![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অত্যন্ত সাধারন মানুষ, কম্পিউটারের সামনে বসে থাকতে আমার খুব ভাল লাগে।যতক্ষন কম্পিউটারের সামনে থাকি ততক্ষন দুনিয়া হাতের মুঠোয় মনে হয়।ভাললাগে বন্ধুত্ব গড়তে আর প্রচন্ড খারাপ লাগে তখনই যখন আমাকে কেউ ভূল বোঝে।আমার বদভ্যাস সত্যিকথা গুলো আমি সামনা সামনিই বলে দিই। আমি সবার সাথে তাল মিলিয়েই চলার চেষ্টা করি। আমি আমার মা,ও দিদিদের প্রচন্ড রকমের ভালবাসী। তারা আমাকে উৎসাহ না দিলে আমি কখনই এতদূর আসতে পারতাম না।
বাসবেই ভালো,
আমাকে.........
বাসবেই ভালো,
সুপুরুষ নই যদিও রংটাও কালো.........
ভারতীয় শিল্পী নচিকেতার এই গানটি একজনের ক্ষেত্রে ১০০ভাগ সঠিক। আর সে দূরের কেউ না, সে হলো আমার কালো রংয়ের মোবাইল ফোনটি।কেন?এত ভালবাসী তাকে। সারাক্ষন কাছে না থাকলে কেমন জানি নেই নেই মনে হয়। রাতে ঘুমানোর সময়ও কাছে নিয়ে থাকি। যদিও কেউ ফোন করেনা তারপর ও আমার একটেল সিমটা পরিবর্তন করতে পারিনা। অনেকটা নিজের প্রয়োজনেই ভালবাসাটা বৃদ্ধি পেয়েছে। সকাল সন্ধা রাত্রি তিনবেলা মা,দিদিদের সাথে যোগাযোগ করতে পারিনা ও না থাকলে। আমি কি শুধু একাই ওর প্রেমে পড়েছি না আমার মত অনেকেই...........জানতে বড়ই সাধ হয়।
এই তুমি কি সেই.................................
২| ২৭ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫২
টিটু বিশ্বাস বলেছেন: আমার ও তাইগো ভাই
৩| ২৭ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫২
অচেনা বাঙালি বলেছেন: চালায় যান ওস্তাদ।
৪| ২৭ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৪
টিটু বিশ্বাস বলেছেন: ভারী ভারী শিষ্য না থাকলে কি চালায় যাওয়া যায়..............
চেষ্টার ত্রুটি করছি না।
৫| ২৭ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৫
নির্মলেন্দু পোদ্দার বলেছেন: কিরে কেল্লুস আমার চেয়ে ফোন তোর কাছে বড় হলো? হোক .......
৬| ২৭ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৩
টিটু বিশ্বাস বলেছেন: নাতো,
তোর কি হিংসা হচ্ছে।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫০
নিবিড় বলেছেন: হা আমার পার্টনার দুই জন
১।সেল ফোন ২। কম্পিউটার