![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অামার বই উৎসর্গের মানুষ ও অন্যান্য
১. অন্তরনগর ট্রেন ও স্টেশনের শব্দাবলি (উৎসর্গ> একটি বৃশ্চিক রাশি, যে কীনা প্রথম বিষ চিনিয়েছিল)
২. দূরসম্পর্কের মেঘ (উৎসর্গ> পিতামাতাকে উদ্দেশ্য করে, ঋণ স্বীকারের অপচেষ্টা)
৩. অায়ুর সিংহাসন (উৎসর্গ> জাহিদ হায়দার, ধ্রুব এষ, দুজন ক্রিয়েটিভ অগ্রজকে)
৪. কবিতা কুটিরশিল্প (উৎসর্গ> বন্ধুদের, যারা অামার কবিতা পড়ে প্রশংসা কিম্বা ব্যাপক নিন্দা করত)
৫. ঝাঁ ঝাঁ ঝিঁ ঝিঁ ( উৎসর্গ> হজরত অাহমদ ছফা, ছফার কথাগুলো ঝুরি হয়ে নেমে গেছে মাটিতে মাটিতে/ ছফা দাঁড়িয়ে অাছেন মাঠের শিয়রে/ প্রাচীন বটের মতো)
৬. নার্স, অামি ঘুমোইনি (উৎসর্গ> অামার কোলবালিশকে)
৭. টোকন ঠাকুরের কবিতা ( উৎসর্গ> সাজ্জাদ শরিফ, অামার প্রচুর কবিতা ছেপেছেন যিনি তাঁর সম্পাদনায়)
৮. তা ভাষায় প্রকাশ করা যায় না ( উৎসর্গ> নির্মলেন্দু গুণকে, যাকে সব বলা যায়)
৯. কুরঙ্গগঞ্জন ( উৎসর্গ> সুমনা মেহেরুন, বইটি যখন ছাপাখানায়, তখন তিনি জীবিত, তিনদিন পর জানলাম, তিনি অাত্মহত্যা করেছেন)
১০. রাক্ষস@gmail.com (উৎসর্গ> বিপ্রদাস বড়ুয়া ও কামাল চৌধুরী, সে বছর বইটি বেরুনোর কদিন পরই দেখি তাঁরা যৌথভাবে বাংলা একাডেমি পুরষ্কারে ভূষিত হলেন)
১১. শিহরণসমগ্র ( উৎসর্গ> শামসুজ্জামান খান, জামান ভাই অামার কবিতা হ্যাভি লাইক করেন)
১২. প্রেমের কবিতা (উৎসর্গ> তরুণ কবি সৈয়দ শামসুল হককে, সৃজনে তাঁর তারুণ্যের জন্যেই)
১৩. ভার্মিলিয়ন রেড ( উৎসর্গ> নবনীতা দেব সেন ও রুবী রহমানকে)
১৪. শালিকের ছদ্মবেশে কবিতা লিখি (উৎসর্গ> লিয়াকত অালী লাকী ভাইকে)
১৫. ঘামসূত্র (উৎসর্গ> অধ্যাপক অানিসুজ্জামান ও অাব্দুল্লাহ অাবু সায়ীদকে)
১৬. রোম ওয়াজ নট বিল্ট ইন অা ডে ( উৎসর্গ> কবি ও ছবি নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্তকে)
১৭. চরৈবেতি ( উৎসর্গ> অামার সেজমামাকে, যিনি জাসদ-রাজনীতি করতেন এবং এবং একরাতে অপহরণ হয়ে গেলেন, লাশ পাওয়া যায়নি)
১৮. জ্যোতি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিল (উৎসর্গ> কাকে উৎসর্গ তা এখন মনে নেই, পরে মনে পড়লে কারেকশন করে দেব)
১৯. ফড়িঙের বোন (উৎসর্গ> হাশেম খানকে, পাঠ্যবইতে যার অাঁকা ছবি দেখে দেখে বড় হলাম এবং একদিন ইউনিভার্সিটিতে (চারুকলায়) তাঁকে বিভাগের চেয়ারম্যান হিসেবে পেলাম)
২০. মমি (উৎসর্গ> সেলিনা হোসেনকে, যাঁর চাপে পড়েই সেই বাচ্চাদের উপন্যাসটি লিখেছিলাম)
২১. সব পাখিরাই পাখি না (উৎসর্গ> শামীম শাহেদকে, প্রথম অালোর গোল্লাছুট পাতায় যিনি সে বইয়ের সব কিশোর কবিতাগুলো ছেপেছিলেন)
২২. মেঘলা দুপুর ( উৎসর্গ> কাকে যে, এটাও মনে নেই)
২৩. অামি রিলেটিভ, মেসো (উৎসর্গ> মুহম্মদ নূরুল হুদা ( যিনি এ বছর একুশে পদকে ভূষিত হয়েছেন)
২৩. কুয়াকাটা ( উৎসর্গ> ইমদাদুল হক মিলন ভাইকে)
২৪. সুঁই-ব্লেড (উৎসর্গ> শাহবাগঘুরেদের)
অারো কিছু বই হয়তো এদিক-ওদিক উৎসর্গ করা হয়ে গেছে। গদ্যপদ্য-শিশু-কিশোর রচনার অামার এই বইগুলো বেশিরভাগই প্রথম প্রিন্ট শেষ। অার হয়তো ছাপা হয়নি। কিছু বই রি-প্রিন্ট হয়েছে, এবারও হচ্ছে রি-প্রিন্ট কিছু বই। কিছু বই প্রিন্টে অাটকে অাছে প্রকাশকের কম্পিউটারে। কিছু বই মনে মনে লিখেছি, মনে মনেই উৎসর্গ করেছি কাউকে বা তোমাকে, তুমি তা পড়োনি।
'এখন, পড়ো...'
©somewhere in net ltd.