নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই সময়ের মুক্তিযোদ্ধা

তিস্তারচর

সত্য ও সুন্দরকে ভালবাসি

তিস্তারচর › বিস্তারিত পোস্টঃ

ছাত্রশিবিরের দুই নেতা নিখোঁজ, পুলিশের আইজিকে হাইকোর্টে তলব

০৮ ই মে, ২০১২ বিকাল ৫:২৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির নেতা আল মুকাদ্দাস ও মো. ওয়ালিউল্লাহ নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশের আইজিকে তলব করেছেন হাইকোর্ট।১৬ মে তাকে আদালতে হাজির হয়ে এ দু’ছাত্র নিখোঁজ হওয়ার ব্যপারে তদন্তের অবস্থা সম্পর্কে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি আব্দুল আউয়াল ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার লিখিত এ আদেশ দেন।প্রসঙ্গত, স্বজনদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়া ইবির দু’ছাত্রকে কেন সশরীরে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের আটকের বিষয়টি কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়।আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম ও সরকার পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর।মোহাম্মদ তাজুল ইসলাম জানান, রুলের শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা তদন্তের ব্যাপারে কোনো সদুত্তর দিতে না পারায় আদালত আইজিপিকে তলব করেছেন।আল মুকাদ্দাসের চাচা আবদুল হাই এবং মো. ওয়ালিউল্লাহর ভাই মো. খালেদ সাইফুল্লাহ হাইকোর্টে রিট আবেদন দু’টি দায়ের করেন।রিট আবেদনে বলা হয়, আল-মুকাদ্দাস ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ইসলামী ছাত্রশিবিরের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক। অন্যদিকে মো. ওয়ালিউল্লাহ একই বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্র।তারা গত ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। যাওয়ার পথে রাত সোয়া ১২টায় আশুলিয়ার নবীনগরে হানিফ পরিবহনের একটি বাস থেকে র‌্যাব সদস্যরা তাদের গ্রেফতার করে। কিন্তু র‌্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে ওই দুই ছাত্রকে তারা গ্রেফতার করেনি।এ বিষয়ে গত ৬ ফেব্রুয়ারি দারুসালাম থানায় এবং ৮ ফেব্রুয়ারি আশুলিয়া থানায় পৃথক দু’টি জিডি করা হয়।

Click This Link

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:২৭

নন্দনপুরী বলেছেন:

আফগানিস্তানে খুজলে পাওয়া যাইতে পারে..........

২| ০৮ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৭

অনিখট বলেছেন: ডান পাশেরটা মনে হয় এই ভিডিওটায় ছিলো, যে জিল্লুরে লইয়া ফাইজলামী করছিলো, তাই হয়তো আওয়ামীলীগ মাইরা ফালাইছে
মর শালা শিবিরের বাচ্চা

৩| ০৮ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৩

কস্ট বলেছেন: অনিখট বলেছেন: ডান পাশেরটা মনে হয় এই ভিডিওটায় ছিলো, যে জিল্লুরে লইয়া ফাইজলামী করছিলো, তাই হয়তো আওয়ামীলীগ মাইরা ফালাইছে
মর শালা শিবিরের বাচ্চা

APNI KI ASHOLE KUNO BANGLALI? TARA JY KORUK AI JONNO MERE FELBE? KUTHAR JONMO APNAR ? PAKITANE NAKI?

৪| ০৮ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

বন পলাশের পদাবলী বলেছেন: আমাদের দেশের যেমন হাইকোর্ট তেমনই পুলিশ!

৫| ০৮ ই মে, ২০১২ রাত ৮:২৩

ফ্যাট পান্ডা বলেছেন: খোঁয়াড়ে খোঁজা যেতে পারে।

৬| ০৮ ই মে, ২০১২ রাত ১১:৩৬

তীর্থযাত্রী বলেছেন: ফ্যাট পান্ডা বলেছেন: খোঁয়াড়ে খোঁজা যেতে পারে।


সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.