![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুভূতির জাগরণেই কাব্য জুটে,
কেউ কি তা জানে?
হৃদয়ের জাগরণেই ভালোবাসা জুটে,
কেউ কি সেই কথা মানে?
অনুভূতির অপূর্ণতায় কবিতার খাতা কাব্যহীন,
হৃদয়ের অপ্রাপ্ততায় ভালোবাসাটাও সন্ধিহীন।
বিশ্বাসভরা হৃদয় দিয়েই ভালোবাসার বিনিময়,
অনুভূতিভরা শব্দ দিয়েই কাব্য রসের সৃষ্টি হয়।
হৃদয় পেতে রই ভালোবাসা-বিশ্বাস মেলে কই?
স্মৃতির কড়ায় কান পেতে রই অনুভূতি-কাব্য রইল কই?
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫২
তওহীদ বলেছেন: আমি ধন্য হলাম।
২| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩
মায়াবী ছায়া বলেছেন: সুন্দর লিখেছেন।
ভাল থাকুন ।।
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
তওহীদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকার চেষ্ঠায় ই ত প্রতিনিয়ত ব্যস্ত।
৩| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০০
টুম্পা মনি বলেছেন: ভালো লাগল।
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭
তওহীদ বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনার কবিতায় কবিতার উৎস খুঁজে পেলাম।
ভালো লাগলো