![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাই সব যুবক মুসুল্লিগণ, কালকে আপনারা অনেকেই যাবেন জুম্মার নামাজে, ধর্মীয় অনুভূতির সঙ্গে আল্লাহ তায়ালার কাছে একসঙ্গে প্রার্থনা জানাতে। আর সেই সুজোগে নামাজ শেষ না হতেই পেছন থেকে নারায় তকবি শ্লোগান তুলে জামাত শিবির এতো জনগণের জামায়েত কে অটো জনসভা করতে এই সুবিধাটা কাজে লাগাবে।
তাই আপনাদের সবার প্রতি আহবান :
কয়েক জন যুবক মুসুল্লি আগে থেকেই যুক্তিকরে নামাযের লাইনের শেষে দাঁড়ান, দরকার হলে সঙ্গে কাঁচা লাঠি রাখুন। নামাজ শেষ হবার আগেই ওরা শ্লোগান তুলে নামাজে কোন ধরনের ব্যঘাত ঘটাতে চাইলে সবাই এক সঙ্গে প্রতিরোধ করুন। সাবধান একা কিছু বলতে যাওয়া সাংঘাতিক বোকামি হবে। ওরা সঙ্গে হাতুরি রাখে, এক আঘাতই কিন্তু আপনার অবস্থা কেরোসিন করে ফেলতে পারে।
দরকার হলে আগে ভাগেই এব্যপারে মসজিদের মাইকে মুসুল্লিদের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে রাখুন, এদে ওদের মনোবল কমিয়ে দেয়া সম্ভব হবে।
কালকে শুক্রবার দেশের চার লক্ষ মসজিদ থেকে নাকি জঙ্গি কর্মসূচী দেওয়া হবে প্রজন্ম চত্বর সহ সারা দেশের নানা জায়গাতে যে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছে তার বিপক্ষে । ওলামা মাশায়েখ পরিষদ কিংবা ফরেয়াজি আন্দোলন আলেম পরিষদ এইরকম নানা ব্যানারের আড়ালে মূলত জামা শিবির এই কর্মসূচীগুলি পরিচালিত করবে কালকে ।
এই পুরা প্রক্রিয়ায় একটা বিষয় লক্ষ্যণীয় যে সকল ব্লগারদের নাস্তিক মুরতাদ আখ্যা দিয়ে তাদের জ্যান্ত কবর দেওয়ার কিংবা পুড়িয়ে মারার মতো অশ্লীল খিস্তিখেউর গুলি করার জন্যে সব সময় আলেম ওলামা মাশায়েখদের ব্যানারকেই ব্যবহার করে । ইসলামি ছাত্র শিবির কিন্তু প্রজন্ম চত্বরে আন্দোলন আরম্ভ হয় তখন এইটাকে তারুণ্যের জয়গান কিন্তু দেশের সকল জাতীয় ইস্যু সমস্যা এইখানে সংযুক্ত হওয়া উচিত এইরকম কিসিমের একটা সুশীলয় প্রেস বিজ্ঞপ্তি ছেড়েছিলো কয়েকদিন আগে । পুড়িয়ে দেওয়া গুড়িয়ে মতো উগ্র কথাবার্তা জন্যে তারা বাকি ছোটো ইসলামি দলদের কাজে লাগাতে চায় ।
তাদের রাজনীতির কুৎসিত কদর্য কাজকামগুলি তারা ওলামাদের ব্যানারে করতে চায় । এই ট্রেণ্ড ২০০১ সালেও জামাত বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো তখনো দেখা গেছে জেএমবির মতো বাংলা ভাই শায়খদের উথানের নেপথ্যে জামাত নেতা নিজামি এবং আলি আহসান মুজাহিদের অবদান কম ছিলো না । কিন্তু যখন তাদের জঙ্গি তৎপরতায় দেশে বিদেশে নিন্দার ঝড় উঠল আইনি পদক্ষেপ গ্রহনের জন্য বিএনপি জামাত জোট সরকারের উপর প্রেসার আসলো । তখন দেখা গেলো জঙ্গি পৃষ্ঠপোষকতার জন্যে আহলে হাদীসের লোকেরাই খালি জেলে যেতে থাকলেন । জামাতি ওয়াজি নেতা সাঈদী বাংলা হবে আফগান আমারা হবো তালেবান বলে একটা সময় স্লোগান দিতেন তাকেই দেখা গেলো সুর পাল্টে জেএমবির সকলকে গরু ঝুলানোর দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে ফাঁসি দেওয়ার আহবাণ জানাতে । জামাতের রাজনীতির ধরন বিশ্লেষণ করলে এইটা পরিস্কার যে তারা নিজেরা মুসলিম মডারেট ডেমোক্রেট পার্টি ইমেজ পছন্দ করে ।
ব্লগারদের বিরুদ্ধে কালকের যে কর্মসূচী হচ্ছে জামাত শিবির নিজের ব্যানারে করছে না একটাই কারণে তারা ভালো করেই জানে এই কর্মসূচীতে পাবলিকের তাদের প্রতি ঘৃণা আর তীব্র হবে । তারা আশা করছে যে বাকি কওমি দেওবন্দি সালাফি কিংবা আহলে হাদিসপন্থি ধার্মিক লোক আছে তাদেরকে ক্ষেপীয়ে ফ্রন্টলাইনে পাঠিয়ে জাগরণ মঞ্চের সাথে তাদের একটা সংঘর্ষ বাঁধানো
জামাত শিবিরের বর্তমান অবস্থা হচ্ছে ডুবন্ত জাহাজের মতো , এখন বড় প্রশ্ন হচ্ছে সুবিধাবাদী জামাতের রক্ষার্থে রাজপথে নেমে বাকি ইসলামি সংগঠনগুলি কি নিজেদের গায়ে রাজাকারের কালিমা লাগাবে নাকি তাদের থেকে দূরত্ব বজায় রেখে প্রজ্ঞার পরিচয় দিবে । গণজাগরণের মঞ্চে যারা সক্রিয় তারা বেশিরভাগেই চারিত্রিক দিক দিয়ে উদারবাদী মুক্তমনা রক্ষণশীল মানুষ তারা না তবে তারা তাদের পক্ষ থেকে যতোটা সম্ভব ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা প্রদর্শনে সচেষ্ট । ধার্মিক রক্ষণশীল অথচ রাজাকারদের পক্ষে সাফাই গায় না এমন মানুষদের দাবিগুলির প্রতি তারা লক্ষ্য রাখছে , একদিকে জনমানুষের ঘৃণার দ্রোহের দগ্ধ কোনঠাসা জামাত শিবির অন্যদিকে স্বাধীন স্বপক্ষের জনশক্তির বিপ্লবী সমাবেশ । সকল নন জামাতি ইসলামি সংগঠনকে সিদ্ধান্ত নিতে হবে তারাও কোনদিকে যাবে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে তাদেরকেও জামাতের মতো ঘৃণার পাত্রে পরিননত হতে হবে বল এখন তাদের কোর্টে ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
চিগিমিকি বলেছেন: প্রতিরোধ করুন একসঙ্গে !
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২
ফয়ছাল আহমেদ বলেছেন: bal marka p0st kal jamat a bikkob dake na rei vudai
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
চিগিমিকি বলেছেন: অপনি কি ওদের পক্ষ হয়ে কথা গুলো বললেন ?
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৫
মাঞ্জু বলেছেন: নামাজ শেষ হবার আগেই ওরা শ্লোগান তুলে নামাজে কোন ধরনের ব্যঘাত ঘটাতে চাইলে সবাই এক সঙ্গে প্রতিরোধ করুন
দাদা ! কোনদিন জুম্মার নামাজে মসজিদে গেছিলেন ?
বাংলাদেশে কোন শালার এমন সাহস আছে যে নামাজ শেষ হবার আগে শ্লোগান তোলাতো দূর একটা চিৎকার দিবে !
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
চিগিমিকি বলেছেন: ক্যান শেওড়া পাড়ার ঘটনা আপনার জারা নাই !
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
বলশেভিক বলেছেন: দাদা এটা ভাড়ত না।আমরা এখনো গরু খাই।নামাজ নিয়ে কথা বার্তা না বলে পুজোতে মন দিন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
চিগিমিকি বলেছেন: এই ব্যটা রাজাকারের বাচ্চা কারে কি কস তুই কি মুসল মান
ধর্মনিয়া আর কতদিন ব্যবসা করবি শয়তানের দল
তোদের দিন শেষ হয়ে আসছে
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
চিগিমিকি বলেছেন: এই দ্যাখ Click This Link
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
অঝর বর্ষণ বলেছেন: আগামি কালের কর্মসূচি দিয়েছে এন্টী জামাত -ইসলামী দল সমূহ। এদের ব্যাপারে কারো অভিযুগ তেমন একটা নাই। শুতুরাং সস্তা কথা থেকে বিরত থাকুন, রাসুল (সঃ) কে নিয়ে অপমানজনক কথার প্রতিবাদে এই কর্মসূচি । নাস্তিক ও নাস্তিক প্রেমিকদের সুড়সুড়ি শুরু হয়ে গেছে
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
চিগিমিকি বলেছেন: এরা সবাই ভাই ভাই
ধরা পড়লে রক্ষা নাই !
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
অঝর বর্ষণ বলেছেন: মিয়াও মিয়াও .।.।.।.।.।.।. সবার আগে নিজ ধর্ম। তারপর পলিটিক্স ।যারা মহানবি কে গালাগালি করে এরা ধরা পড়লে রক্ষা নাই
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
চিগিমিকি বলেছেন: তুই ছাগু সেইটা প্রমান করলি
নব্যরাজাকার, তুই নাজাকারের বাচ্চা পাকি বার্যজাক পাকিস্থানে চলে যা দেখ তোদের বাপেরা রাখে কিনা .
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
অঝর বর্ষণ বলেছেন: কে ছাগু !!! আমি কি বললাম আর বস্তির পোলা কি কয়। আরে হারামজাদা আগে দেখ আমি কি বলছি। লেখাপড়া জানা আছে ? মানুষের সাতে কি ভাবে কথা বলতে হয় জানস ? নেট কানেকশন আছে তাই বলে যা ইচ্ছা তা বলবে ? তরে জনম দিছে যেটা সেইটার ই ভুল । দুনিয়া টে আসার আগে কেন মরলে না নাস্তিক ের বাচ্চা ।দূর হ শয়তান মালাউন
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
চিগিমিকি বলেছেন: এই শয়তানের বাচ্চা লুটের টাকায় আমি ধনি হই নাই
লুটের টাকায় পড়াশুনাই করি নাই
গলায় পাড়া মেড়ে যেদিন তোদের ৭১এর লুটের টাকা উদ্ধার করা হবে সেদিন আর কাউকে বস্তির পোলা বা মুর্খ বলার আর সাহস পাবি না,
আর তোদের মোত ধর্মনিয়া ব্যপসা করার জন্য পোস্ট দেই নাই
সাহস থাকলে বল কালকে কোন মসজিদে মিছিল করবি
তোর বাপে রাজাকার ও পরিচয় সাহস থাকলে দে এই খানে
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
নষ্ট ছেলে বলেছেন: লেখক বলেছেন: এরা সবাই ভাই ভাই
ধরা পড়লে রক্ষা নাই !
নিজের ছাগুত্বের প্রমাণ দিলি।
অন্য সব ইসলামী দলের সাথে জামাতর মিলাইতে পারলে তগো ভাল সুবিধা হয়।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১
চিগিমিকি বলেছেন: তুই রাজাকার
ইসলাম নিয়া আর কত ব্যপসা করবি
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
ভুদাই আমি বলেছেন: আব্বাদের বাচাতে যতই ল্যাদা ল্যাদি করিস না কেন কোন লাভ হবে ন।
ক তে কাদের মোল্লা
তুই রাজাকার তুই রাজাকার।।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
চিগিমিকি বলেছেন:
কালকে শুক্রবার দেশের চার লক্ষ মসজিদ থেকে নাকি জঙ্গি কর্মসূচী দেওয়া হবে প্রজন্ম চত্বর সহ সারা দেশের নানা জায়গাতে যে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছে তার বিপক্ষে । ওলামা মাশায়েখ পরিষদ কিংবা ফরেয়াজি আন্দোলন আলেম পরিষদ এইরকম নানা ব্যানারের আড়ালে মূলত জামা শিবির এই কর্মসূচীগুলি পরিচালিত করবে কালকে ।
এই পুরা প্রক্রিয়ায় একটা বিষয় লক্ষ্যণীয় যে সকল ব্লগারদের নাস্তিক মুরতাদ আখ্যা দিয়ে তাদের জ্যান্ত কবর দেওয়ার কিংবা পুড়িয়ে মারার মতো অশ্লীল খিস্তিখেউর গুলি করার জন্যে সব সময় আলেম ওলামা মাশায়েখদের ব্যানারকেই ব্যবহার করে । ইসলামি ছাত্র শিবির কিন্তু প্রজন্ম চত্বরে আন্দোলন আরম্ভ হয় তখন এইটাকে তারুণ্যের জয়গান কিন্তু দেশের সকল জাতীয় ইস্যু সমস্যা এইখানে সংযুক্ত হওয়া উচিত এইরকম কিসিমের একটা সুশীলয় প্রেস বিজ্ঞপ্তি ছেড়েছিলো কয়েকদিন আগে । পুড়িয়ে দেওয়া গুড়িয়ে মতো উগ্র কথাবার্তা জন্যে তারা বাকি ছোটো ইসলামি দলদের কাজে লাগাতে চায় ।
তাদের রাজনীতির কুৎসিত কদর্য কাজকামগুলি তারা ওলামাদের ব্যানারে করতে চায় । এই ট্রেণ্ড ২০০১ সালেও জামাত বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো তখনো দেখা গেছে জেএমবির মতো বাংলা ভাই শায়খদের উথানের নেপথ্যে জামাত নেতা নিজামি এবং আলি আহসান মুজাহিদের অবদান কম ছিলো না । কিন্তু যখন তাদের জঙ্গি তৎপরতায় দেশে বিদেশে নিন্দার ঝড় উঠল আইনি পদক্ষেপ গ্রহনের জন্য বিএনপি জামাত জোট সরকারের উপর প্রেসার আসলো । তখন দেখা গেলো জঙ্গি পৃষ্ঠপোষকতার জন্যে আহলে হাদীসের লোকেরাই খালি জেলে যেতে থাকলেন । জামাতি ওয়াজি নেতা সাঈদী বাংলা হবে আফগান আমারা হবো তালেবান বলে একটা সময় স্লোগান দিতেন তাকেই দেখা গেলো সুর পাল্টে জেএমবির সকলকে গরু ঝুলানোর দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে ফাঁসি দেওয়ার আহবাণ জানাতে । জামাতের রাজনীতির ধরন বিশ্লেষণ করলে এইটা পরিস্কার যে তারা নিজেরা মুসলিম মডারেট ডেমোক্রেট পার্টি ইমেজ পছন্দ করে ।
ব্লগারদের বিরুদ্ধে কালকের যে কর্মসূচী হচ্ছে জামাত শিবির নিজের ব্যানারে করছে না একটাই কারণে তারা ভালো করেই জানে এই কর্মসূচীতে পাবলিকের তাদের প্রতি ঘৃণা আর তীব্র হবে । তারা আশা করছে যে বাকি কওমি দেওবন্দি সালাফি কিংবা আহলে হাদিসপন্থি ধার্মিক লোক আছে তাদেরকে ক্ষেপীয়ে ফ্রন্টলাইনে পাঠিয়ে জাগরণ মঞ্চের সাথে তাদের একটা সংঘর্ষ বাঁধানো
জামাত শিবিরের বর্তমান অবস্থা হচ্ছে ডুবন্ত জাহাজের মতো , এখন বড় প্রশ্ন হচ্ছে সুবিধাবাদী জামাতের রক্ষার্থে রাজপথে নেমে বাকি ইসলামি সংগঠনগুলি কি নিজেদের গায়ে রাজাকারের কালিমা লাগাবে নাকি তাদের থেকে দূরত্ব বজায় রেখে প্রজ্ঞার পরিচয় দিবে । গণজাগরণের মঞ্চে যারা সক্রিয় তারা বেশিরভাগেই চারিত্রিক দিক দিয়ে উদারবাদী মুক্তমনা রক্ষণশীল মানুষ তারা না তবে তারা তাদের পক্ষ থেকে যতোটা সম্ভব ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা প্রদর্শনে সচেষ্ট । ধার্মিক রক্ষণশীল অথচ রাজাকারদের পক্ষে সাফাই গায় না এমন মানুষদের দাবিগুলির প্রতি তারা লক্ষ্য রাখছে , একদিকে জনমানুষের ঘৃণার দ্রোহের দগ্ধ কোনঠাসা জামাত শিবির অন্যদিকে স্বাধীন স্বপক্ষের জনশক্তির বিপ্লবী সমাবেশ । সকল নন জামাতি ইসলামি সংগঠনকে সিদ্ধান্ত নিতে হবে তারাও কোনদিকে যাবে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে তাদেরকেও জামাতের মতো ঘৃণার পাত্রে পরিননত হতে হবে বল এখন তাদের কোর্টে ।
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
অঝর বর্ষণ বলেছেন: তোর বয়স কম । রক্ত গরম কিছু বুজস নাই এখনও। পড়া শুনা করে আগে মানুষ হও নাস্তিক হইস না মরলেও শান্তি পাবিনা। আগে শিখ কি ভাবে অপরিচিত মানুষ দের সাথে কথা বলতে হয়। সবার আগে শিক্ষা এই যেমন তোর ক্লাস চিনয়ে দিলি তুই কেমন ফাম্লির পোলা। এটা টিক না। মানুষ কে সম্মান করে কথা বললে অন্যজন তরে ও সম্মান করবে বুজলি। আমার সাথে কি তোর জায়গা জমি নিয়ে লাগছে? নাহ সেটা হয়নাই। তুই যাদের ঘৃণা করস আমি ও তাদের ঘৃণা করি অন্তর থেকে তাহলে এ ভাবে আমাকে পাকিস্তানে পাটয়ে দেবার কথা কেন বলসস। বয়স বারুক একটু আক্কল জ্ঞান হলে বুজতে পারবি কৌশল দিয়ে এদের পরাস্ত করতে হবে জুর দিয়ে নয়। এদের জর অনেক গভিরে তুই কি জানস ? এদের টাকা আছে সব কিনে নিবে ওরা তখন তুই কি করবি ??
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
চিগিমিকি বলেছেন: আমার বয়স কম আর তুই বাল পাকনা রাজাকার
আমার সমান পড়ালেখা তোর চৌদ্দগুষ্টির নাই
কালকে শুক্রবার দেশের চার লক্ষ মসজিদ থেকে নাকি জঙ্গি কর্মসূচী দেওয়া হবে প্রজন্ম চত্বর সহ সারা দেশের নানা জায়গাতে যে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছে তার বিপক্ষে । ওলামা মাশায়েখ পরিষদ কিংবা ফরেয়াজি আন্দোলন আলেম পরিষদ এইরকম নানা ব্যানারের আড়ালে মূলত জামা শিবির এই কর্মসূচীগুলি পরিচালিত করবে কালকে ।
এই পুরা প্রক্রিয়ায় একটা বিষয় লক্ষ্যণীয় যে সকল ব্লগারদের নাস্তিক মুরতাদ আখ্যা দিয়ে তাদের জ্যান্ত কবর দেওয়ার কিংবা পুড়িয়ে মারার মতো অশ্লীল খিস্তিখেউর গুলি করার জন্যে সব সময় আলেম ওলামা মাশায়েখদের ব্যানারকেই ব্যবহার করে । ইসলামি ছাত্র শিবির কিন্তু প্রজন্ম চত্বরে আন্দোলন আরম্ভ হয় তখন এইটাকে তারুণ্যের জয়গান কিন্তু দেশের সকল জাতীয় ইস্যু সমস্যা এইখানে সংযুক্ত হওয়া উচিত এইরকম কিসিমের একটা সুশীলয় প্রেস বিজ্ঞপ্তি ছেড়েছিলো কয়েকদিন আগে । পুড়িয়ে দেওয়া গুড়িয়ে মতো উগ্র কথাবার্তা জন্যে তারা বাকি ছোটো ইসলামি দলদের কাজে লাগাতে চায় ।
তাদের রাজনীতির কুৎসিত কদর্য কাজকামগুলি তারা ওলামাদের ব্যানারে করতে চায় । এই ট্রেণ্ড ২০০১ সালেও জামাত বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো তখনো দেখা গেছে জেএমবির মতো বাংলা ভাই শায়খদের উথানের নেপথ্যে জামাত নেতা নিজামি এবং আলি আহসান মুজাহিদের অবদান কম ছিলো না । কিন্তু যখন তাদের জঙ্গি তৎপরতায় দেশে বিদেশে নিন্দার ঝড় উঠল আইনি পদক্ষেপ গ্রহনের জন্য বিএনপি জামাত জোট সরকারের উপর প্রেসার আসলো । তখন দেখা গেলো জঙ্গি পৃষ্ঠপোষকতার জন্যে আহলে হাদীসের লোকেরাই খালি জেলে যেতে থাকলেন । জামাতি ওয়াজি নেতা সাঈদী বাংলা হবে আফগান আমারা হবো তালেবান বলে একটা সময় স্লোগান দিতেন তাকেই দেখা গেলো সুর পাল্টে জেএমবির সকলকে গরু ঝুলানোর দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে ফাঁসি দেওয়ার আহবাণ জানাতে । জামাতের রাজনীতির ধরন বিশ্লেষণ করলে এইটা পরিস্কার যে তারা নিজেরা মুসলিম মডারেট ডেমোক্রেট পার্টি ইমেজ পছন্দ করে ।
ব্লগারদের বিরুদ্ধে কালকের যে কর্মসূচী হচ্ছে জামাত শিবির নিজের ব্যানারে করছে না একটাই কারণে তারা ভালো করেই জানে এই কর্মসূচীতে পাবলিকের তাদের প্রতি ঘৃণা আর তীব্র হবে । তারা আশা করছে যে বাকি কওমি দেওবন্দি সালাফি কিংবা আহলে হাদিসপন্থি ধার্মিক লোক আছে তাদেরকে ক্ষেপীয়ে ফ্রন্টলাইনে পাঠিয়ে জাগরণ মঞ্চের সাথে তাদের একটা সংঘর্ষ বাঁধানো
জামাত শিবিরের বর্তমান অবস্থা হচ্ছে ডুবন্ত জাহাজের মতো , এখন বড় প্রশ্ন হচ্ছে সুবিধাবাদী জামাতের রক্ষার্থে রাজপথে নেমে বাকি ইসলামি সংগঠনগুলি কি নিজেদের গায়ে রাজাকারের কালিমা লাগাবে নাকি তাদের থেকে দূরত্ব বজায় রেখে প্রজ্ঞার পরিচয় দিবে । গণজাগরণের মঞ্চে যারা সক্রিয় তারা বেশিরভাগেই চারিত্রিক দিক দিয়ে উদারবাদী মুক্তমনা রক্ষণশীল মানুষ তারা না তবে তারা তাদের পক্ষ থেকে যতোটা সম্ভব ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা প্রদর্শনে সচেষ্ট । ধার্মিক রক্ষণশীল অথচ রাজাকারদের পক্ষে সাফাই গায় না এমন মানুষদের দাবিগুলির প্রতি তারা লক্ষ্য রাখছে , একদিকে জনমানুষের ঘৃণার দ্রোহের দগ্ধ কোনঠাসা জামাত শিবির অন্যদিকে স্বাধীন স্বপক্ষের জনশক্তির বিপ্লবী সমাবেশ । সকল নন জামাতি ইসলামি সংগঠনকে সিদ্ধান্ত নিতে হবে তারাও কোনদিকে যাবে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে তাদেরকেও জামাতের মতো ঘৃণার পাত্রে পরিননত হতে হবে বল এখন তাদের কোর্টে ।
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
চিগিমিকি বলেছেন: ছাগু আইডি গুলা মেইল করলাম
[email protected]
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬
চিগিমিকি বলেছেন: Click This Link
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২
ওছামা বলেছেন: দেশের প্রবীনরা তরুদের অকর্মা বলছে বলে, তাই শূধু নিজেদের কর্মা প্রমান করার জন্যে নামকা-ওয়াস্তে আন্দোলোন করা উচিত না। শিখছে একখান শব্দ। শব্দের আক্ষরিক অর্থ তো শিখছে কিন্তু ভাবার্থ আর শিখে নায়…তাই সমানে না বুইঝা কিংবা কোনো কিছু পুরো না পইড়া নিজের মতো সমানে বকতেই আছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
চিগিমিকি বলেছেন: হ, খালি বকতেই আছৈ
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
যাযাবরমন বলেছেন: যারা মহানবি কে গালাগালি করে এরা ধরা পড়লে রক্ষা নাই বললেই ছাগু হয়ে যায়? তরা যে রাজাকারের নামে ইসলামের বিরুদ্ধে নামছিস তা প্রমান হইলো।
তুই যেমন তর ধর্ম পালন করছিস, দরকারে আমরাও ামাদের ধর্ম রক্ষায় সংগ্রাম করবো
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪
চিগিমিকি বলেছেন: ধর্ম নিয়া বেশী না লাফাইয়া উপরে নিচের বাল আরো বড় কইরা নিয়মিত সরিষার তেল মাকতে থাক চুদনা
১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭
কালবৈশাখীর ঝড় বলেছেন:
খুব ভাল বুদ্ধি দিয়ে লেখাটা লেখছিলেন, কিন্তু কতৃপক্ষ লেখাটি দেখে নি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫
চিগিমিকি বলেছেন: দেখেনি সেইটা ক্যমনে কই !
১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
বলশেভিক বলেছেন: মালুর বাচ্চা রিপোর্ট করে আমার একটা বাল ছিড়তে পারলে ছিড় মুতখোর।তোদের ষড়যতন্ত্রের দিন শেষ ভাদার বাচ্চা ভাদা।ভাড়ত মাতার ঠ্যাং এর চিপায়
আস্রয় নে তারাতারি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬
চিগিমিকি বলেছেন: তুই রাজাকারের বাচ্চা
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১
Palol বলেছেন: নামাযের লাইনের শেষে দাঁড়ান, দরকার হলে সঙ্গে কাঁচা লাঠি রাখুন। নামাজ শেষ হবার আগেই ওরা শ্লোগান তুলে নামাজে কোন ধরনের ব্যঘাত ঘটাতে চাইলে সবাই এক সঙ্গে প্রতিরোধ করুন