নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুকের ভেতর বাঁক নিয়েছে
বুকের পাজর
আর তুমি শান দিয়েছো
এত আদর
তুমি কাটো না ক্যান কাটো
তোমার এত ধার
তুমি কাটো না ক্যান ?
কাটো !
তুমি যেনো কেমন তরো
কাটতে তুমি কেমন করো
কেমন করো
কাটাকুটি খেলা তোমার সার
আমার অথৈ বেলা পার
তুমি কাটো না ক্যান কাটো
কাটবে বলে চোখ রাঙিয়ে যাও
ঘরে তোমার খিড়কি তুলে
বেঘোরে ঘুমাও
আমি শুধুই অপেক্ষাতে থাকি ।
তোমার এত ধার
তুমি কাটো না ক্যান
কাটো ।
১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৪
ইমন তোফাজ্জল বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩১
হাসান মাহবুব বলেছেন: সে কী উপমার বাহার!
১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৫
ইমন তোফাজ্জল বলেছেন: ধন্যবাদ
৩| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:৪৬
ফকির জসীম উদ্দীন বলেছেন: ভালো লাগলো।
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৮
ইমন তোফাজ্জল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৩
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন, ভালো লাগলো