![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজপুত্তুর-এর গল্প...
এমন কিন্তু হয়ই, হয়তো তা অামারও হয়েছিল, যে, খুব ছোট থাকতেই কাউকে বেশি ভালো লেগে যায়। সে-কালে, খেলার সাথী বলে একটা সম্পর্কও গড়ে উঠত ছেলেমেয়েদের। শৈশব-কৈশোরের দিনগুলোই থাকে এমন। কত কী কল্পনা মনে মনে। একটা শিশুতোষ-ঘোর যেন লেগেই থাকে। বাড়ির বড়রা হয়তো খেয়ালই করে না, ছোট পুপে অামড়া নিয়ে শালবনে যায়। সেখানে অাগে থেকেই অপেক্ষায় ছিল সুকুমার। সুকুমারই অামাদের রাজপুত্তুর। কিন্তু 'রাজপুত্তুর'-ছবির সব চরিত্রই একজন কবির লেখা। সেই কবি হচ্ছেন গল্পের দাদু। তারা শালবনে হেঁটে হেঁটে গল্প করে। কী সেই গল্প? স্বপ্ন-স্বপ্ন গল্প। সত্যযুগের গল্প। ছবি অাঁকার গল্প। কবিতা লেখার গল্প। পেপের ডাঁটা দিয়ে বুদবুদ ওড়ানো গল্প... গল্পটা কী ধরনের?
সুকুমার: অামার ঘরের জানলা দিয়ে শালগাছের মাথাটা অামি দেখতে পাই। মনে হয়, ও স্বপ্ন দেখছে।
দাদু: শালগাছের সমস্ত জীবনটাই একটা স্বপ্ন। পাতাগুলোই তো ওর স্বপ্নে কওয়া কথা।
দাদু: তুমি কি হতে চাও পুপেদি?
পুপেদি: কাবুলিবেড়াল।
দাদু: অার তুমি?
সুকুমার: অাকাশের সঙ্গে কথা অাছে তাই শালগাছ হতে চাই...
..........
রাজপুত্তুর-এর গল্প...গল্প চলতেই থাকে...
(রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ 'সে'র দশম পরিচ্ছেদ বা লীলা মজুমদার সম্পাদিত রবীন্দ্র-সাহিত্যের শিশুতোষ কোষ 'কৈশোরক' এর 'সুকুমার' গল্প অবলম্বনে চিত্রনাট্য। সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নির্মাণাধীন 'রাজপুত্তুর' ছবির সম্পাদনা চলছে)
২| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৯
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অসাধারণ ব্যাপার হবে..........!! অনেক শুভকামনা থাকছে
৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩২
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো ।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৬
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা জানবেন। অনিঃশেষ।
উপভোগ্য হবে 'রাজপুত্তুর' নিশ্চিতভাবে।
ভালো থাকবেন। সবসময়।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৬
জাহাঙ্গীর.আলম বলেছেন:
শুভকামনা ৷