![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেটারপ্রেস থেকে অনলাইনযুগ
টোকন ঠাকুর
লেটার প্রেসের দিন প্রায় শেষ--ঠিক এরকম একটা সময়েই অামার লেখালেখির হাতে খড়িপর্ব। লেটার প্রেসের বর্ণমালা সাজানো তাকগুলোকে মনে পড়ে। অামার কবিতা লেটার প্রেসেই প্রথম ছাপা হয়েছিল। সে এক দিন ছিল, যখন কম্পিউটার কম্পোজ কেবল শুরু হচ্ছে, বড়জোর গ্রাম-মফস্বলের দুএকটি দোকানে-অফিসে। তবে হাতটা পেকে উঠল মনে হয় কম্পিউটর কম্পোজে, অফসেটের ছাপা-ব্যবস্থায়। গত শতকের নব্বইয়ের দশক থেকেই হাতে লেখা দেখে প্লেট সাজানো লেটার প্রেসের কারবারি উঠে যেতে থাকে।
তারপর নতুন শতাব্দি বা সহস্রাব্দির সূচনা দশকেই অামরা পেলাম ইন্টারনেট ব্যবস্থা। ইন্টারনেট ব্যবস্থার প্রসার ঘটছে, যোগাযোগের মাধ্যম হিসেবে জনপ্রিয়ও হচ্ছে। ফলে, এখন দেখা যাচ্ছে প্রিন্ট ভার্সন বা টেলিভিশন ভার্সন-মাধ্যমেরও 'নেট ভার্সন' বা 'অনলাইন ভার্সন' অামাদের সামনে অাসছে। অাসুক। ফেস করতে মজা পাচ্ছি।
সমসাময়িক শুধু অনলাইন ভার্সন মাধ্যমটাও প্রায় রাতারাতি উঠে অাসছে নাগরিক জীবনে এবং ক্রমশ তা জনপ্রিয় হয়ে উঠছে। দুনিয়ার খবরাখবর, শিল্প-সাহিত্য, খেলাধুলা অনলাইনে পড়া যাচ্ছে, অডিও লিঙ্কে শোনা যাচ্ছে, ভিডিও লিঙ্কে দেখাও যাচ্ছে। খুবই নগদ হচ্ছে অনলাইন ফোকাসিং। অনলাইনকে অার পাত্তা না দেওয়ার দিন গেছে গা। এখন, অনেক ক্ষেত্রে অনলাইনই হয়ে উঠছে অামজনতার গণমাধ্যম। স্বাধীনতার সীমানা প্রসারণ ঘটছে। এই কারণে ভুলভালও চালিয়ে দেবার প্রবণতা লক্ষ করি বেশ।
সাম্প্রতিক সময়ে অামি নিজেই, যে কিনা লেটার প্রেস যুগের কফিনে পেরেক ঠোকা দেখেছি এবং কম্পিউটার কম্পোজের বিকশিত হওয়া দেখেছি ও দেখছি এবং নিজেও বিকাশে উন্মুখ থাকি এবং এখন দেখছি ও ব্যবহার করছি অনলাইন মাধ্যম। এই পরিবর্তন পরিক্রমা নিয়ে অামারও নানারকম অনুভূতি অামি টের পাই। মজা পাই। অাগে কাগজে ছাপা হওয়া একটি কবিতা একদিন ঠোঙা হয়ে যেত কিম্বা যেত না কবে কাগজ ছিড়ে যেত, কাগজ মলিন হযে যেত। এখন, অনলাইনে অাপলোড করা কবিতা অনলাইনে পড়া যাচ্ছে, দরকার হলে অনলাইন থেকে প্রিন্ট করা যাচ্ছে। মূলত কবিতাটি থাকছে অাকাশে। অাকাশ কখনো পুরোনো হবে না, অাকাশ মলিন হবে না কাগজের মতো। অবশ্য অাকাশ মেঘাক্রান্ত থাকতে পারে, থাকেও। তাতে অনলাইন ব্যবস্থা ব্যহত হয় না।
অনলাইন ভাল্লাগে। ব্যবহার করি। দুনিয়ার যে কোনো প্রান্তে বসেই অনলাইন সুবিধায় কাজ করা যায়। এক ভাষার প্রেসের কাগজ অন্যভাষায় সাধারণতই সুলভ নয়। তাই বলে যে অামি কাগজের ঋণ সম্পূর্ণ অস্বীকার করে ফেলব, তা নয় মোটেই।
কভু ভুলিব না, তোমারে, ও লেটার প্রেসের দিন
তোমার কাছে আমার কত ঋণ
এখন, অনলাইনেই অামি হাওয়া খাই
হাওয়া দেয় দক্ষিণ...
২ মে, ২০১৪
ঢাকা
২| ০৩ রা মে, ২০১৪ রাত ১:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
আপনার অভিজ্ঞতা পড়ে ভালো লাগলো।
খারাপ লাগলেও সব কিছুতে মানিয়ে নিতে হয় ।
৩| ০৩ রা মে, ২০১৪ রাত ২:১০
নাসরিন চৌধুরী বলেছেন: এভাবেই বদলে যাবে পৃথিবী ,মেনে নিতে হয় -মেনে নিতে হবে ।আপনার অভিজ্ঞতা জানলাম ।শুভকামনা জানবেন।
৪| ০৩ রা মে, ২০১৪ সকাল ৭:১৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পুরাতন পাতা ঝরে গিয়ে গাছে নতুন পাতা গজাবে, এটাই প্রকৃতির নিয়ম। একদিন হয়তো অনলাইনে লেখালেখির বর্তমান ব্যবস্থা বদলে গিয়ে নতুন কিছু আসবে।
ধন্যবাদ, টোকন ঠাকুর।
৫| ০৩ রা মে, ২০১৪ সকাল ৯:১৬
ডি মুন বলেছেন: মূলত কবিতাটি থাকছে আকাশে। আকাশ কখনো পুরনো হবে না। আকাশ মলিন হবে না কাগজের মতো।
ঠিকই বলেছেন। তবে আমার কিন্তু কাগজে কবিতা পড়তেই বেশি ভালো লাগে। কেমন আপন আপন মনে হয়, তা কাগজ মলিনই হোক অথবা অমলিন।
ভালো লাগা রইলো স্মৃতিচারণায়
৬| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:৫১
মোঃ আমিনুল ইসলাম (জীবন) বলেছেন: আপনার কথা গুলো সত্যি খুব ভাল লাগল। শেয়ার করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৪ রাত ১১:৩৮
হাসান বিন নজরুল বলেছেন: আপনার অভিজ্ঞতা পড়ে ভালো লেগেছে...আসলে নতুনের কাছে পুরাতন কেমন জানি মলিন হয়ে যায়...এখন অনেকের কাছে কাগজের পত্রিকাও ভালো লাগেনা; তবে অনলাইনে সকল খবর পড়ে নেয় যেমন আমি