নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোস্তাসিম প্রান্তিক

মোস্তাসিম

মোস্তাসিম প্রান্তিক

মোস্তাসিম › বিস্তারিত পোস্টঃ

নাচে দেশ দ্রোহী

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

যে স্বপ্ন বাঙলাদেশ দেখেছিলো চার দশক পূর্বে , সে স্বপ্ন গুলো আজ ও খাবি খায়, কেবলই খাবি খায় । যে গনতন্ত্র , সমাজতন্ত্র , ধর্মনিরপেক্ষতার জন্য রক্তাক্ত হয়েছিল বাংলার সবুজ জমিন সে গনতন্ত্র কখনো দেখেনি বাঙলাদেশ । সে সমাজতন্ত্র কখনো ফিরে আসেনি বাংলার বুকে । ধর্মনিরপেক্ষতা থেকেছে কেবলই স্বপ্ন হয়ে । তবু মৌলবাদিরা , দেশদ্রোহীরা গাড়ে আস্তানা । তাদের দোশর ধর্মান্ধরা পদদলিত করে জাতির পতাকা , ভাঙ্গে শহীদ মিনার । বীর বিক্রমে করে আস্ফালন । নানা বাহারী নামে তারা নামে রাজপথে , রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আঙ্গুল তোলে , চোখ রাঙ্গায় । এতো আমার প্রিয় স্বজনের রক্ত দিয়ে কেনা দেশ নয় । যেখানে দেশ দ্রোহী তার রক্ত লোলুপ জিহ্বা বের করে নানা ঢঙ্গে নাচে , কেবলই নাচে ।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.