নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টিস্যু.. টিস্যু পেপার... প্রয়োজনের সময় সবাই তাকে বুক পকেটে আগলে রাখে..প্রয়োজন শেষে ছুড়ে ফেলে দেয়।তো তাতে কি রিসাইক্লিং এর যুগ তো !!! টিস্যুরা বারবার অন্যের প্রয়োজন মিটানোর তাগিদে ফিরে আসে।.....ব্যাতিক্রমতার নেশায় সত্যের পিছু ছোটাটা আমার একটা বাত

টিস্যু

টিস্যু.. টিস্যু পেপার... প্রয়োজনের সময় সবাই তাকে বুক পকেটে আগলে রাখে..প্রয়োজন শেষে ছুড়ে ফেলে দেয়।তো তাতে কি রিসাইক্লিং এর যুগ তো !!! টিস্যুরা বারবার অন্যের প্রয়োজন মিটানোর তাগিদে ফিরে আসে।...ব্যাতিক্রমতার নেশায় সত্যের পিছু ছোটাটা আমার একটা বাতিক...সেই নেশা থেকেই একটু আধটু লেখার চেষ্টা করি...

টিস্যু › বিস্তারিত পোস্টঃ

প্রিজমার অাদ্যপান্ত

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪০



অনলাইনে এখন ভাইরাল প্রিজমা,ঠিক যেন বিখ্যাত কোনো শিল্পীর তুলিতে আঁকা ছবি! ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে অনেকের এরকম ছবি দেখে অভিভূত হচ্ছেন বাকি সকলে। ফলে শুরু হয়েছে নতুন ট্রেন্ড।সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নতুন এই ট্রেন্ড এখন পরিচিত প্রিজমা ফটো নামে। ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রামে প্রিজমা ফটো শেয়ার করতে সকলেই উৎসুক হয়ে ওঠেছে।

কেউ হয়তো কখনো লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত পেইন্টিং মোনালিসার স্থানে কিংবা পাবলো পিকাসোর আঁকা ছবিতে নিজেকে চিন্তা করেনা!!! লিওনার্দো দ্য ভিঞ্চি কিংবা পাবলো পিকাসো এখন ঠিক জীবিত নেই, কিন্তু যে কারো তোলা তোলা ছবিকে তাদের মতো আঁকায় রূপ দেবে ‘প্রিজমা’।



প্রিজমা ফটো তৈরি করতে পারবে তারাই, যাদের আইফোন রয়েছে। কেননা আইফোনে ‘প্রিজমা’ নামক অ্যাপের মাধ্যমেই কেবলমাত্র মুগ্ধকর এই ছবি রূপান্তরের সুবিধাটি পাওয়া যায়। আইওএস প্লাটফর্মের জন্য নির্মিত ‘প্রিজমা’ নামক নতুন এই অ্যাপটি কাজ করে নিউরাল নেটওয়ার্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে। অন্যান্য ফটো এডিটিং অ্যাপের মতো মূল ছবির ওপর ফিল্টার লেয়ার করে করে না প্রিজমা। বরং প্রিজমা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে বিভিন্ন লেয়ার ব্যবহার করে নতুন করে ছবিটি আঁকে।



অসাধারণ এই অ্যাপটির মাধ্যমে বিখ্যাত শিল্পীর আঁকার স্টাইল এবং জনপ্রিয় সব অর্নামেন্ট এবং প্যাটার্ন ব্যবহার করে যেকোনো ছবিকে সহজেই আর্ট ওয়ার্কে রূপান্তর করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার নতুন ট্রেন্ড শুরু হয়েছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এখনো এ অ্যাপটি উন্মুক্ত করা হয়নি। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে প্রিজমা অ্যাপটির বিকল্প কিছু অ্যাপ যেমন পিকসআর্ট,সুপার ফটো,ফটো ল্যাব,পিকাজো ব্যবহার করতে পারে। তবে সেটা প্রিজমার কাছাকাছি হতে পারে তবে প্রিজমা নয়!!!!

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪৮

শায়মা বলেছেন: এখন সবাইকে আইফোন কিনিয়েই ছাড়বে বুঝা যাচ্ছে।

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫৪

টিস্যু বলেছেন: :) দারুণ ব্যবসায়িক কৌশল...............

২| ২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩২

সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: প্রিজমা আগে (১০-১৫ বছর) আমাদের দেশের রিক্সাওয়ালার ব্যবহার করত।

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫২

টিস্যু বলেছেন: :P আসলেই তো...............

৩| ২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

সুমন কর বলেছেন: আরে ধুর, এসব পরে করলেও চলবে......হাহাহা

২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

টিস্যু বলেছেন: :)

৪| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৭

প্রণব দেবনাথ বলেছেন: :-< :-< :-<

২৪ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৯

টিস্যু বলেছেন: :)

৫| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪১

সালমান খান সিই বলেছেন: B-)

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৮

টিস্যু বলেছেন: :)

৬| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৪

প্রণব দেবনাথ বলেছেন: Android এর জন্য Beta ভার্সান দিয়েছে কদিন পর পুরোটা পাওয়া যাবে।
লিঙ্ক Click This Link

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৭

টিস্যু বলেছেন: ধন্যবাদ..... :)

৭| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ :)

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৬

টিস্যু বলেছেন: :)

৮| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: পিজমাতে শুধুমাত্র এনজেল জরিনাদের ভাল লাগে .................

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৬

টিস্যু বলেছেন: তাই তো....... :P

৯| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪৪

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: রেট্রিকার প্রতিস্থাপন করল প্রিজমা...পুরো ফেইসবুক এখন প্রিজমা নিয়ে মাতছে

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৫

টিস্যু বলেছেন: হুমমম...

১০| ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৮

মোঃ জাফর আলম ভুইয়া বলেছেন: খুব সুন্দর ।

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৪

টিস্যু বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.