নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি কবিতা

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫১


বুদবুদ পর্যায়ের কবিতা

................................

কথা হয়, মীমাংসা হয় না
মনে এত ছিটমহল

নিয়তই, মীমাংসার ভান করে, সান্ত্বনাসূচক
বারান্দায় ছুটে আসে সাঁওতালি রাতের মাদল;
ছাদে উঠে গুনে গুনে দেখি
কাছে ও দূরের প্রেক্ষিত, সম্পর্ক, আলো
অন্ধকারে আলো গুনে যাওয়াই ভালো জমকালো...

নিজেকে মুঠোয় নিয়ে খেলাটাই খেলা!
খেলা হয়, জয়-পরাজয় মীমাংসা হয় না

মনে এত প্রতর্ক প্রহরা
চারিদিকে শুধু শব্দে শব্দে ভরা
কী তুরীয় খরা!
দ্যাখো একটি প্রাণপণ বাক্য হয় না

ফলে, যা হওয়ার তা-ই হচ্ছে, হচ্ছে না এমন কী তা?
মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে কালিদাসের মেঘ
রবীন্দ্রনাথের পাখি
কিন্তু ধরাই যাচ্ছে না, কোন ফাঁকে, আড়ালে-আবডালে উড়ে যাচ্ছে
(রোদ-উৎসবে পুড়ে যাচ্ছে দালিচিত্রে গলে যাচ্ছে)
আমার ডানাময় দিন, অমীমাংসিত স্বপ্ন
এমনকি বুদ্বুদ পর্যায়েই, কবিতা

....................................

চরম পরিস্থিতি


ক্ষুধার্ত বাচ্চাদের জন্য আমি কীকরতে পারি?

যদি ঘনজঙ্গলে যাই
বাঘিনীর খপ্পরে পড়ি (হায়)
বাঘিনী যদি আমাকে থাবায়, খায়
তখন, দুধ হয়েপৌঁছুতে পারি
মা-বাঘিনীর স্তনের বোঁটায়

বন পর্যটকই একদিন মনোযোগ দেবে
পড়ে থাকা কঙ্কালে, আমার হাড়ে

ওই যে বাঘিনী আসছে
এইবার, যেকোনো মুহূর্তেই, ক্ষুধার্ত বাচ্চারা
জঙ্গলে কবিতা লিখতে আসা আমাকে
খেয়ে ফেলতে পারে

....................................

ভূগোল মাষ্টার

এই অাকাশ অামার পিতা
মাটি অামার মা
অামি তাদের সন্তান, ঐ দিগন্ত

কিন্তু ভূগোলমাষ্টার বলছেন--
দিগন্ত একটি ধারণামাত্র

........................

জাহাজি ভাবনা


যদি বন্দরে তাকিয়ে কাউকে দেখতে না পাই
জাহাজ ভেড়াব না, অর্ডার করব—
কাপ্তেন, গভীর সমুদ্রে চলো...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৪

নিমগ্ন বলেছেন: লিখছেন ভালই তো। অন্যেরা কমেন্ট করছে না কেন? আপনি কি অন্যের ব্লগে যান না?

২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৮

তার আর পর নেই… বলেছেন: শব্দটা মন হয় সতর্ক হবে।
কন্সসেপ্ট ভাল। ভাল লাগছে। প্রথম টা বেশি ভাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.