![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইট-কাঠের ঐ শহরজুড়ে চাঁদ মামাটা ওঠে,
গ্রামের রাতের মেঠো পথেও চাঁদ মামাটা জুটে।
শহরজুড়ে চাঁদ মামাটার আলোক কোথায় ঝরে?
গ্রামের পথে কেন রে চাঁদ মামাটা আলোর বন্যায় ভরে?
শহরজুড়ে জানালা পাশে আঁধার ঘিরে রয়,
গ্রামের মাটির উঠান জুড়ে আলোর ধারা বয়।
এমন কেন তফাৎ বল শহর-গ্রামের তরে?
এমন কেন কৃপনতা শহর-গ্রামের ঘরে?
=========================
পূর্বে প্রকাশিত - তওহীদুল ভূঁইয়া
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২২
তওহীদ বলেছেন: অনেক ধন্যবাদ আমার কবিতাখানা পড়ে মন্তব্য করার জন্য। নিজের অনুভূতি দিয়ে নিজের জন্য কবিতা লেখার চেষ্টা করি আপনার মত পাঠকের ভালো লাগলেই আমার অনুভূতি স্বার্থক।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্, সুন্দর একটি কবিতা