![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গানের পাখি চন্দ্রাবতী দেব বর্মণ
গতবছর শিল্পকলা একাডেমিতে রাধারমণ সঙ্গীত উৎসব দেখা হয়েছিল সিলেটের প্রবীণ লোকসংগীত শিল্পী চন্দ্রাবতী রায় বর্মণের সঙ্গে। তখন এই ধ্যানীশিল্পীর বয়স ছিল ৮৪ বছর। 'চন্দ্রাবতী রায় বর্মণ ১৯৬৯ সালে বেতারের শিল্পী হিসেবে প্রথম যোগদান করেন। এরপর দেশ-বিদেশে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। গানের পাখি হিসেবে জীবদ্দশায় তিনি অংখ্য সম্মাননা পেয়েছেন। সর্বশেষ ১২ আগস্ট তার দু'টি গান রেকর্ড করে বাংলাদেশ বেতার সিলেট আঞ্চলিক কার্যালয়।'
অাজ শিল্পকলায় দুইদিনের রাধারমণ সঙ্গীত উৎসবের প্রথমদিন। এ নিয়ে রাধারমণের গানের গায়ক-শিল্পী বিশ্বজিৎ রায়ের সঙ্গে কথাও হয়েছে ফোনে। বনানিতে বেঙ্গল সঙ্গীত উৎসব থেকে শাহবাগ পূবালি ব্যাংক চত্বরে ফিরে, অাজই ভোর ৬ টার দিকের অাড্ডায় কথায় কথায় সাংবাদিক-সংষ্কৃতিকর্মী ফকরুল ইসরাম হারুন জানালেন, 'চন্দ্রাবতী দেব বর্মণ তো মারা গেছেন।' এই তথ্য অামার জানা ছিল না। অামার নির্মাণাধীন ছবি 'কাঁটা'তে চন্দ্রাবতী বর্মণের গলায় রাধারমণের একটা ব্যবহার করব ভেবেছিলাম। হলো না। চন্দ্রাবতী বর্মণের কণ্ঠে ঘরোয়া রেকর্ডিং-এ একটা ভিডিও সাক্ষাৎকারসহ খালি গলায় তিনটে গানও রেকর্ড করিয়ে রেখেছিলাম।
চন্দ্রাবতী দেব বর্মণের মা ছিলেন রাধারমণের গানের শিষ্যা। 'কাঁটা'তে হয়তো অন্যশিল্পীর গলা যাবে রাধারমণের একটা গান, কিন্তু চন্দ্রাবতী দেব বর্মণের গলা-গায়কীটা না পাওয়ার বেদনা অামার থেকেই গেল...
২| ২৮ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮
মামুন রশিদ বলেছেন: চন্দ্রাবতী দেব বর্মণের প্রতি বিনম্র শ্রদ্ধা ।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
রাবার বলেছেন: ++++++
৪| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৫
বলেছেন: +
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩
পরিবেশ বন্ধু বলেছেন: