![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'রাজপুত্তুর' সম্পাদনার কাজ চলছে
রবীন্দ্রনাথের মনকাড়া শিশুতোষ রচনা ‘সে’ অবলম্বনে নির্মাণ চলছে রাজপুত্তুর নামে একটি চলচ্চিত্র। রবীন্দ্রনাথের মৃত্যুর পর লীলা মজুমদার তাঁর কৈশোরক সংকলনে ‘সে’র দশম পরিচ্ছদটাকে আলাদা গল্প হিসেবে ‘সুকুমার’ নামে ছেপেছিলেন। এই গল্পটিই 'রাজপুত্তুর'-এর চিত্রনাট্যের ভিত্তি। 'রাজপুত্তুর' ছবির শুটিং হয়েছে গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে, প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের বসতভিটায়। বিস্তৃত শালবন এই ছবির অন্যতম লোকেশন। কারণ, ছোট্ট সুকুমার শালগাছ হতে চায়, সে অাকাশের সঙ্গে কথা বলতে চায়। এই তার ইচ্ছে। ইচ্ছেটাই সব। সুকুমারের খেলার সাথী পুপে হতে চায় কাবুলিবেড়াল। আর পুপের দাদু কবির ইচ্ছে ছিল অনেকখানি ঝোপজঙ্গল নিয়ে একটি দৃশ্য হওয়া। দাদু বানিয়ে বানিয়ে সত্যযুগের কথা বলেন। সত্যযুগে ইচ্ছে করলেই তা হওয়া যেত। এ যুগে তা হতে না পারলেও কবিতা লিখে বা ছবি এঁকে তা হওয়া যায়। পুপের দাদু কবিতা লেখেন, ছবিও অাঁকেন। ছোট্ট পুপে বড় হয়ে গেলে দাদু তাকে সুকুমারের কথা মনে করিয়ে দিতেই ছেলেবেলাকার সে-সব ছেলেমানুষির গল্পগুলো প্রকাশ হতে থাকে। সুকুমারই ছিল পুপের ছেলেবেলার রাজপুত্তুর। সময়ের সঙ্গে একদিন রাজপুত্তুর হারিয়েও যায়। মূল গল্পটা এরকমই। সব মিলিয়ে নানান লোকেশনে চিত্রায়ণ করা হয়েছে শিশু-কিশোরদের জন্যে নির্মিত 'রাজপুত্তুর' ছবিটি। কবিগুরু তাঁর বয়সের প্রায় শেষদিকে এসে লিখেছিলেন 'সে'। ছবিতে কবি চরিত্রে দেখা যাবে ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে। রবীন্দ্রনাথ-তনয় রথীন্দ্রনাথের পালিত কন্যা পুপের ছোট ভার্সনে অভিনয় করছে তাপসী। সুকুমার বা রাজপুত্তুর চরিত্রে মুগ্ধ। পুপের বড় ভার্সনে অভিনয় করেছেন কাশকেয়া সিনথী। এছাড়া সুকুমারের বাবা নিতাইয়ের চরিত্রে অভিনয় করছেন চন্চল সৈকত। অন্যান্য সহশিল্পী কামালউদ্দিন কবির, জয়তু, বর্ষা বিভাবরী, এ্যাপোলো নওরোজ, অসীম গোস্বামী, গুপু ত্রিবেদী, জয়েত কল্যাণ, আনন্দিতা, রাইনা, ইলি, প্রপা, মানহা, স্বপ্নীল, পুষ্প, ঋভু রোদ্দুর, পার্থিব, মেধা ও নৈঋত। ছবিটি প্রায় ১০০ বছর আগের পটভূমিকে কেন্দ্র করে তৈরি হলেও রবীন্দ্রনাথের অার সব গল্পের মতোই এ গল্পের মধ্যেও কিশোর আর বড়দের জন্য রয়েছে স্বপ্ন-কল্পনা-প্রজ্ঞার মেলামেশা। এখন 'রাজপুত্তুর' সম্পাদনার কাজ চলছে। ২০১৩ সালে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় তিনটি শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার তিনটি চলচ্চিত্রই রবীন্দ্রসাহিত্য অবলম্বনে নির্মাণের উদ্যোগ গ্রহণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। জমা পড়া চিত্রনাট্যগুলোর মধ্যে যাচাই-বাছাই শেষে 'রাজপুত্তুর' চিত্রনাট্য মনোনয়ন পায়। দেশাল-এর সর্ববরাহকৃত রাজপুত্তুর-এর পোশাক করেছেন ঝুমা। নালন্দা'র ১৪ জন শিশুশিল্পীই প্রথমবারের মতো ক্যামেরার সামনে কাজ করেছে এ ছবিত।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৬
ভরকেন্দ্র বলেছেন: ++++