![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'রাজপুত্তুর' ছবির চিত্রনাট্য প্রসঙ্গে...
রবীন্দ্রনাথ রচিত গল্পচ্ছলের গল্প 'সে'। 'সে' বইটি পড়েছেন? অামার এই প্রশ্নে খুব বেশি পাঠক পাইনি, যার 'সে' পড়া অাছে। 'সে' তো পুপেদি'র গল্প। 'সে' রবীন্দ্রনাথ এমন এক ফর্মে লিখেছেন, যে রকম গল্প বিন্যাস তার 'গল্পগচ্ছ' বা উপন্যাসগুচ্ছেও মেলে না। 'সে' পড়া পাঠক হিসেবে এ-রকমই মত পেয়েছি অধ্যাপক বদিউর রহমান, শিল্পী মুস্তাফা মনোয়ার, কবি অাসাদ চৌধুরী, অধ্যাপক অানিসুজ্জামান, ঢাকাস্থ ভারতীয় দূতাবাস থেকে প্রকাশিত সামায়িকী 'ভারত বিচিত্রা'র সম্পাদক নান্টু রায় কিম্বা লেখক অদ্বৈত দত্ত'র। সাধারণ্যে প্রায় অপঠিত এরকম একটি টেক্সট রবীন্দ্রনাথের 'সে'। ১ থেকে ১৪ পরিচ্ছেদে সাজানো বহুরৈখিক এক গল্প, এই গল্প পুপেদি'র গল্প। পুপেদি রবীন্দ্র-তনয় রথীন্দ্রনাথের পালিত কন্যা। পুপেদির শৈশবের কাহিনী যেমন 'রাজপুত্তুর' গল্পটি, একই সঙ্গে এটি পুপেদির তরুণীবেলারও গল্প। গল্পটি শালবনের।
তো 'সে' বইয়ের ১৩ ও ১৪ তম অর্থাৎ শেষ দুটো অধ্যায় কেটে নিয়ে লীলা মজুমদার (সত্যজিৎ রায়ের মাসী) তাঁর সম্পাদনায় রবীন্দ্রশিশুতোষ রচনা-ভাণ্ডার 'কৈশোরক' সংকলন প্রকাশ করেন 'বিশ্বভারতী' প্রকাশনা থেকে। রবীন্দ্রনাথের ১২৫ তম জন্মজয়ন্তি উপলক্ষে প্রকাশিত হয়েছিল 'কৈশোরক'।
'কৈশোরক' গ্রন্থে 'সে'র ১৩ ও ১৪ তম অধ্যায়কে একসঙ্গে করে 'সুকুমার' নাম দিয়ে একটি গল্প হিসেবে ছাপানো হয়েছে। সেই সুকুমারই অামাদের 'রাজপুত্তুর'। পুপেদি তার খেলার সাথী, পুপেদি তার ভালোবাসার স্মৃতি...
সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে 'রাজপুত্তুর' ছবি নির্মাণ শেষ। দর্শক এ ছবি দেখে যা বলবে অার যা বলবে না, দুটোই অামার পারা না পারায় প্রাপ্য।
টোকন ঠাকুর
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৩
আরণ্যক রাখাল বলেছেন: রিলিজ কবে করবে