললেও ঠিক হবে না। অনেক ধন্যবাদ মাজহার ভাই।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই কথায় আছে ইচ্ছা থাকিলেই উপায় হয়। এই সকল পরজীবিরা ভারত ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। তাই এদের বিরুদ্ধে গণ-প্রতিরোধ করা ও কঠিন জাতীয়তাবাদ ভিন্ন অন্য কোন পন্থা নাই।

ধন্যবাদ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৩

ধীবর বলেছেন: পুর্ণ সহমত বা জি ভাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষায় কট্টরপন্থি বাংলাদেশি জাতিয়তাবাদের বিকল্প নেই। আমাদের হাতে অস্র নেই কলম আছে। সেই কলম দিয়েই দেশদ্রোহিদের বিরুদ্ধে সংগ্রাম চলবে। অনেক ধন্যবাদ।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

লাইট ইয়ার বলেছেন: ধীবর ভাই, আপনার ব্লগে কমেন্ট করতে ভয় হয়। তবে লিখেছেন দারুণ। আওয়ামীলীগের পরতে পরতে অন্ধ ভারত প্রেম, প্রভু ভক্ত কুকুরের চেয়েও বেশী

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৫

ধীবর বলেছেন: ধন্যবাদ লাইট ইয়ার ভাই। ভয় কিসের? কাগুজে বাঘকে ভয় পেলে চলবে? এদের দৌড় ওই ব্যান পর্যন্তই। তাই ভয় পাবেন না। নিজ মতপ্রকাশের পক্ষ্যে শক্ত অবস্থান নিয়ে দাড়ান।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

স্পেলবাইন্ডার বলেছেন: সব অপকর্মের হিসাব দিতে হবে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

ধীবর বলেছেন: পুর্ণ সহমত স্পেল ভাই। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.