![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অত্যন্ত সাধারন মানুষ, কম্পিউটারের সামনে বসে থাকতে আমার খুব ভাল লাগে।যতক্ষন কম্পিউটারের সামনে থাকি ততক্ষন দুনিয়া হাতের মুঠোয় মনে হয়।ভাললাগে বন্ধুত্ব গড়তে আর প্রচন্ড খারাপ লাগে তখনই যখন আমাকে কেউ ভূল বোঝে।আমার বদভ্যাস সত্যিকথা গুলো আমি সামনা সামনিই বলে দিই। আমি সবার সাথে তাল মিলিয়েই চলার চেষ্টা করি। আমি আমার মা,ও দিদিদের প্রচন্ড রকমের ভালবাসী। তারা আমাকে উৎসাহ না দিলে আমি কখনই এতদূর আসতে পারতাম না।
এক একটা দিন যায় আর ভাবি কবে সেই ছুটিটা পাবো, মানে সপ্তাহের শেষ দিনের ছুটি, একটা দিন কিন্ত আমার আর নোনার কাছে অনেক। দুজনের কর্মব্যস্ত জীবনে অনেকখানি সময় একসাথে কাটানো, বন্ধুদের এখনো বলায় হয়নি অনেক দিন পর লিখছি সবাই ভালো তো? নোনাকে চিন্তে পারলেন না তাই? ২০০৯ তে যে নোনার কথা লিখেছিলাম সেই তার সাথে আমার দাম্পত্য জীবন এক বছর হতে চললো।যা লিখছিলাম রবিবারের সকালটা আমাদের একটু দেরিতেই ঘুম ভাঙ্গে, তাই সকালে উঠে হালকা কিছু মুখে দিয়ে বাইকটা নিয়ে দুজনের ঘুরতে বেরিয়ে পড়া, এই আন্দামান আর নিকোবর দ্বীপটাতে বেরানো কোন জায়গার অভাব নেই...কখনো কারবিন কখনো চিড়িয়াটাপ্পু, কখনো ওয়ান্ডুর,রস আইল্যান্ড,বারাটাঙ,জিগ্রাটাঙ,এরকম অনেক জায়গা তবে আজ ওয়ান্ডুর যাব....সমুদ্র সৈকতের অপুরূপ সৈন্দর্য দেখতে... রস আইল্যান্ডের একটা ছবি আপলোড করলাম।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪
ত্ানজীর বলেছেন: সাপ্তাহিক ছুটিগুলোর জন্য আমিও অপেক্ষা করি।কিন্তু দিনটা বোধহয়ই খুব দ্রুত কেটে যায়।