নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

রাজপুত্তুর...দি লিটল প্রিন্স

০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫১

রাজপুত্তুর...দি লিটল প্রিন্স



ধরো এর সংক্ষিপ্ত গল্প...



এমন কিন্তু হয়ই, হয়তো তা অামারও হয়েছিল, যে, খুব ছোট থাকতেই কাউকে বেশি ভালো লেগে যায়। সে-কালে, খেলার সাথী বলে একটা সম্পর্কও গড়ে উঠত ছেলেমেয়েদের। শৈশব-কৈশোরের দিনগুলোই থাকে এমন। কত কী কল্পনা মনে মনে। একটা শিশুতোষ-ঘোর যেন লেগেই থাকে। বাড়ির বড়রা হয়তো খেয়ালই করে না, ছোট পুপে জলপাই নিয়ে শালবনে যায়। সেখানে অাগে থেকেই অপেক্ষায় ছিল সুকুমার। সুকুমারই অামাদের রাজপুত্তুর। কিন্তু 'রাজপুত্তুর'-ছবির সব চরিত্রই একজন কবির লেখা। সেই কবি হচ্ছেন গল্পের দাদু। তারা শালবনে হেঁটে হেঁটে গল্প করে। কী সেই গল্প? স্বপ্ন-স্বপ্ন গল্প। সত্যযুগের গল্প। ছবি অাঁকার গল্প। কবিতা লেখার গল্প। পেপের ডাঁটা দিয়ে বুদবুদ ওড়ানো গল্প... গল্পটা কী ধরনের?



সুকুমার: অামার ঘরের জানলা দিয়ে শালগাছের মাথাটা অামি দেখতে পাই। মনে হয়, ও স্বপ্ন দেখছে।

দাদু: শালগাছের সমস্ত জীবনটাই একটা স্বপ্ন। পাতাগুলোই তো ওর স্বপ্নে কওয়া কথা।

দাদু: তুমি কি হতে চাও পুপেদি?

পুপেদি: কাবুলিবেড়াল।

দাদু: অার তুমি?

সুকুমার: অাকাশের সঙ্গে কথা অাছে তাই শালগাছ হতে চাই...

..........

রাজপুত্তুর-এর গল্প...গল্প চলতেই থাকে...





স্টোরি বেইজমেন্ট: রবীন্দ্রনাথ ঠাকুর





অভিনয়: ভাস্বর বন্দ্যোপাধ্যায়, তাপসী, মুগ্ধ, কাশ্বকীয়া নাহরীন সিনথি, চন্চল সৈকত, কামালউদ্দিন কবির, রেজা ঘটক, প্রশান্ত অধিকারী, জয়তু, বর্ষা বিভাবরী, এ্যাপোলো নওরোজ, অসীম গোস্বামী, গুপু ত্রিবেদী, করবী, জয়েত কল্যাণ, আনন্দিতা, রাইনা, ইলি, প্রপা, মানহা, স্বপ্নীল, পুষ্প, ঋভু রোদ্দুর,জাহিদ, শরদিন্দু, পার্থিব, মেধা ও নৈঋত প্রমুখ







চিত্রগ্রহণ: তাইজুল ইসলাম রোমান, হোসেইন অাতাহার এ্যাপোলো নওরোজ



পোশাক ডিজাইন: জেসমিন জাহান ঝুমা

পোশাক প্রেজেন্টেশন: দেশাল

পোস্ট প্রডাকশন: গাঁও প্রডাকশন= মাজহার রনি, সামির অাহমেদ

সহযোগী: ক্লান্ত পথিক মিথুন



মিউজিক: বুনো

ভোকাল অার্টিস্ট: হানিফ রতন, মানসী অনন্যা



স্টিল: হোসেইন অাতাহার

অ্যানিমেশন: ড্রিমার ডাংকি

টাইটেল-শিল্পযোজনা: ধ্রুব এষ





চিত্রনাট্য-পরিচালনা: টোকন ঠাকুর

প্রযোজনা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার



(রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ 'সে'র দশম পরিচ্ছেদ বা লীলা মজুমদার সম্পাদিত রবীন্দ্র-সাহিত্যের শিশুতোষ কোষ 'কৈশোরক' এর 'সুকুমার' গল্প অবলম্বনে চিত্রনাট্য। ছবির কাজ এন্ডিংয়ের দিকে)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.