![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একলা চলার মানেই টাকি শুধুই শূণ্যতা,
নিরব হয়ে অলস ক্ষণে চুপসে থাকা শুধুই দৈন্যতা।
ভাবনা বিলাস হয়ে যখন একলা পথে হাঁটি,
পথটারে মোর কেন মনে লয়ে নিরালারই ঘাঁটি।
শূণ্যতার মাঝেই লুকায় বন্ধু নিরবতা,
তোর চরণের তলে হারায় ভালোবাসার আকুলতা।
এই হয়েছে ভালো, এই হয়েছে বেশ,
তোরে ছাড়া একলা চলা হয়ে গেছে অভ্যেস।
তোরে ছাড়া ঘুম আসে না সেই কথার দিন শেষ,
তুই নেই বলে রাতটা কাটাই তারার সাথেই বেশ।
২| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১:৫৩
তওহীদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৩ রাত ১২:১৯
স্বপ্নবাজ অভি বলেছেন: তোরে ছাড়া একলা চলা হয়ে গেছে অভ্যেস।
তোরে ছাড়া ঘুম আসে না সেই কথার দিন শেষ,
তুই নেই বলে রাতটা কাটাই তারার সাথেই বেশ।+++
ছবিতেও +++