নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পবিত্র শিশুর মত গুটিসুটি মেরে
স্তব্ধ হয়ে থাকে দূরের গ্রাম ।
শিশির আর কুয়াশারা যেনো ব্যারিকেড দিয়ে রাখে
শিশির আর কুয়াশারা যেনো আগল পরিয়ে রাখে
গ্রামগুলো নড়ে না চরে না ।
হঠাৎ হঠাৎ আগুনের লেলিহান শিখা
গোষ্ঠিবাদী কালোকাফনে ঢাকা চোখগুলো দেখে না ।
অন্ধকার আর বিকিরণের মিশেলে কেউ কেউ আন্দোলিত হয়
ওরা চোখ বন্ধ করে দেশ দেশ করে আর দ্বেষ দ্বেষ করে ।
অন্ধকার আর বিকিরণের মিশেলে যখন কেউ কেউ
সুপারমুন সুপারমুন বলে চিৎকার করে
আমি তখন লাশের ক্ষেতে , আঁইলে
শিয়াল তাড়াই .........
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪
হাসান মাহবুব বলেছেন: বাহ! দুর্দান্ত।