নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

TORTURE CELL

শূন্য

তির্থক আহসান রুবেল

শূন্য

তির্থক আহসান রুবেল › বিস্তারিত পোস্টঃ

একই ছাড়পোকা কামড়ালে কি এইডস হতে পারে.....!!! বাঁচতে হলে জানতে হবে.....

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ৯:০০



ভাই, আমি একজন সফল ছাড়পোকা ঘাতক। দীর্ঘ দুই বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর আমি আমার ঘর ১০০% ছাড়পোকা মুক্ত করতে পেরেছি।

আর যে মরনাস্ত্র আমি ব্যবহার করেছি, তা হলো ধানক্ষেতে ব্যবহৃত কীটনাশক।

সেই কুমিল্লা থেকে ঢাকায় আনা হলো কীটনাশকের শিশি। সেখান থেকে তিন ভাগের এক ভাগ এক লিটার সেভেন আপের বোতলে ঢাললাম। বাকিটা ভরলাম পানি দিয়ে। অতঃপর স্প্রে করলাম তোষক, খাট, বালিশ, বিছানার চাদর, বালিশের কভার...... এমনকি পাশের রুমেরও একই জিনিসে..... পরে চাদর আর কভারগুলো ধুয়ে নিয়েছি। বিকল্প চাদর ব্যবহার করেছি এ সময়টাতে। তারপর আজ দুবছর..... আমার বিছানায় আমিই রাজা.....

উপরে উল্লেখিত সবগুলো ব্যবস্থায় ব্যর্থ হয়ে তবেই আমি এই পদ্ধতি নিয়েছিলাম।



একটা কথা মনে রাখবেন, ছাড়পোকা ওলা বিছানায় বসার ফলেও আপনার ঘরে প্রবেশ করতে পারে এই ভয়াবহ রক্তচোষা ......

ধন্যবাদ....... আপনার বিছানা নিরাপদ হোক......



আচ্ছা, একই ছাড়পোকা কামড়ালে কি এইডস হতে পারে.....!!! বাঁচতে হলে জানতে হবে.....

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ৯:১১

বিপ্লব কান্তি বলেছেন: না ছারপোকা মশা ইত্যাদির চোষা রক্তের সাথে যাওয়া এইডসের জীবানু মরে যায় । ওদের পেটে এগুলো টিকতে পারে না .

এইডস নিয়ে সবচেয়ে জানার কথা হলো , এইডসের জীবানু স্বাভাবিক পরিবেশে আসার কয়েক সেকেন্ডের মধ্যে মরে যায় ।

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ৯:১৬

তির্থক আহসান রুবেল বলেছেন: তাই তো কই!!!

২| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ৯:২৯

সুমন আজাদ বলেছেন: ভাই, আমি আছি এই সমস্যায়। ছাড়পোকা কামড়াইয়া একাকার কইরা ফালাইতাছে। সাথে আছে তেলাপোকার বাচ্চারা। তবে লাইট জ্বালিয়ে ঘুমালে এদের নির্যাতন একটু কম থাকে। যে পরিবেশে আছি সেখান থেকে কিভাবে যে ছাড়পোকা আর তেলাপোকা বিদায় করবো বুঝতেএেপারতেছি না।
আচ্ছা, এদের কামড়ে কি কি প্রবলেম হতে পারে?

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৫৫

তির্থক আহসান রুবেল বলেছেন: ভাই, গরমে কিন্তু এদের নির্যাতন বাড়ে.... কাজেই আমার পথে আসেন.... সঠিক ব্যবস্থা নেন!!

৩| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৩০

অনির্বাণ রায়। বলেছেন: কেন ভাই এত টেনশন লইসেন কেন । কিরম জানি সন্ধেহ হইতাসে । :P :P :P

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৫৬

তির্থক আহসান রুবেল বলেছেন: না ভাই, সন্দেহ করার কিছু নাই,...... জনস্বার্থে........

৪| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫৩

অপলক বলেছেন: খাবার না পেলে ছার পোকা ৪দিন এর মধ্যে এমনিতেই মারা যায়। তাই আপনি ১ সপ্তাহের জন্যে বিছানা, বালিশ, কাপড় ত্যাগ করুন। এক কথায় রুম ছারপোকার জন্যে ছেড়ে দেন। ফিরে এসে গরম পানিতে সমস্ত কাপড় সেদ্ধ করুন। তাহলে ডিম নষ্ট হবে। আর লেপ, তোষক বালিস কড়া রোদে কটকটা করে শুকিয়ে নিন। আরও নিশ্চিত হতে, গ্যাস ট্যাবলেট (চাউলে ব্যবহৃত হয়) তোষকের আর ছোফা, মোটা কাপড়ের ফাকে এক রাত রেখে দিন। কেল্লা ফতে..........

আর একটি কথা: এইডস জীবানু অন্যের দেহে ছড়াতে সেই পরিমান রক্ত লাগে যা কিনা গড়িয়ে পড়ে বা এক ফোটা রক্তের মতন হয়। আর পোকা মাকড়ের মাধ্যমে অন্যের শরীরে এ জীবানু ছড়ায় না।

১৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:১১

তির্থক আহসান রুবেল বলেছেন: আমার পদ্ধতি মনে হয় বেশী সহজ.....

৫| ১৪ ই মে, ২০১৬ রাত ২:৪৪

দিস ইজ ইব্রাহিম বলেছেন: আমি এই জালায় আছি ভাই । এখনো কামরাচ্ছে কি যে করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.