নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নদীর নাম

মুক্ত আকাশ দেখব বলে বয়ে চলা। আকাশ কেন মুক্ত হয় না।

তিতাস একটি নদীর নাম

নদীর মত বয়ে চলা--এ প্রান্ত থেকে ও প্রান্ত। দিগন্ত দেখা হয় না। কিন্তু উৎস পিছু টানে। ফিরে যেতে পারি না। একবার যার চলন শুরু হয়েছে সে যে আর ফিরে যেতে পারে না। এইতো নদীর নিয়ম।

তিতাস একটি নদীর নাম › বিস্তারিত পোস্টঃ

শিক্ষক হিসেবে প্রথম দিন (বাসা থেকে ক্যাম্পাস)

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৯

ক'দিন আগে দেশে গেছিলাম চাকুরীর ইন্টারভিউ দিতে--তাও আবার সরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

বিদেশের ভাল চাকুরীটা ছেড়ে যেতে মন চাইছিল না কিন্তু দেশ যে টানে--দেশে থাকতে মন চায়।



এম্বুলেন্সে করে বাসায় ফিরতে হয়েছিল হরতালের কারনে।



তো চাকুরী পেলাম। জয়েন করলাম।

প্রথম দিন ক্যাম্পাসে যাব। তেমন একটা উত্তেজনা কাজ করছিল না। ঢাকা থেকে গাজীপুর যেতে হবে সকাল বেলা এইটাই ভাবনাতে ছিল। ডিপার্টমেন্ট থেকে বলেছে সকাল ৯ টার মধ্যে উপস্থিত হতে।



নিজের বাসা নেই ঢাকাতে। ভাই আর মামার বাসায় আসা-যাওয়া করি। কখন কার বাসায় থাকি তার কোন ঠিক নেই। ভেবেছি সবকিছু হাতের কাছেই আছে।



বিধি বাম।

সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি রেজার নেই, সু নেই, পারফ্যুম নেই--আরো কত কি নেই!!!



ওয়ান টাইম রেজার কিনে নিয়ে এসে কাজ সারলাম। এতো সকালে একটা মাত্র দোকান খোলা ছিল।



নরমাল শার্ট আর প্যন্টের সাথে স্যান্ডেল পড়ে বের হতে হলো--যদিও কোনভাবেই মন চাইছিল না এভাবে যাই।



৭টা ৩০ এ বাসে উঠলাম। সারাক্ষন মনটা খুঁত খুঁত করতে থাকল সু পরিনি বলে।



গাজীপুর চৌরাস্তায় নামলাম তখন ৯টা বাজে। প্রথম দিনেই দেরী হবে ভেবে খারাপ লাগছিল। বাস থেকে নেমে কোনভাবেই ভাল লাগছিল না স্যান্ডে্লের কারনে।



না এভাবে যাওয়া যায় না।

আসে-পাশে বাটা দোকানের খোঁজ করতে লাগলাম। পেয়েও গেলাম। দোকানীরা তখনো দোকান সাজায়নি। আস্তে আস্তে খুলছে। সাজাচ্ছে। আমাকে দেখে লাইট অন করল।



২৩৫০ টাকা দিয়ে সু আর মোজা কিনে পরলাম।

তারপর স্যান্ডেল বাটার ব্যাগে নিয়ে অটোতে উঠলাম। উঠে চিন্তা করলাম বাটার বাক্স নিয়ে ক্যাম্পাসে যাব!!!!



গেলাম।

বড় এক ভাইয়ের ডিপার্টমেন্টে গেলাম। ওনার রুমে বাক্স রেখে তড়িঘড়ি করে ডিপার্টমেন্টে গেলাম।



তখন প্রায় ১০টা বাজতে ২০ মিনিট বাকী।

আমিসহ ৫ জন শিক্ষকের মাঝে মাত্র ২ জনকে পেয়েছি। দেরীতে যাওয়ার ভয়টা কেটে গেছে।

মন্তব্য ৪৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪১

আরেফিন রিমন বলেছেন: ভাই কোন ভার্সিটিতে আছেন?

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

তিতাস একটি নদীর নাম বলেছেন: ওখানকার একটা সরকারী বিশ্ববিদ্যালয়ে।
নামতো খুব গুরুত্বপূর্ণ কিছু না!!

২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৯

ম্যাংগো পিপল বলেছেন: তারপর..........

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ
তার আর পর নাই---

৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৪

("_") বলেছেন: সরকারী বিশ্ববিদ্যালয় না বলে, পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন। মানে কয়দিন পরেই বলবেন। আর হ্যাঁ অভিনন্দন। সাবধান থাইকেন স্টুডেন্ট কিন্তু খুবই ত্যাঁদড়।
ক্লাস লেকচার গুছিয়ে নিবেন, জুতা আর মোজার মত যেন না হয়!

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪২

তিতাস একটি নদীর নাম বলেছেন: সাবধান থাইকেন স্টুডেন্ট কিন্তু খুবই ত্যাঁদড়।
ক্লাস লেকচার গুছিয়ে নিবেন, জুতা আর মোজার মত যেন না হয়!


কথার সাথে পূর্ণ সহমত।
আমিও এটাই বলতে চেয়েছিলাম।
কোন গুরুত্বপূর্ণ কাজে বের হবার আগের রাতে সব কিছু ঠিক্টহাক রেখে ঘুমুতে যাওয়া উচিত।

৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৮

পথের পাঁচ . .. বলেছেন: ভাইয়ার অনুভূতি এই প্রজন্তই শেষ ,
আবার কখনো প্রেমানুভুতি জাগলে তখন লিখবে
:P

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনুভূতির সবেতো শুরু। ওই যে শুরুতে লিখেছিলাম বাসা থেকে ক্যাম্পাস পর্যন্ত। তাই আর বিশেষ কিছু লিখি নাই।
অন্য কোন একদিন লিখব।

বিয়ে করে সংসারী হয়েছি। তাই প্রেমানুভূতির ব্যাপার এখন নেই।

৫| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৬

ঝটিকা বলেছেন: স্যান্ডেল পড়ে গেলেও ক্ষতি ছিল না কিছু। যাক চাকরিটা পেয়েছেন এটা বড় কথা। অভিনন্দন আপনাকে।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

তিতাস একটি নদীর নাম বলেছেন: প্রথম দিন বলে কথা।
তাই কেমন যেন লাগছিল।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ

৬| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৪

আল ইফরান বলেছেন: আপনার যাত্রা শুভ হোক :) :) :)

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!!

৭| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন:

অভিনন্দন নিন !:#P

আপনার শিক্ষক হবার খবরটা জেনে খুবই ভালো লাগলো ।।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৫

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

শিক্ষক হিসেবে যেন ভাল করতেপারি সেই দোয়া করবেন

৮| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫

লিন্‌কিন পার্ক বলেছেন:
স্যার হয়া গেছেন বেশ ভাল ! ;)

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৩

তিতাস একটি নদীর নাম বলেছেন: হুম স্যার হইয়া গেলাম আপনাদের দোয়াতে

৯| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৮

কালোকাক বলেছেন: বুঝতে পারছি, আপনার ক্যাম্পাস হলো ডুয়েট।

কোন সাবজেক্টে এ আছেন?

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৪

তিতাস একটি নদীর নাম বলেছেন: ডুয়েট না। হলো না।
ক্যাম্পাস কোনটা সেটাতো গুরুত্বপূর্ণ না। কি বলেন!!

বায়োটেক

১০| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৯

অন্ধ আগন্তুক বলেছেন: শুভেচ্ছা , দারূণ শিক্ষক হবেন , এই প্রত্যাশায় ।

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৫

তিতাস একটি নদীর নাম বলেছেন: আপনার প্রত্যাশামত যেন সফলকাম হতে পারি দোয়া করবেন।

১১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২

পথের পাঁচ . .. বলেছেন: ভাইয়া কাহিনী তা এতই অসম্পূর্ণ যে আপনি
কোন ফাঁকে বিয়ে করলেন টের ই পাইনি :P

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০

তিতাস একটি নদীর নাম বলেছেন: :P :P :P :P

টের পাইলেতো বিয়েতে হাজির হইতেন। কি দিয়া খাওয়াইতাম। মাস্টর মানুষ টাকা-পইসা নাই!!!

১২| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শুভ কামনা রইল।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০

তিতাস একটি নদীর নাম বলেছেন: শুভকামনা ধন্যবাদের সহিত গৃহিত হলো।

১৩| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮

এম হুসাইন বলেছেন: অনেক অনেক শুভকামনা থাকলো।
ভালো থাকুন।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক ধন্যবাদ---আপনাদের দোয়াই কাম্য

১৪| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৬

সরকার আলী বলেছেন: অনেক অনেক অভিনন্দন আপনাকে।

স্বগোত্রীয়তা আরও নিকটবর্তী হলো !!!


বহারহাল, বশেমুরকৃবি'র বায়োটেক বিভাগে আমার হলের এক কনিষ্ঠ আছে শাহ মোহাম্মদ নাইমুল ইসলাম (নাইম) নামে।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
বাকৃবি'র ৫০ বছরের অনুষ্ঠানের ছবিতো আপনিই দিয়েছিলেন।

সেদিন আমি আর নাঈম ডিপার্টমেন্টে ছিলাম। অবশ্য নাঈমকে এতো কাহিনী বলিনি।

১৫| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২

আলাউিদ্দন আিরফ বলেছেন: বশেমুরকৃবি'
লেখক মহোদয় নামটা বলতে চাইছিলেন না, কিন্তু প্রকাশ হয়ে পড়লো, এটা দুঃখজনক

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৩

তিতাস একটি নদীর নাম বলেছেন: বলতে চাইছিলাম না কোন কারনে নয়-এমনিতেই।
তবে দুঃখজনক নয়।

ধন্যবাদ আপনাকে।

১৬| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪

মাহমুদা সোনিয়া বলেছেন: একই রকম অভিজ্ঞতা আমারও আছে। সো বুঝতে পারছি, হাও ইউু ফেল্ট। :P :P
অভিনন্দন রইল।

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সময়-সুযোগ করে পড়ার জন্য।

আসলেই এই রকম পরিস্থিতির ভিতর দিয়ে না গেলে বুঝা যায় না কেমন লাগে।

দোয়ার করবেন সফল যেন হই।

১৭| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৮

আমি কবি নই বলেছেন: শুভ কামনা থাকলো। আমার প্রথম TA গিরি করছি এইবার, আপনার মতই নার্ভাস ছিলাম। আর আমেরিকান আন্ডারগ্রাড গুলাযে কি রকম ত্যাদড় হয় তা বলে বোঝানো যাবেনা। :( :(

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক ধন্যবাদ।
আমি দক্ষিন কোরিয়াতে ক্লাস নিয়েছি কিছুদিন। ওরা অনেক ভদ্র। ক্লাসে দুষ্টামি করে কম আর রাস্তায় দেখলে সালাম দেয় এতো সুন্দর করে খুব ভাল লাগে তখন।

১৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৯

কালোপরী বলেছেন: :)

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪

তিতাস একটি নদীর নাম বলেছেন: :) :) :)

১৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৩

আরমিন বলেছেন: অভিনন্দন তিতাস দা! :)

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক ধন্যবাদ।
কেমন আছ তুমি?

২০| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪১

একজন ঘূণপোকা বলেছেন: যাত্রা শুভ হোক

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫

তিতাস একটি নদীর নাম বলেছেন: ধন্যবাদ

২১| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

আশিকুজ্জামান পিয়াশ বলেছেন: আসসালামুয়ালাইকুম স্যার :)

২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২০

তিতাস একটি নদীর নাম বলেছেন: ওয়ালাইকুমাসসালাম

২২| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

বাকপটু বলেছেন: আপনার পড়া বুঝলাম না

আরেকবার বুঝান :P :P


অভিনন্দন

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৪

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক ধন্যবাদ।
আজকের যুগের পোলাপাইনতো স্বীকারই করে না যে পড়া বুঝে না।
যাক তোমাকে বোঝানো আমার দায়িত্ব।

চেম্বারে আইসো!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.