নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

২০০৬-২০১৬

আলী

© ALI 2006, ALL Rights Reserved

আলী › বিস্তারিত পোস্টঃ

চট্টগ্রামে ডিসি হিল পার্কে কুলাঙ্গারদের অপকর্ম: জাতীয় কবির প্রতিকৃতিতে কালি লেপন!

২৩ শে আগস্ট, ২০০৬ সকাল ৭:১৭

চট্টগ্রামের অন্যতম সাংস্কৃতিক মিলন কেন্দ্র ডিসি হিল পার্কে জাতীয় কবি কাজী নজর"ল ইসলামের মু্যরালে কালি মেখে দিয়েছে কুলাঙ্গাররা। দিন কয়েক আগে নগরীর ব্যসত্দতম এলাকা নন্দন কাননের ডিসি হিল (নজর"ল স্কয়ার) পার্কের প্রবেশ পথে কবি নজর"লের মু্যরালে এই অপকর্ম করা হয়। কবিকে সম্মান জানাতেই ডিসি হিলের নামকরণ করা হয় নজর"ল স্কয়ার। পাহাড়ের তিনটি সীমানা প্রাচীরে মার্বেল পাথরে খচিত নজর"লের প্রতিকৃতিতে শোভা পাচ্ছে নজর"ল স্কয়ার যা তার (কবির) বিশালতা প্রকাশের প্রয়াস। ধারণা করা হচ্ছে, বাঙালি সংস্কৃতিবিদ্বেষী স্বাধীনতাবিরোধী চক্র কবির প্রতিকৃতিতে লেপন করেছে কালি।

এ ঘটনায় চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতি প্রেমীরা তীব্র ক্ষোভ ও ধিক্কার জানিয়েছেন। চট্টগ্রাম সাহিত্য সংস্কৃতি পরিষদ এ ঘটনার প্রতিবাদে সভা করেছে।

মানববন্দনও হয়েছে। কিন' কর্তৃপক্ষ নীরব। কবির প্রতিকৃতির কালি মোচনের কোনো উদ্যোগ নেই, কারা এই ঘৃণ্য অপকর্ম করেছে তাদের খুঁজে বের করার কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন।

প্রকারানত্দরে এই কালিমা, এই লজ্জা আমাদেরই।

চট্টগ্রামের ডিসি হিলের নজর"ল স্কয়ারে স্থাপিত জাতীয় কবি কাজী নজর"ল ইসলামের প্রতিকৃতি অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। গত সোমবার এক বিবৃতিতে নজর"লসঙ্গীত শিল্পী পরিষদের পক্ষ থেকে জানানো হয়, যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করতে চায় তাদের দ্বারাই এই জঘন্য কাজ করা সম্ভব।

বিবৃতিতে স্বাক্ষর করেন পরিষদের সাধারণ সম্পাদক এম এ মান্নান। এই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকাল সাড়ে 4টায় কবির মাজার থেকে প্রেসক্লাব পর্যনত্দ বিক্ষোভ মিছিল বের করবে নজর"লসঙ্গীত শিল্পী পরিষদ।

নজর"ল ইনস্টিটিউট এক বিবৃতিতে জানায়, একটি কুচক্রী মহল এই ঘৃণ্য অপকর্ম সংঘটিত করে নজর"লের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাইছে।

Collected:bhorerkagoj

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০০৬ দুপুর ১:২৯

বকলম বলেছেন: ঘটনা সত্যি হলে বলব খুবই দুঃখজনক।

নজরুল প্রেমীদের মধ্যে এমন কেউ কি নাই যারা শুধু প্রতিবাদ, ধিক্কার না জানিয়ে নিজে হোক বা পয়সা দিয়ে লোক লাগিয়ে হোক ওটা পরিস্কার করার ব্যবস্থা করতে পারে?!

২| ২৩ শে আগস্ট, ২০০৬ দুপুর ১:৩৫

পথিক!!!!!!! বলেছেন: কষ্ট পেলাম ।

৩| ২৩ শে আগস্ট, ২০০৬ দুপুর ১:৩৮

ঝরা পাতা বলেছেন: শেইম! কবে যে আমরা মানুষ হবো!!!!

৪| ২৩ শে আগস্ট, ২০০৬ দুপুর ১:৪৪

অতিথি বলেছেন: আল্লাহ মালুম কিহইছে দেশটার।

বকলম: আস্তমাইয়া আলী ভাইয়ের হটলিংকে থাকলে পরোবলেম কি? মাল ভালো হইলে খদ্দের অনেকেই থাকতে পারে। মুক্ত অর্থনীতির বাজার।

৫| ২৩ শে আগস্ট, ২০০৬ দুপুর ১:৪৫

নজরুল ফরাজী বলেছেন: ওদের খুজে পেলে আমি ওদের মুখে জলত্যাগ করতাম।

৬| ২৩ শে আগস্ট, ২০০৬ দুপুর ১:৪৫

অতিথি বলেছেন: পয়েন্ট ওয়েল টেইকেন:
1। নজরুলরে নিয়া পোস্ট
2। পছন্দের লিংকে আস্তমেয়ে

সিদ্ধান্ত: আলী 21 বছরের উদীয়মান নব্য রাজাকার।
রিকমেন্ডেশন: বকলমকে পুরষ্কৃত করা হোক একটা রাজাকার ধইরা দেওয়ার জন্য। হালায় বহুৎ খাটছে।

৭| ২৩ শে আগস্ট, ২০০৬ দুপুর ১:৫১

অতিথি বলেছেন: বিদ্্রোহীর সন্দেহের উত্তর আমার আগের মন্তব্যে দেওয়া আছে। অর (বিদ্্রোহী মিয়ার) এত জিনিয়াস মাথাটা এমন কইরা আউলাইয়া গেলো ক্যা?

আলী ভাই, বিদ্্রোহীরে দালালির 10% দিয়েন। ব্যাটায় আস্তমাইয়ার লগে অন্যের সম্পর্ক নিয়া বহুৎ খাটাখাটনি করতাছে।

৮| ২৩ শে আগস্ট, ২০০৬ দুপুর ২:২০

বকলম বলেছেন: চোরঃ
আমারে ধরো দোস্ত। (হা হা হা, বিদ্রোহীর কথা শুইনা)


বিদ্রোহীঃ
প্রশ্নটারে সিদ্ধান্তআপনিই মনে হয় খাটাখাটনি কইরা বানাইছেন। এতে অন্যরে দলে টানতে সুবিধা হয়, তাই না?!

35 বছর ধইরা তো খাটতাছো মওদুদীবাদ রে ইসলাম আর মুক্তিযুদ্ধরে গন্ডগোল বানানোর লাইগা।
চ্যালেঞ্জ থাকলো, সফল হইবানা।

আলীঃ
আপনাকে সর্তক করাই আমার প্রশ্নের উদ্দেশ্য ছিল। আশে-পাশে কারে বন্ধু বানাবেন? খুউব খেয়াল কইরা!

৯| ২৩ শে আগস্ট, ২০০৬ দুপুর ২:২৬

বকলম বলেছেন: দেবদাস ছবির চুন্নুলালের মতো কইতে হয়ঃ
'ম' ছে মুক্তিযুদ্ধ হোতা হ্যায়, 'ম' ছে মওদুদীবাদ ও হোতা হ্যায়।

তাই খুউউউব খেয়াল কইরা!

১০| ২৩ শে আগস্ট, ২০০৬ দুপুর ২:৩০

অতিথি বলেছেন: চোর, আমার রিকমেন্ডেশন ঠিক আছেনি সেইটা কও।

১১| ২৩ শে আগস্ট, ২০০৬ দুপুর ২:৩৩

অতিথি বলেছেন: মিয়া, তোমার রিকমেন্ডেশন ঠিক থাকবো কেমতে? আমার মন্তব্য পড়ো নাই?
তয় তুমি যেমতে আস্তামাইয়ারে গছাবার লাইগা খাটাখাটনি করছো, তাতে আমি বেজায় সমব্যথী। আলীরে কইবো টেকার 90% আস্তামাইয়ার, আর 10% তোমার। সাথে কিছু টিপস পাইলেও পাইতে পারো।

১২| ২৩ শে আগস্ট, ২০০৬ দুপুর ২:৪২

অতিথি বলেছেন: চোর কি হেয়ছে রে? আবার তুই ঐ নামটা লইলি। যা কুলি কইরা আয়। আমিও মুইতা আসি।

১৩| ২৩ শে আগস্ট, ২০০৬ দুপুর ২:৪৪

অতিথি বলেছেন: জমজম কুয়ার পানি লাগবো।

১৪| ২৩ শে আগস্ট, ২০০৬ দুপুর ২:৪৮

অতিথি বলেছেন: চোর, তোমার সমব্যথী হওয়ার কারণটা বুঝলাম না! আমার প্রতিও তোমার "সফ্ট কর্নার" আছে নাকি? খুবই খারাপ কথা! তুমিইনা বলছিলা তোমার "সফ্ট কর্নার" মানে হইতেছে 'চ' যুক্ত ক্রিয়া ...

আমি পুরুষ দিয়া ধোন চুষাই না। অন্য কাউরে খুজো।

১৫| ২৩ শে আগস্ট, ২০০৬ দুপুর ২:৫২

অতিথি বলেছেন: একি বিদ্রোহী দেখি সুর বাংলারে মারা আমার ঝাড়ি ছাড়তাছে ! নাকি আপনেই সুরু ?

১৬| ২৩ শে আগস্ট, ২০০৬ বিকাল ৩:০২

অতিথি বলেছেন: না সুমন আমি সুর বাংলা না। তয় ঝাড়িটা পছন্দ হইছিলো! তখনই ঠিক কইরা রাখছিলাম কাউরে এই ঝাড়িটা দিমু। এখন আপনে সিমরান শিকদারের মতো না ক্ষ্যাপলেই হয় :-)

১৭| ২৩ শে আগস্ট, ২০০৬ বিকাল ৩:০৬

অতিথি বলেছেন: বিদ্্রোহীভাইটু, তোমারে চোদনের লাইগা আমার কুত্তাডারে রাইখা দিছি। যাউকগা সে কথা। সমব্যথী তোমার দালালিকরনের বিফল তোলপাড় দেইখা। আরে মিয়া, মাথায় ছারপোকা ঢুকলে একটু ঠান্ডা খাও। বেশি টেনশন কইরো না, আলী তোমারে 10% দিবো। আবার আস্তমাইয়ার কাছ থাইকাও চামে চিকনে কিছুপাইলেতো পাইলাই।

১৮| ২৩ শে আগস্ট, ২০০৬ বিকাল ৩:০৬

অতিথি বলেছেন: চোর মন খারাপ করিস না বিদ্্রোহী মানা করলেও ব্লগে হেবি ম্যানলি ফিগার আছে। বেসবল খেলে তারা আবার।

১৯| ২৩ শে আগস্ট, ২০০৬ বিকাল ৩:০৯

অতিথি বলেছেন: হেরাতো বেসবল ব্যাট নিজেগো পোন্দে ঢুকায়া অলরেডি লুজ কইরা ফালাইছে। আমার কুত্তার বিদ্্রোহীর টাইট মালই পছন্দ।

২০| ২৩ শে আগস্ট, ২০০৬ বিকাল ৩:১৪

অতিথি বলেছেন: হা হা হা ... গে-পাল ... তুই যা বলেছিস! আসলেই চোর ... তোর মন খারাপ করার কিছু নাই। আমাদের সোনার গে-পাল আছে না!

২১| ২৩ শে আগস্ট, ২০০৬ বিকাল ৩:১৮

অতিথি বলেছেন: বিদ্্রোহী মাত্র তুইতে নামছে। ছারপোকার কামড়, মাথামুথা আউট!! এরপরেই কান্নাকাটি শুরু করবে :)

২২| ২৩ শে আগস্ট, ২০০৬ বিকাল ৪:১৫

হযবরল বলেছেন: ডি. সি হিল নিয়া একটা মহল দুই নম্বরী করতেছে অনেকদিন ধইরা , ঔখানে আমার বাড়ি আমি জানি।

এই পোস্টটা পড়লে একটু ফরসা হবে বিষয়টা।

http://tinyurl.com/m9tcb

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.