নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে হারিয়ে খুঁজি প্রতি রাতের শূন্যতায়.............

তওহীদ

আমি অতি সাধারণ এক বন্ধু পাগল মানুষ।

তওহীদ › বিস্তারিত পোস্টঃ

মোরা স্বাধীন নই

০৯ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৪

বিজয় কেতন উল্লাসে বয়
কে কারে কয় কে কারে কয়?
আমি বলি কেতন আজি ক্রন্দনে বয়
ঐ দেখা যায় ঐ শুনা যায়।

স্বাধীনতা তুই কালরাত্রি জুড়িয়া
ক্রন্দনে ক্রন্দনে বন্ধন টুটিয়া।
স্বাধীনতা তুই রক্ত পিপাসায় মত্ত
বন্ধন প্রাণের ছিন্ন খেলায় উন্মত্ত।

ভাষায় স্বাধীন দেশেতে স্বাধীন কে বলে দেখতো?
স্বাধীন মানে পরাধীনতায় ঘিরে স্বাধীন নামক শব্দ।

স্বাধীন মানে হোক ভাষায় জনতার হুংকার,
স্বাধীন মানে হোক চলার পথ সহজেই পারাবার।
স্বাধীন কেতন হোক না আজ বলাকার ডানায়,
স্বাধীন ক্রন্দন হোক না আজ আনন্দ চেতনায়।

আমি কুন্ঠিত আজ ভাবিয়া বাংলাদেশী,
আমি লজ্জিত আজ বলিয়া স্বাধীন দেশী।

মোরা স্বাধীন এখনো নই,
মোরা স্বাধীন খোলসে রই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.