নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলৌকিক

অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন,তাহার বক্ষে বেদনা অপার;

তমাল গূরু

ফেসবুকঃ http://www.facebook.com/tomald420 প্রত্যেকটি মানুষই অন্য মানুষ থেকে সম্পূর্ণ আলাদা।সব মানুষেরই স্বকীয় কিছুবৈশিষ্ট্য আছে।আমার বৈশিষ্ট্য হল আমার বলার মত কোন বৈশিষ্ট্য নেই। মেইল এড্রেসঃ [email protected]

তমাল গূরু › বিস্তারিত পোস্টঃ

ভাইভা নিয়ে রঙ্গ হলো এবার সাঙ্গ(রম্য গল্প-অপ্রাপ্ত বয়স্কদের জন্য নহে)

১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৫৮



আজ ফোর্থ ইয়ার এর ভাইভা পরীক্ষা দিয়ে এলাম।আমার বিশ্ববিদ্যালয় জীবনের চার বছরের ভাইভাগুলোর এবং ছোটবেলার মজার কিছু অভিজ্ঞতা নিয়ে লেখা।



ঢাবিতে ভর্তি হওয়ার পর প্রথম ভাইভাটি ছিল ল্যাবের।ল্যাব ইনকোর্সের ভাইভা বলে একটা বিষয় ছিল।আমি আর আমার ল্যাব পার্টনার আইডিয়াবাজ ভাইভা দিতে গিয়ে প্রথম যে ডায়ালগটা শুনি তা সুপ্রিয়া সাহা ম্যাডামের।আমাদের চেহারা দেখেই আরেক ম্যাডাম নাসিমা ম্যাডামকে বললেন ম্যাডাম এরা তো কিছুই পারবে না।আমরাও ম্যাডামেরে কথাটাকে সত্য প্রমান করার প্রত্যয়ে কিছুই পারলাম না।সবশেষে সুপ্রিয়া ম্যাডামের আত্মউপলব্ধি “ম্যাডাম আমি বলেছিলুম না এরা কিছুই পারবে না।”



যখন কোর্স ভাইভা শুরু হল আমার আগে আইডিয়াবাজের ভাইভা ছিল।কোন এক বিচিত্র কারণে স্যার ভাবের জগতে চলে গিয়েছিলেন।তিনি হটাৎ করে আইডিয়াবাজকে জিজ্ঞেস করলেন “আচ্ছা বাবা মনে কর আমি তোমার হাতে চাঁদটা এনে দিলাম কি হবে?”।

আইডিয়াবাজের তৎক্ষণাৎ উত্তর “ ধ্বংস হয়ে যাবে স্যার।”।স্যার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কেন?আইডিয়াবাজ অবশ্য এই প্রশ্নের উত্তর দিতে পারে নাই।

কিছুক্ষন পর আবার জিজ্ঞাসা করা হল, “মনে কর তুমি একটা পাখিকে লক্ষ্য করে গুলি ছুড়লা।একটা গুলি দুই ইঞ্চি উপর দিয়া গেল,আরেকটা দুই ইঞ্চি নিচ দিয়া।রেসাল্ট কি?”

আইডিয়াবাজের অকপট উত্তর “স্যার পাখিটাতো মইরা গেছে।”

স্যার আবারো বললেন “মানে?”

আইডিয়াবাজঃ এরিথম্যাটিক মিন স্যার।দুইটার এভারেজ নিলে তো গুলিটা স্যার পাখিটার গায়ে লাগছে।তাই পাখিটা মারা গেছে।

ভাইভার এক পর্যায়ে কোন একটা প্রশ্নের ভুল উত্তর দেয়ার পর এক্সটারনাল বলল যে আনসার ভুল।আইডিয়াবাজের উত্তর সায়র এইমাত্র রেসনিক , হেলিডে, ওয়াকারের বইতে দেইখা আসছি স্যার।



আমার ভাইভাও যে এর থেকে ভাল হয়েছে তা না।কিন্তু কোন এক বিচিত্র কারনে আমরা দুই জনেই ভাইভাতে এ+ পেয়ে যাই।উল্লেক্ষ্য, আমরা ঢাবির বিজ্ঞান অনুষদের গ্রেডিং পদ্ধতির প্রথম ব্যাচ।আর ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে ভাইভাতে এ+ পাওয়া খুবি বিরল।

ম্যাথমেটিক্স নিয়ে অনেক কৌতুক আছে।আইডিয়াবাজের শেষ উত্তরটা সেখান থেকেই ছিল।

ম্যাথমেটিক্স নিয়ে আরেকটা মজার কৌতুক আছে।

একবার এক ম্যাথের প্রফেসর মানবসেবায় নিজেকে নিয়োজিত করার উদ্দেশ্যে চিন্তা করলেন ফায়ার বিগ্রেডে পার্টটাইম কাজ করবেন।

চাকুরীর ভাইভায় ফায়ার বিগ্রেডের এক কর্মকর্তা প্রশ্ন করলেন,

“মনে করুন আপনি একটি বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছেন।হটাৎ বাড়িতে আগুন লাগল।বাড়ির বাগানে পানির পাইপ আছে।আপনি কি করবেন?”

প্রফেসরঃ পানির লাইনটা ছেড়ে পাইপটা বাড়ির দিকে দিয়ে দিব যতক্ষণ আগুন না নিভে।

কর্মকর্তাঃ ভাল।আচ্ছা আপনি যদি দেখেন বাড়িতে আগুন লাগেনি।কিন্তু পাশেই একটা কিছু জ্বলছে যেটা থেকে আগুন লাগতে পারে তাহলে আপনি কি করবেন?

প্রফেসরঃ অনেকক্ষণ চিন্তা করার পর, “তাহলে আমি ঐ বাড়িতে আগুন লাগানোর ব্যবস্থা করব।”

কর্মকর্তাঃ অবাক হয়ে, “হোয়াই?!!!”

প্রফেসরঃ দ্যাটস হাউ আই উইল রিডিউস দিস প্রবলেম ইনটু এ প্রিভিয়াসলি সল্ভড প্রবলেম।

ম্যাথেমেটিক্স নিয়ে আরেকটা কৌতুক শুনে খুব মজা পেয়েছিলাম।

কৌতুকটা হলঃ

একবার এক ম্যাথের ছাত্র যে সবসময় পায়ে হেটে ভার্সিটিতে আসে সে একটা রংচঙ্গে বাইসাইকেলে করে ভার্সিটিতে এল।বন্ধুরা কারন জানতে চাইলে সে বলল, “এটা একটা থ্যাংক ইউ গিফট।তার এক ছাত্রী তার কাছে অংক করত।সে পাশ করায় তাকে ধন্যবাদ দিতে তার ফ্লাটে এই বাইসাইকেলে চড়ে এসেছিল।তো ফ্লাটে এসে মেয়েটা তার সব জামা কাপড় খুলে বলল ছেলেটা তার কাছ থেকে যা চায় আজ তাই নিতে পারে।”

তখন তার এক বন্ধু বলে উঠল “তুই বাইসাইকেলটা নিয়ে ঠিক কাজটাই করেছিস।তোর আসা যাওয়ায় সুবিধা হবে।আর তাছাড়া মেয়েটার ওই কাপড়গুলো তোর গায়ে লাগত না।আর যদি লাগতও চিন্তা করে দেখ ওগুলো পড়লে তোকে কতটা অদ্ভুত লাগত।”

এই হল ম্যাথমেটিশিয়ানদের অবস্থা।

দ্বিতীয় বর্ষে ল্যাব পরীক্ষা দেয়ার সময় পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলনের শর্ত আমার কাছে জানতে চেয়েছিল শেষ প্রশ্ন হিসেবে।আমি ভুল উত্তর দিলেও এত কনফিডেন্সের সাথে দিয়েছিলাম যে এক্সটারনাল খুশী হয়ে বলে বাবা এইত পেরেছ।যাও তোমার ভাইভা শেষ।তিনি সত্যিই বুঝতে পারেন নাই আমি যে ভুল আনসার করেছি।

একই দিনে উনি আরেকটি মজার কাজ করেছিলেন।আমাদের ল্যাব পরীক্ষায় দুই একটা রিডিং নিয়ে একটা রিডিং স্যারদের দেখিয়ে সাইন করিয়ে নিতে হয়।আমি একটা এক্সপেরিমেন্টে সাইন করিয়ে বাকি ডাটাগুলো যেহেতু পকেটে আলগা শীটে আছে সেহেতু ওইটা দেখার জন্য টয়লেটে যাওয়ার জন্য ইন্টারনালের কাছে পারমিশন চাইলাম।ইন্টারনাল রাব্বানী স্যার বললেন যাও।হঠাৎ এক্সটারনাল আমাকে ডেকে বলল দাঁড়াও।আর রাব্বানী স্যারকে বলল, “স্যার আমি গিয়ে দেখে আসছি।”আমিতো পুরাই আবুল হয়ে গেলাম।আমি যামু টয়লেটে, ওই শালা আমার সাথে টয়লেটে কি দেখতে যাইব।(আসলে এক্সটারনাল মনে করেছিল আমি ডাটা সাইন করার জন্য স্যারকে ডাকতে এসেছি)।পরে রাব্বানী স্যার উনাকে বুঝিয়ে বলে সে যাত্রায় আমার সাথে টয়লেটে যাওয়া থেকে এক্সটারনালকে বিরত করেছিলেন।



আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম।যেহেতু ঢাকা কলেজের ছাত্ররা ক্লাস করে না বলে সুনাম রয়েছে এবং আমরা সেই সুনাম রক্ষার্তে নিবেদিতপ্রাণ ছিলাম তাই আমরা কলেজের টিচারদের নামও জানতাম না চেহারাও চিনতাম না।কলেজের কেমিস্ট্রি প্র্যাকটিকাল(ফাইনাল) ভাইভার সময় আমাকে স্যার জিজ্ঞাসা করলেন “নিয়মিত ক্লাস করতা?”

আমিঃ জ্বি স্যার।

মোজাম্মেল স্যারঃ বলত তোমাদের কেমিস্ট্রি ক্লাস কে নিতেন?

আমিঃ মোজাম্মেল স্যার।(একবার কার কাছ থেকে যেন শুনছিলাম যে মোজাম্মেল স্যার কেমিস্ট্রি পড়ায়)

মোজাম্মেল স্যারঃ অবাক হয়ে “স্যারকে চেন?”

আমিঃ কনফিডেন্সের সাথে “অবশ্যই স্যার।চিনব না কেন?উনিতো স্যার আমাকে খুব স্নেহ করতেন।”

আমার এই উত্তর শুনে এক্সটারনাল মোজাম্মেল স্যারের কানে কানে জিজ্ঞেস করল “স্যার আপনার না মোজাম্মেল না?!!!”

আমার এই প্রতিভা ছোটবেলা থেকেই।ছোটবেলা থেকেই আমি একজন শান্ত-শিষ্ট লেজ বিশিষ্ট প্রাণী।শুধু লেজ খানা সামনের দিকে এই যা।শিশুকাল থেকেই নিজের অসাধারন সুপ্ত প্রতিভাগুলোর ব্যাপক বিকাশ ঘটিয়ে চলেছি।প্রথম এই প্রতিভার প্রকাশ ঘটাই মতিঝিল আইডিয়াল হাই স্কুলের ভর্তি পরীক্ষায়।তখন আমরা মতিঝিল এ,জি,বি কলোনীতে থাকি।আইডিয়াল স্কুল খুবই নামকরা স্কুল।তো বাবা-মা চিন্তা করলেন পোলাটারে এই স্কুলে ভর্তি পরিক্ষা দেওয়াই।যেই ভাবা সেই কাজ।ক্লাস ওয়ানের বা টুয়ের ভর্তি পরীক্ষা দিতে গেলাম।প্রশ্ন দেখে ব্যাপক মজা পাইলাম(যতটুকু মনে পরে) কারন বেশীর ভাগ প্রশ্নই পারি না।কিন্তু প্রতিভার স্বাক্ষরতো রাখতে হবে।ইংরেজি শব্দের শব্দার্থ করতে হবে।

প্রশ্নঃ Butterfly -

চিন্তা করে দেখলাম এই শব্দ জীবনে চউক্ষে দেহি নাই।কি করা যায়।হটাৎ মনে হইল শব্দটারে সন্ধি-বিচ্ছেদ(যদিও তখন ব্যাপারটার সাথে পরিচিত ছিলাম না) করাই।butter+fly।butter মানেও জানি fly মানেও জানি।আর পায় কে লিখলাম butterfly = মাখন উড়া।আমার পাশে বসে যে কিউট মেয়েটা পরীক্ষা দিতেছিল সেও আমারটা দেখে এইটাই লিখল।পরীক্ষা দিয়ে এসে বাপরে যখন নিজের এই অসাধারন প্রতিভার জানান দিলাম তখনই বাপ বুঝল এইটারে দিয়া আর ভর্তি পরীক্ষা দেওয়ানোটা ঠিক হইব না।যে কারনে আর ভর্তি পরীক্ষা দেয়া হয় নাই।ভাইভা বোর্ডে এই রকমই উলটা-পালটা উত্তর দিয়া মাষ্টাররে বহুত বার আউলাইয়া দিসি।ইচ্ছা করলেই আর কখনো এই ভাইভা বোর্ডের মুখোমুখি না হইয়া থাকতে পারুম।আশা করি সামনে চাকরীর ভাইভাগুলাতেও ঊলটা-পালটা কইরা আসতে পারুম।যেহেতু মামা-চাচা নাই সুতরাং চাকরী পামু না।ফলে ফাউলগিরি করতে বেশ সুবিধাই হইব।এইখানে তো আর ভাইভার জন্য আলাদা নাম্বার নাই......

মন্তব্য ৪১ টি রেটিং +২০/-৩

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:২৬

রকিবুল আলম বলেছেন: জোস

১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৯

তমাল গূরু বলেছেন: ধইন্যবাদ।

জনাব যাদেরে পড়ার টেবিলে বসাইতে চাইতেছেন উনারা টেবিলে বইসলে ত টেবিলডাই ভাইঙ্গা পড়ব।হুদাই নিরীহ টেবিলডারে কষ্ট দিয়া লাভ কি???!!!!

:#) :-B B-)) B-) ;)

২| ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:৩৭

অ আ বলেছেন: ব্যপক :#) B-))

১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৬

তমাল গূরু বলেছেন: ধইন্যবাদ টু দি পাওয়ার ইনফিনিটি......

ভাই কি তাজমহলের সামনে খারায়া পোজ দিলেন নি???

আফনেরে দিয়াইতো পড়ালেহা শুরু করছিলাম

"অ তে অজগর ঐ আসছে তেড়ে,
খ তে খরগোসটি আমি খাব পেড়ে।"

:D :#) B-)) B-)) B-))

৩| ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:৩৯

ফিরোজ-২ বলেছেন: মজার

১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২১

তমাল গূরু বলেছেন: ফ্রি rose(রোজ)-২ ভাই রোজ ফ্রি দিবেন বালা কতা কিন্তু ২ নম্বারটা দিবেন কেলা!!!!

নাকি ভাই ফ্রি রোজের ঠেলায় তলাইয়া গেসেন গা।

ধইন্যবাদ।

B-)) :-B :-B :-B

৪| ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৩১

তিতাস একটি নদীর নাম বলেছেন: এজিবি কলোনিতে ৯৮ থেকে ২০০২ পর্যন্ত ছিলাম।

১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৬

তমাল গূরু বলেছেন: আমি ভাই ১৯৮৭ থেকে ২০০৩ পর্যন্ত ছিলাম।ঈদগাহ হইতে শুরু করিয়া আইডিয়াল হইয়া আল-হেলাল পর্যন্ত সকল জায়গায়ই ছিলাম এবং সর্বত্র ইতস্ততভাবে বিচরন করিয়াছি......আপনি কোন জোনে ছিলেন???

৫| ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:১৩

ইভা লুসি সেন বলেছেন: কঠিন

১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩০

তমাল গূরু বলেছেন: ধইন্যবাদ আফা।

ফুটু লইয়া কিছু কইলাম না...

তয় ভাইয়ের লাল জামাটা খুবই সুন্দর... গরুর খুবি পছন্দের...


:D :D :D

৬| ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:২৪

নিঃসঙ্গ ইশ্বর বলেছেন: "আইডিয়াল স্কুল খুবই নামকরা স্কুল"

আপনার চামবাজিগুলো ব্যাপক ভাল লাগল। ব্যাপক। আরো লিখেন............অপেক্ষায় রয়লাম।

১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৯

তমাল গূরু বলেছেন: আইডিয়াল প্রায়ই মারি ইস্কুল না। আইডিয়াল হাই ইসকুল।বড়ই নামকরা...... B-)) B-))

আপনাদের ভাল লাগাই আমার লেখার সার্থকতা...

আগের চামবাজি গুলা দেখতে পারেন।আশা করি ভাল লাগবে।

শাহরুখ খনেরটা বাদে।অইডা চিরিয়াচ লেহা......

অপেক্ষায় থাকেনআরো আসব।আর একখান পরীক্ষা দিলেই বেকার জীবনের শুরু হইয়া যাইব।তহন চামবাজি ছাড়া আর কিছু করার থাকব না.........

/:) :-B :-B :-B

১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৬

তমাল গূরু বলেছেন: ভাল কথা আমি কিন্তু আইডিয়াল প্রায়ই মারি ইস্কুলের।

তয় আমারে প্রায় না না নিয়মিতভাবে পরিমিতভাবে মারত......

৭| ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৬

জাহাঙ্গীর সিএসইবিডি বলেছেন: না..ইস।

১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৩

তমাল গূরু বলেছেন: ভাই ধইন্যবাদ।

নাইচ কওয়ার ইচটাইল টা নাইচ হইচে...

জনাব কি প্রোগ্রামিং এর লেঙ্গুয়েচ ইউজ করচিলেন নি???

:#) :#) :#)

৮| ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৮

নিয়মহীন বলেছেন: ভাই ভালই লিখচেন। :D

১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৫

তমাল গূরু বলেছেন: ধইন্যবাদ।

ভাইত দেহি নিয়মহীন।ইশ আমি যদি নিয়মের বাইরে থাকবার পারতাম......

|-) |-) |-)

৯| ১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:০১

রেজ উল করিম বলেছেন: ভাই আপনার চাপা মারা দেখে বেফক মজা পাইলাম
চালিয়ে যান---------+++++++++++++++----------------

১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫০

তমাল গূরু বলেছেন: জনাব ধইন্যবাদ।

ওইডা না থাকলে তো এতদিনে না খাইয়া মইরা যাইতাম।

আফনাদের দোয়ায় চাপাবাজি কইরাই এক বেলা দুই মুঠ খাওয়া জোটে......

মানে ক্যাম্পাসে থাকলে চাপাবাজি কইরা মাইয়াগো পয়সায় দুপুরের খাওনডা আর কি ......

দোয়া রাখবেন......

:D B-) ;) :P :#) B-)) :-B

১০| ১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১৬

এক চিলতে আলো বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৭

তমাল গূরু বলেছেন: :) :D :-* :#) B-)) ;) :!> :|| :P /:) :-B B:-/ !:#P :-0

১১| ১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১১

তিতাস একটি নদীর নাম বলেছেন: লেখা অনেক ভালো হৈছে।
৯০-৯২ মডেলে পড়ছি। তখন বাইরে থাকতাম।
৯৮-২০০২ ওই সময়ে ইউনিতে পড়ি।
আইডিয়াল জোনে ছিলাম--মডেলের লাল বিল্ডিংটার উলটা দিকে।

১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৫

তমাল গূরু বলেছেন: আমি ৯৮-০২ পর্যন্ত মডেলে পড়ছি।২০০০ পর্যন্ত আইডিয়াল জোনে ছিলাম।বেশীরভাগ সময় ৩৮ নাম্বার নাইলে ৯২ নাম্বারের সামনে খেলাধুলা করতাম... :-p

১২| ১৭ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪০

হুপফূলফরইভার বলেছেন: শুধু লেজ খানা সামনের দিকে এই যা। =p~ =p~ =p~ =p~ =p~

১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৭

তমাল গূরু বলেছেন: হুপফূল ভাই হুপফূললি আফনেরটাও সামনেরদিকে।হেহেহে...... :) :D B-) ;) B-)) B-)) B-))

১৩| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২০

পারাবত বলেছেন: :D

১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩১

তমাল গূরু বলেছেন: :-P

ভাইয়ের প্রোফাইল পিকের ইমোকটিকনডাতো সামুর ইমোকটিকনের থেইকাও দারুন পাইলেন কই????

১৪| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২০

শ্রাবণমেঘ বলেছেন: দোস্ত এইবার রঞ্জিতের ব্যাপারে কিছু লেখ !!!!

১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৮

তমাল গূরু বলেছেন: অবশ্যই লিখব।উনার মত মহৎ ব্যক্তির প্রশংসা এক দিনে লেইখা শেষ করা যাইব না।

উনারে নিয়া তো একখান উপন্যাস লেহা যায়।

উনি যে আমারে কলেজে থাকতে কইছিল "পাঞ্জাবী পইরা জামাই সাইজা কলেজে আস।কলেজের কোন ড্রেস নাই দেইখ্যা যা খুশি তাই করবা।"

ঐ ঐতিহাসিক ডায়ালগ কি ভুলা যায়......

ঐডা মনে করাইয়া দিয়া আমারে ইমোশনাল কইরা দিলিরে...

:#) :#) :#) =p~

১৫| ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৫

মোসারাফ বলেছেন: ভাইভা দেওয়ার স্মৃতি মনে পড়ল। একবার স্যার বললেন ভাইভা বোর্ডে শার্ট ইন করে আর সু না পড়ে আসলে বের করে দেওয়া হবে। পরদিন সব ছেলেরা ইন করে সু পড়ে আসল। এক ছেলের মন্তব্য ছিল মেয়েরা তো ইন করে আসেনি সু ও পড়েনি তা হলে ওদের বের করে দিচ্ছে না কেন B-) ?

১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৫

তমাল গূরু বলেছেন: ভাইজান এত দাবা খেইলাও দেহি হাবা রইয়া গেলেন :-D

আফনে যানেন না যে ধেশের প্রধানমন্ত্রী মেয়ে।তাই দাবা খেলার মন্ত্রীর মতই তাহারা যহন খুশি যেইহানে খুশি যাইবার পারে......

আমাগো ডিপার্টমেন্টে মেয়েরা ভাইভাতে কিছু না পারলেও আমাদের থেইক্যা বেশী নাম্বার পায়...বড়ি আপচোষের বিষয়...... |-) |-) :D :)

১৬| ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৯

প্রিন্স অফ পারসিয়া বলেছেন: রিয়েল লাইফ জোকস গুলা বেশী জোস হয়,
শেয়ার করবার জন্য ধন্যবাদ, :D

১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৯

তমাল গূরু বলেছেন: জ্বি,জাহাপনা......

সামনে আরো আসব......

আপনের নামের বাঙ্গলা ভারসন হইল

পারস্য দেশীয় রাজকুমার......হের লাইগা জাহাপনা কইলাম...হেহেহে

:#) B-)) :-B B:-)

১৭| ১৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৪৬

তিতাস একটি নদীর নাম বলেছেন: আমরা স্কুলে পড়ার সময় ১০১-১০২ বিল্ডিং এর জায়গাটায় খেলতাম। পরে বিল্ডিং উঠে যায়।
ভাল লাগল স্মৃতি রোমন্থন করে--আপনার সাথে কথা বলতে পেরে ভালও লাগছে।
আমাদের সময়ে মডেলের পুরনো বিল্ডিংটা ছিল। পরে যখন কলোনীতে যাই নতুন বিল্ডিং হয়েছে।

১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:১০

তমাল গূরু বলেছেন: তিতাস ভাই তুমি কইরা কইয়েন।হাজার হোক আফনের এলাকার + ইসকুলের ছোড ভাই।আর আমরাও মডেল ইসকুলের পুরান বিল্ডিঙ্গয়ে কেলাস করছি।শেষের দিকে নতুন বিল্ডিঙ্গয়ে।তালিব আলির দুর্নীতির সাক্ষীও আমরাই।

আর কলোনীর স্মৃতি ভাই ভোলার না।বন্ধু-বান্ধবের সাথে একসাথে বড় হওয়া অন্যরকম একটা জগত ছিল।বন্ধুদের প্রায় সবাই কলোনী ছেড়ে চলে গেসে।অনেক পরিবর্তন এসেছে কলোনীতে।তবুও যতবার কলোনীর পাশ দিয়ে কোথাও যাই খুব মনে পড়ে হারিয়ে যাওয়া সেই দিনগুলো......

১৮| ১৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:২৩

রফিক মাহমুদ বলেছেন:
হা হা, মজার অভিজ্ঞতা।
তবে আপনি বোধ হয় আহমেদ শফি স্যার বা আরশাদ মোমেন স্যারের পাল্লায় পড়েন নি। শুনেছি এই দুজন নাকি সব উত্তর মন দিয়ে শোনেন আর অতি চালাকদের বারোটা বাজিয়ে দেন। জিকসেস এমন একটা বর্ণনা দিয়েছেন সামুতে।

১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩২

তমাল গূরু বলেছেন: জ্বি না ভাইজান।উনারা আমার ভাইভার সময় ছিলেন না।তবে শফি স্যার কোয়ান্টাম পড়াইছিলেন।

শফি স্যার আমাগো ওরিয়েন্টেশান ক্লাস নেয়ার সময় উনার আর উনার বিবি আমাদের কিছুদিন আগেকার চেয়ারম্যান চুলটানা শফি ম্যাডামের একটা ইনভাইটেশন কার্ড ফেলে রেখে যান।যেইডা আমি আর আইডিয়াবাজ পড়ে ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে দিয়া স্যাররে একখানা খেইল দেখাইছিলাম।

আমরা ভার্সিটির গ্রেডিং পদ্ধতির প্রথম ব্যাচ হওয়ায় আমাদের পাশ নম্বর ২৫ থেকে ৪০ হয়েছে তাই প্রশ্ন সহজ করতে হইব কইয়া যেই হাসিডা শফি স্যার দিছিলো ওইডা যদি দেখতেন......

আর উনাগো না পাইলেও আমরা খালেক স্যাররে পাইছি...

ওয়ান এন্ড ওনলি পিস।
ভাইবায় একবার প্রশ্ন কইরা কই আইজকা আর ফাকি দিবার পারবি না আমি উত্তর লেইখ্যা নিয়া আসছি।এইডা বইলা তিনি পকেট থেইকা একটা কাগজ বাইর কইরা ম্যাজিক দেখাইবার ক্ষমতাসম্পন্ন টিচার......

জিকো ভাইয়ের কোন একটা ব্লগে উনার কথা বলছিল মনে হয়...

:D :#) B-)) B-)) =p~

১৯| ১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৮

রেজওয়ান তানিম বলেছেন: oi shala tor ekhono somoy hoy nai?? pithaiya lal banano dorkar, ekhoni shob koyta por , bodmash

১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৬

তমাল গূরু বলেছেন: তুই জানস না তোর বউ আমারে ফেচবুকে এড করে নাই।এই দুঃখ বুকে লইয়া আমি কেমনে তোর প্রেমের কবিতা পড়ি......

:( :( :-< |-) |-) |-) |-) |-)

২০| ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১৫

পৃথিবীর আমি বলেছেন: শুধু লেজ খানা সামনের দিকে এই যা। : :D :D :D :D

১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২৭

তমাল গূরু বলেছেন: হ রে ভাই...সবার লেজডাই সামনের দিকে।শুধুমাত্র জ্ঞানী ব্যক্তিরাই এইডা উপলব্ধি করবার পারে।এই যেমন আফনেও পারছেন......হেহেহে :-B :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.