![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান আওয়ামী লীগ সরকারের শুরু থেকেই এ জাতীয় গুম, খুনের ঘটনা গুলো ঘটছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সিটি কর্পোরেশনের নিবার্চিত জন প্রতিনিধি ও প্রভাবশালী ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা চৌধুরী আলম। প্রায় তিন বছর আগে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আজ পর্যন্ত তিনি আর ফিরে আসেননি। আমাদের প্রতীক্ষার প্রহর শেষ হয়ে গেলেও তার পরিবারের সদস্যদের প্রতীক্ষার প্রহর হয়ত কোন দিনই শেষ হবে না।
এর পরে আরও কিছু ঘটনা বাংলাদেশে ঘটেছে। ছাত্রশিবির নেতা গোলাম মর্তূজাকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ধানমন্ডি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ভাগ্য সুপ্রসন্ন গোলাম মর্তূজার কারণ দুই মাসেরও বেশী সময় পর তাকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার দেখিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছিল। এছাড়াও পরপর কিছু গুমের ঘটনা সারা বাংলাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। বিশেষ করে বিএনপির কিছু নেতা কর্মীর লাশ শীতলক্ষায় ভেসে উঠেছিল তারা গুম হবার দুই তিন দিন পরই। এরপর প্রায় তিন মাস আগে ঢাকা থেকে কুষ্টিয়া যাবার পথে সাভারে হানিফ পরিবহনের বাস থেকে আবারও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে নামিয়ে নেয়া হয়েছিল ইসলামী ছাত্রশিবিরের দুই নেতা মেধাবী ছাত্র আল মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহকে।
ইলিয়াস আলী গুম হয়ে যাবার আগে উপরের ঘটনাগুলো ছিল গুম, খুনের উল্লেখযোগ্য ঘটনা। যদিও ইলিয়াস আলী গুমের পরও আরও কিছু ঘটনা ইতিমধ্যে আবারও ঘটে গেছে। বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল এবং প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির দ্বায়িত্ব ছিল আর অনেক আগেই গুম, খুনের এই ঘটনাগুলোর তীব্র প্রতিবাদ করা। যা তারা করেননি। চৌধুরী আলম গুম হয়ে যাবার পর যদি তারা ভাল একটা আন্দোলন গড়ে তুলতে পারতেন তাহলে আজ হয়ত আর কোন মায়ের বুক খালি হতো না। গুম হয় যেতেন না আল মুকাদ্দাস বা ওয়ালিউল্লাহ কিংবা ইলিয়াস আলী!!!
২| ০৯ ই মে, ২০১২ দুপুর ১২:৫১
মতিঝিল বলেছেন: ..........."বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল এবং প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির দ্বায়িত্ব ছিল আর অনেক আগেই গুম, খুনের এই ঘটনাগুলোর তীব্র প্রতিবাদ করা। যা তারা করেননি। চৌধুরী আলম গুম হয়ে যাবার পর যদি তারা ভাল একটা আন্দোলন গড়ে তুলতে পারতেন তাহলে আজ হয়ত আর কোন মায়ের বুক খালি হতো না। গুম হয় যেতেন না আল মুকাদ্দাস বা ওয়ালিউল্লাহ কিংবা ইলিয়াস আলী!!!.............."
১০০% সহমত। সুন্দর বলেছেন। প্রতিটি জীবনই মূল্যবান। সাধারণ নাগরিক হোক আর পরিচিত প্রভাবশালী কেউ হোক। চৌধুরী আলম বা এমন অনেকেই নিখোঁজ হওয়ার পর তারা আর ফিরে আসেনি। তাদের খবর কেন নিচ্ছি না আমরা। কেন তাদের জন্য আন্দোলন বা হরতাল হয় না?
৩| ০৯ ই মে, ২০১২ দুপুর ১২:৫৩
মতিঝিল বলেছেন: ..........."বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল এবং প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির দ্বায়িত্ব ছিল আর অনেক আগেই গুম, খুনের এই ঘটনাগুলোর তীব্র প্রতিবাদ করা। যা তারা করেননি। চৌধুরী আলম গুম হয়ে যাবার পর যদি তারা ভাল একটা আন্দোলন গড়ে তুলতে পারতেন তাহলে আজ হয়ত আর কোন মায়ের বুক খালি হতো না। গুম হয় যেতেন না আল মুকাদ্দাস বা ওয়ালিউল্লাহ কিংবা ইলিয়াস আলী!!!.............."
১০০% সহমত। সুন্দর বলেছেন। প্রতিটি জীবনই মূল্যবান। সাধারণ নাগরিক হোক আর পরিচিত প্রভাবশালী কেউ হোক। চৌধুরী আলম বা এমন অনেকেই নিখোঁজ হওয়ার পর তারা আর ফিরে আসেনি। তাদের খবর কেন নিচ্ছি না আমরা। কেন তাদের জন্য আন্দোলন বা হরতাল হয় না?
৪| ০৯ ই মে, ২০১২ দুপুর ১২:৫৫
মতিঝিল বলেছেন: ..........."বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল এবং প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির দ্বায়িত্ব ছিল আর অনেক আগেই গুম, খুনের এই ঘটনাগুলোর তীব্র প্রতিবাদ করা। যা তারা করেননি। চৌধুরী আলম গুম হয়ে যাবার পর যদি তারা ভাল একটা আন্দোলন গড়ে তুলতে পারতেন তাহলে আজ হয়ত আর কোন মায়ের বুক খালি হতো না। গুম হয় যেতেন না আল মুকাদ্দাস বা ওয়ালিউল্লাহ কিংবা ইলিয়াস আলী!!!.............."
১০০% সহমত। সুন্দর বলেছেন। প্রতিটি জীবনই মূল্যবান। সাধারণ নাগরিক হোক আর পরিচিত প্রভাবশালী কেউ হোক। চৌধুরী আলম বা এমন অনেকেই নিখোঁজ হওয়ার পর তারা আর ফিরে আসেনি। তাদের খবর কেন নিচ্ছি না আমরা। কেন তাদের জন্য আন্দোলন বা হরতাল হয় না?
৫| ০৯ ই মে, ২০১২ বিকাল ৪:৩৬
মুনাজির বলেছেন: আমারও ধারণা তাই, তাইলে হয়তো সরকার এসব কাজে এগুতে এতটা সাহস করত না।
৬| ০৯ ই মে, ২০১২ বিকাল ৪:৫২
মতিঝিল বলেছেন: @ তিস্তারচর,
দুঃখিত, ব্রাউজার ঠিকমত কাজ না করায় আমার একই মন্তব্য কয়েকবার এসেছে।
শেষেরগুলো ডিলিট করে ফেলুন। ধন্যবাদ।
৭| ০৯ ই মে, ২০১২ বিকাল ৫:৩৭
সারথী মন বলেছেন: ঐ সময় আওয়ামী গুন্ডারা আরো বেসেয়ে ডেস্পারেট ছিল।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১২ দুপুর ১২:৪৮
মতিঝিল বলেছেন: ..........."বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল এবং প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির দ্বায়িত্ব ছিল আর অনেক আগেই গুম, খুনের এই ঘটনাগুলোর তীব্র প্রতিবাদ করা। যা তারা করেননি। চৌধুরী আলম গুম হয়ে যাবার পর যদি তারা ভাল একটা আন্দোলন গড়ে তুলতে পারতেন তাহলে আজ হয়ত আর কোন মায়ের বুক খালি হতো না। গুম হয় যেতেন না আল মুকাদ্দাস বা ওয়ালিউল্লাহ কিংবা ইলিয়াস আলী!!!.............."
১০০% সহমত। সুন্দর বলেছেন। প্রতিটি জীবনই মূল্যবান। সাধারণ নাগরিক হোক আর পরিচিত প্রভাবশালী কেউ হোক। চৌধুরী আলম বা এমন অনেকেই নিখোঁজ হওয়ার পর তারা আর ফিরে আসেনি। তাদের খবর কেন নিচ্ছি না আমরা। কেন তাদের জন্য আন্দোলন বা হরতাল হয় না?