![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজপুত্তুর: ভাবনা বার্তা
বাংলাদেশ সরকারের সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে রবীন্দ্রশিশুসাহিত্য বেইজড ছবি 'রাজপুত্তুর' । সরকারের এই উদ্যোগ মূলত কবিগুরুর সার্ধশত জন্মবার্ষিকী পালনের অংশ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই প্রকল্পের প্রত্যক্ষ তত্ত্বাবধায়ক। একাডেমির ডিজি লিয়াকত অালী লাকী এই রবীন্দ্রশিশুসাহিত্য বেইজড সিনেমা প্রকল্পের স্বপ্নবীজ বুনেছেন। সংষ্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ বিশ্বাস একজন ভালো লেখক হওয়ায় প্রকল্পটি এগিয়েছে। এছাড়াও গুণি মানুষের একটি দক্ষ কমিটি এই প্রকল্পের সঙ্গে জড়িত।
অার এদিকে অামরা নির্মাতাপক্ষে অালাদা অালাদা তিনজন। তিনটি ছবি। মুস্তাফা মনোয়ার করছেন পাপেটে 'বীরপুরুষ', লুসি তৃপ্তি গোমেজের ফিকশন 'ডাকঘর' অার অামার 'রাজপুত্তুর'। এখন, এই চূড়ান্ত পর্যায়ে কাজের চাপও বেড়ে গেছে। রাজপুত্তুর-ছবির পোস্ট প্রডাকশন হচ্ছে গাঁও প্রডাকশনে। এডিটিংএ সামির অাহমেদ, মাযহার রনি, এবং ক্লান্ত পথিক মিথুন। অ্যানিমেশন-ডাবিং হচ্ছে ড্রিমার ডাংকি'তে। শিল্পী রানা মশিউর-এর নির্দেশনায় তৈরি হচ্ছে ইষৎ টুডি-থ্রিডি অ্যানিমেশন। সেখানে কাজ করছেন কয়েকজন শিল্পী। চলছে। ধ্রুব এষ করছেন টাইটেল-শিল্পযোজনার কাজ, বাংলা ব্যান্ডের বুনো করছেন ছবির টোটাল মিউজিক। ক্লাস্ত পথিক মিথুন অার হীরা ডাবিং করে যাচ্ছেন...
এ মুহূর্তে, অারেকটু কাজ বাকি। ব্যক্তিগতভাবে অামি দম ফেলার সুযোগ পাচ্ছি কম। তিনবার নিঃশ্বাস ফেলতে যে টাইম খরচ করতাম অাগে, এখন সেই টাইমে অামি একবার করে নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি। অার খালি কৃতগ্য হয়ে যাচ্ছি মানুষের কাছে। বিশেষ করে 'রাজপুত্তুর;এর পাত্রপাত্রী এবং এর সম্মানিত অভিভাবকদের প্রতি। অামাদের চাওয়া অনুযায়ী অভিভাবকেরা তাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ সেক্রিফাইস করেও যে সময় ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন, অামি কোনোদিন তা ভুলব না। দিনে দিনে সবার সঙ্গেই যেন বা একটা সম্পর্ক দাঁড়িয়ে যাচ্ছে। প্রডাকশনে নানারকম ত্রুটিবিচ্যুতি তো হতেই থাকে, কী করব? অাজ একটা হয় তো কাল অারেকটা ভুলভাল ব্যবস্থাপনা হতেই থাকে। অামার খারাপ লাগে। বিশেষ করে 'রাজপুত্তুর'এর শিল্পী-কুশলিদের কারো সঙ্গে যে কোনো ভুল-ত্রুটি ব্যবস্থাপনা টিমের যে কারো পক্ষ থেকেও হলেও, অামার খারাপ লাগে, অামার অপরাধ লাগে। ওরাই তো ছবির প্রাণ, এটা না বুঝলে হবে?
ঘাটে ঘাটে অামি কৃতগ্য। দেশাল'এর দেওয়া পোশাক রাজপুত্তুর এর গ্লামার বাড়িয়েছে। কনক বা ইশরাতকে অামার কী বলার অাছে? ঝুমার ডিজাইন সফল। শিল্পী গুপু ত্রিবেদী তো অামার কাকা, তাকে কী দেব বলেন? কামালউদ্দিন কবির, নালন্দা স্কুল, যাদের ১৬ টা শিশুই তো অামাদের ছবির পাখপাখালি, সবাইকেই ভালোবাসায় মাথায় তুলে নিলাম।
কাপাসিয়ায় মহান নেতা তাজউদ্দীন অাহমদ এর বাড়িতে 'রাজপুত্তুর'এর শুটিং হয়েছে কয়েকদিন। সংসদ সদস্য রিমির অাপার কাছে অামরা কৃতগ্য। একদিন তিনি শুটিং দেখতে নিজেদের বাড়িতে এসে অামাদের সঙ্গে বিশেষ করে 'রাজপুত্তুর' ছবির ১৬ জন বাচ্চার সঙ্গে কাটিয়ে গেলেন। রিমি অাপার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন শিল্পী অাজহার বিন ফরহাদ, ছিলেন বন্ধু তরুণ সরকার। অারো বহু মানুষ এই প্রকল্পে জড়িয়ে অাছেন, তারা তাদের কাজ করে যাচ্ছেন। সে সব নিয়ে একটা বই লিখব, ভেতরে প্রচুর স্টিল দিয়ে। কী বলেন? অনেকেই অামার চাওয়ার বেশিও দিয়ে যাচ্ছেন। তাদের প্রতি কৃতগ্যতা, তা কোনো না কোনোভাবে দিতে ইচ্ছে অাছে, দিয়ে যাব, পোষণ করি। কবি কামাল চৌধুরী, অাসাদ চৌধূরী, হোসেইন অাতাহার, তাইজুল ইসলাম রোমান, সাদ্দাম সিকদার, রেজা ঘটক, প্রশান্ত অধিকারী, অধ্যাপক বদিউর রহমান, অধ্যাপক অানিসুজ্জামান, সেলিনা হোসেনসহ অরো অনেকেই জড়িয়ে অাছেন 'রাজপুত্তুর; এর সঙ্গে।
অার...রাজপুত্তুর' বানাতে গিয়ে অামার যা যা না পারা, সেই না-পারাগুলো জোড়া দিয়ে দিয়ে অামি অাবার একটি ছবি বানাব। ভাবনা কিন্তু এরকমই...
©somewhere in net ltd.