![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন কৃষকের ছেলে, এই হাতে হাল চালাই, এই হাতেই কলম চালাই আবার এই হাতেই কীবোর্ড চালাই। সবকিছুই করার প্রচেষ্টা আমার মধ্যে রয়েছে।
ঘটনাঃ ০১
আমি তখন ক্লাস ফাইভে পড়ি। আমাদের বাড়ি গ্রামে, যৌথ পরিবার। দাদা দাদী আমাদের সাথে থাকেন। আমার এক চাচা বছর পাঁচ আগে আমেরিকা গেছে। দাদীর মুখে সবসময় সেই চাচার সুনাম। কথায় কথায় সেই চাচার প্রসঙ্গ উঠে। বছরে একবার দেশে আসেন। যা হোক মুল ঘটনায় আসি। এক সময় শোনা যেতে লাগল, চাচা নাকি বিয়ে করেছেন। একথা শুনে দাদী সে কি কান্না। কোন ভাবেই তাকে থামাতে পারা গেল না। চোখে পানি নাই কিন্তু সবসময় প্যানপ্যানানি। চাচা বিয়ে করেছেন এক আমেরিকান মেয়েকে। আমাদের কত যল্পনা কল্পনা চাচী দেখতে কেমন হবে? আমাদের সকল চিন্তার অবসান ঘটল চাচার চিঠি পেয়ে। চাচা নাকি সামনের মাসের তিন তারিখে আসছেন। দাদীর একটাই বক্তব্য “হারামিটারে ঝাঁটা পিটা করব” । আমরা অপেক্ষা করে থাকলাম কবে তিন তারিখ আসবে। চাচা আসবে, বিদেশী চাচী আসবে। অবশেষে চাচারা এল। আমার দাদীর ছেলের উপর থেকে সকল রাগ মুছে গেল। চাচা দাদীকে সালাম করলেন। দাদী বললেন “ওই স্বপন তোর বউ কই? তোর পাশে এটা কে? তোর শশুর নাকি?’’ চাচা বললেন ‘এটায় তোমার বউ মা।’ দাদী তো উল্টে পড়ে গেলেন, আমাদেরও মাথা নষ্ট হবার যোগাড়, কারণ যাকে চাচী বলে আমাদের সাথে পরিচয় করিয়ে দিলেন তিনি পরে আছেন শার্ট প্যান্ট, তার চুল ছোট করে কাটা এবং সবচেয়ে হতবাক করার মতন বিষয় হল তার মাথার চুলের রঙ আমার দাদার চুলের মত সাদা।
ঘটনাঃ২
এবারকার ঘটনা ক্লাস টেনের। নিউ টেনে উঠেছি, স্কুলের সবচেয়ে বড় ক্লাসের ছাত্র এটা ভাবতেই অন্যরকম লাগত। আমাদের হেডস্যার একটি মাত্র ক্লাস নেন সেটা টেনের ইংরেজি ক্লাস। এমনিতেই স্যার এর অনেক নাম ডাক, তিনি সুনিপুণ ভাবে ছাত্র পেটাতে পারেন। কাজেই এবার হেডস্যারের ক্লাস পাব। কেমন যে স্যার পড়াবে সেটা নিয়ে প্রায় বন্ধুরা মিলে আলোচনা করতাম। স্যার প্রথম দিন ক্লাসে আসলেন, বিশাল এক বেত হাতে নিয়ে। আমাদের তো সিগন্যাল যুম আলট্রা বরাবর আপ-ডাউন করছে। স্যারের ক্লাসে ঢুকে প্রথম কথা, ‘ফাস্ট বয় কে?’ তিনি এমন ভাবে কথাটা বললেন যেন তাকে শাস্তি দিবেন। খারাপ নসিব, আমি ছিলাম তখনকার ফাস্ট বয়। কোন মতে দাঁড়ালাম। স্যার বললেন ‘শোন বেশি কথা বলবা না। আমি বেশি কথা পছন্দ করি না।’ স্যার কেন একথা বললেন সেটা তখন না বুঝলেও যখন পড়ানো শুরু করলেন তখনি বুঝলাম। স্যার পড়ানো শুরু করলেন, ‘আজ আমি তোমাদের ন্যারাশন বা উক্তি শিখাব, আমি পয়েন্ট গুলা বলি তোমরা লিখতে শুরু কর। ১) সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে।’ ঠিক এসময় আমার মুখ ফসকে বেরিয়ে গেল, ‘স্যার এটা তো ভয়েসের রুলস, ন্যারাশন তো আলাদা।’ স্যার তখন হুংকার দিয়ে বললেন, ‘ননসেন্স, গেট আউট ফ্রম হিয়ার, অ্যাট অন্স।’ আমি এক দৌড়ে বাইরে চলে আসলাম, তারপরকার ঘটনা আমার কাছে অজানা।
ঘটনাঃ ০৩
এটা ২১শে সেপ্টেম্বর, ২০১২ এর ঘটনা। সেদিন টি২০ ওয়ার্ল্ড কাপের বাংলাদেশের বনাম নিউজিল্যান্ডের মধ্যকার খেলা। আমার আব্বা পড়াশোনা জানেনা। কিন্তু তিনি বাংলাদেশ ক্রিকেট টিমের বিশাল ফ্যান। প্রতিটি খেলা দেখেন। আমি, আব্বা ও আমার ছোট ভাই একসাথে খেলা দেখছি।বাংলাদেশের সেদিনের পারফমেন্স দেখে আব্বার উক্তি- ‘বান্দর দ্যুটা খেলবে কিভাবে? একজন ব্যাট করতে নেমেছে স্নো ম্যাখ্যা, আর একজন বিস্কুট খইয়া।’ তামিম এবং সাকিব সম্পর্কে এই উক্তির কারন হল, খেলা দেখছিলাম বিটিভি তে সেদিন ব্রিটল বিস্কিট আর ফেয়ার অ্যান্ড লাভলীর বিজ্ঞাপন বেশি দেখাচ্ছিল।
ঘটনাঃ ০৪
আমার দাদীর ভাই আমেরিকাতে থাকেন। অনেকদিন পর দেশে এসেছেন। আমাদের বাড়িতে এসেছেন দাদীর সাথে দেখা করতে। সবার সাথে দেখা করার পর সবাইকে একটা করে ছোট্ট প্যাকেট দিয়ে বললেন এটা খাবে। দাদারা চলে গেলেন। আমরা সবাই প্যাকেট ছিঁড়লাম গোল একটা বস্তু বের হল। খুব সুন্দর গন্ধ, ভাবলাম মিষ্টি টিস্টি হবে। সেটা মুখে পুরে চিবাতেই আছি শেষ আর হয় না। কি ব্যাপার? বাড়িতে তো পুরা হুলুস্থল কাণ্ড। সেই বস্তু না যাচ্ছে খেয়ে শেষ করা আর না পারছি গিলতে। আসলে বস্তুটি ছিল চুইং গাম।
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০০
তন্দ্রা বিলাস বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫০
েদশীদাবাং বলেছেন: আহারে আম্রিকাতে কতো আত্মীয়
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৯
তন্দ্রা বিলাস বলেছেন: হ্যাঁ ভাই আছে কিন্তু কাজের না। এখন কেও খোঁজও নেই না
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
শার্লক বলেছেন:
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১০
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০০
বুঝিনাই বলেছেন: কাহিনী গুলো অনেক মজার, তবে চুইংগাম এর ঘটনায় একটু চিন্তিত হয়ে গেলাম, এটা কবেকার ঘটনা?? আপনাকে অনেক পুরান আমলের লোক মনে হচ্ছে :-& :-& :-&
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৪
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। পুরান আমলের লোক আমি না, অনেক ছোটতে ঘটা এই ঘটনাটি। আর অজ পাড়াগাঁ তে আমার বাড়ি ছিল। আখন অবশ্য...
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৩
মিজানুর রহমান মিলন বলেছেন: ৪ টি ঘটনাই পড়লাম। প্রত্যেকটি ভাল হয়েছে তবে প্রথমটিই সবচেয়ে বেশি ভাল লেগেছে ।
শুভ কামনা রইলো । ভাল থাকবেন সবসময় ।
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৭
তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ আপনিও ভালো থাকবেন সবসময়।
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৭
রিমন রনবীর বলেছেন: হা হা হা দারুন মজা তো! পেলাচ লন...
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৯
তন্দ্রা বিলাস বলেছেন: আপনিও ধন্যবাদ লন...
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৬
ভোরের রোদ বলেছেন: জটিল !!!!!!!
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২০
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ। কেমন আছ? সব ঠিকঠাক তো?
৮| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৬
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: ‘বান্দর দ্যুটা খেলবে কিভাবে? একজন ব্যাট করতে নেমেছে স্নো ম্যাখ্যা, আর একজন বিস্কুট খইয়া।’
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২১
তন্দ্রা বিলাস বলেছেন: আপনের মতন আমিও হাসছিলাম তবে আড়ালে।
৯| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২২
Ashish বলেছেন: “ওই স্বপন তোর বউ কই? তোর পাশে এটা কে? তোর শশুর নাকি?’’
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৬
তন্দ্রা বিলাস বলেছেন:
১০| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৩
তুহিন২৭ বলেছেন: দাদীর কতক্ষণ পরে জ্ঞান ফিরছিল, ঝাতি জানতে চাই
আর স্যারেরা বিশেষ করে হেডস্যারেরা আসলেই এমন, (আমি বাদ, অংক যেদিন মনে থাকে না, সেদিন গল্প কইরা কাটাইয়া দেই
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩২
তন্দ্রা বিলাস বলেছেন: আসলে আমার দাদী ভালো ভান করতে পারে। আমার মনে হয়....
খাইসে! আপনি টিচার নাকি?
তারপরেও আমাদের হেড স্যার অনেক ভালো টিচার। যেদিন স্কুল থেকে বিদায় নিই সেদিন অনেক খারাপ লাগছিল। কারণ আমার লাইফের প্রিয় টিচার গনের মধ্যে একজন হেড স্যার।
ধন্যবাদ ভালো থাকবেন।
১১| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৪
ভোরের রোদ বলেছেন: হ্যাঁ ভাই খুব ভালো আছি। সব ঠিকঠাক কিন্তু ঐ মাইয়া তো...
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৪
তন্দ্রা বিলাস বলেছেন: এই চুপ কর মিয়া। এইখানে মাইয়া রে টাইনা আনো কান?
১২| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৪
বুড়িগঙ্গার পাড়ে বলেছেন: ভাল লাগল, ভাল থাকবেন। ভাল লিখবেন, ভাল.........
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৫
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করব।
১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৭
আসাদুজ্জামান আসাদ বলেছেন:
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৭
তন্দ্রা বিলাস বলেছেন:
১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৯
জাতির চাচা বলেছেন: লেখা ভালো হইছে।
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৪
তন্দ্রা বিলাস বলেছেন: চাচা আপনাকে অনেক ধন্যবাদ। আপনিও আমার চাচার কাছ থেকে অনুপ্রেরণা পেতে পারেন
১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: তৃতীয় ভাল লাগা.....ধন্যবাদ শুভকামনা। লিখতে থাকুন ভবিষ্যতে আরো ভালো লেখা হবে।
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৫
তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন সবসময়।
১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন ।+++++++++++++
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ।
১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৫
গ্রাম্যবালিকা বলেছেন: চুইং গাম
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
তন্দ্রা বিলাস বলেছেন:
১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৬
আজমান আন্দালিব বলেছেন: ভালো হয়েছে মজার ঘটনাগুলো।
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৮
দুঃখ বিলাসি বলেছেন:
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৭
তন্দ্রা বিলাস বলেছেন:
২০| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৮
সুলাইমান হাসান বলেছেন: প্রথম ঘটনাটা আমিও ঘটাইয়া ফেলতে চাই
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৮
তন্দ্রা বিলাস বলেছেন: আপনার জন্য শুভকামনা রইল
২১| ০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৮
সবুজ মহান বলেছেন:
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:০১
তন্দ্রা বিলাস বলেছেন:
২২| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:০১
শায়মা বলেছেন: দাদী বললেন “ওই স্বপন তোর বউ কই? তোর পাশে এটা কে? তোর শশুর নাকি?’’ চাচা বললেন ‘এটায় তোমার বউ মা।’ দাদী তো উল্টে পড়ে গেলেন, আমাদেরও মাথা নষ্ট হবার যোগাড়!!!
হাসতে হাসতে মরলাম ভাইয়া!!!
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:০৩
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ
২৩| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:০১
*কুনোব্যাঙ* বলেছেন: প্রথম আর শেষটা বেশী ভালো লাগল
শুভ কামনা
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:০৫
তন্দ্রা বিলাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
২৪| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১০
নিনিতা নাতানিয়েল বলেছেন:
দারুন লাগল।
শুভ কামনা ।
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১৩
তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
২৫| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১৮
নির্বাসিত আমি বলেছেন:
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১৯
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।
২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১৯
চিমা মস্তকে হুল হুল বলেছেন: নিজের বাবাকে এম্নে কইলেন??
আমার আব্বা পড়াশোনা জানেনা।
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৯
তন্দ্রা বিলাস বলেছেন: আমি সে অর্থে বলিনি, আমি বুঝাতে চেয়েছি পড়াশোনা না যেনেও দেশ ও দেশের ক্রিকেটকে তিনি কতটা ভালোবাসেন।
২৭| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:২০
দ্যা ডার্ক নাইট বলেছেন: লাস্ট খান বস।
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩০
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ বস ভালো থাকবেন।
২৮| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪১
ওস্তাদজী... বলেছেন: প্রথম ঘটনাটা সবচেয়ে মজার...।ধন্যবাদ।
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৪
তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ ওস্তাদজী...।
২৯| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪১
জবানবন্দী বলেছেন: ++++++++++++
দাদী বললেন “ওই স্বপন তোর বউ কই? তোর পাশে এটা কে? তোর শশুর নাকি?’’ -
"একজন ব্যাট করতে নেমেছে স্নো ম্যাখ্যা,..."- আমি ভাবলাম সানক্রীমের কথা হচ্ছে।
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৬
তন্দ্রা বিলাস বলেছেন: সানক্রীমের কথা না পেয়ার অ্যান্ড লাভলী থুক্কু ফেয়ার অ্যান্ড লাভলী।
৩০| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩০
বটের ফল বলেছেন: আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন। ধন্যবাদ।
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩২
তন্দ্রা বিলাস বলেছেন: চেষ্টা করেছি ভাই।
৩১| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৪
আমি বন্য বলেছেন: মজাই পেলাম
“ওই স্বপন তোর বউ কই? তোর পাশে এটা কে? তোর শশুর নাকি"
++++
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৯
তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ।
৩২| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০১
শ্রাবন প্রধান বলেছেন: মজাই মজা ।এরকম একটা শশুর আমারও লাগব ।
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৮
তন্দ্রা বিলাস বলেছেন: ওয়েট করেন পাইয়া যাবেন।
৩৩| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৩
আশিকুর রহমান ১ বলেছেন: অই মিয়া অযথা আমার টাইম নষ্ট করলেন কেন?? প্রথমটা পইড়া খুবই মজা পাইসি। পিলাস দিলাম
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:১১
তন্দ্রা বিলাস বলেছেন: অই মিয়া আপনারে পড়তে কে কইসে?
ধন্যবাদ, ভালো থাকবেন।
৩৪| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:১৩
পুলক ঢালী বলেছেন: খুব সুন্দর হয়েছে পড়ে নির্মল আনন্দ পেলাম । আজকাল ব্লগে ঢুকতে এবং লিখতে কোনটাই ইচ্ছে করেনা । আপনি লিখতে থাকুন ।ভালো থাকুন ।
০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৫৯
তন্দ্রা বিলাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
৩৫| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৩
চাঁদ ~ মামা বলেছেন:
০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৫৯
তন্দ্রা বিলাস বলেছেন:
৩৬| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪২
সুস্ময় পাল বলেছেন:
১ নং ঘটনার পরবর্তী ঘটনা কী ছিল?
'তন্দ্রা বিলাস' খুব পছন্দের বই নাকি?
০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:০২
তন্দ্রা বিলাস বলেছেন: পরবর্তী ঘটনা খুব ভয়ংকর।
বইটা অসাধারন, আমার কাছে নামটা খুব ভালো লেগেছে।
ধন্যবাদ ভালো থাকবেন।
৩৭| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৯
এ যুগের শ্রীকান্ত বলেছেন: আসলেই মজার
০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:০৩
তন্দ্রা বিলাস বলেছেন: তাই! অনেক ধন্যবাদ।
৩৮| ০৭ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:১৬
rudlefuz বলেছেন: meh...
০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:০৪
তন্দ্রা বিলাস বলেছেন: মন খারাপ কেন ভাই?
৩৯| ০৭ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৩৭
দানবিক রাক্ষস বলেছেন: ‘বান্দর দ্যুটা খেলবে কিভাবে? একজন ব্যাট করতে নেমেছে স্নো ম্যাখ্যা, আর একজন বিস্কুট খইয়া।’
ব্যাপক মজা পাইলাম।
০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:০৪
তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
৪০| ০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৭
হেডস্যার বলেছেন:
“ওই স্বপন তোর বউ কই? তোর পাশে এটা কে? তোর শশুর নাকি?
০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৩
তন্দ্রা বিলাস বলেছেন:
আপনি নিশ্চয় আমার হেডস্যারের মতন নন
৪১| ০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩১
শায়মা বলেছেন: ভাইয়া আরও কিছু মজার ঘটনা শেয়ার করো!
০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৪
তন্দ্রা বিলাস বলেছেন: অবশ্যই শেয়ার করব আপু। আপনি অনেক ভালো থাকবেন।
৪২| ০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩২
শায়মা বলেছেন: ‘বান্দর দ্যুটা খেলবে কিভাবে? একজন ব্যাট করতে নেমেছে স্নো ম্যাখ্যা, আর একজন বিস্কুট খইয়া।’
হা হা হা
০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪৬
তন্দ্রা বিলাস বলেছেন: দেয়া করেন আজ যেন স্নো ব্রাদার মানে তামিম ভাই যেন ভালো খেলে।
৪৩| ০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫১
স্পাইসিস্পাই001 বলেছেন: দারুন লিখেছেন ......
ভালো লাগলো ......ধন্যবাদ
০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৭
তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৪৪| ০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫২
জাতির মামু বলেছেন: আসলেই ভালো লিখেছেন । খুব মজা পেলাম ।
০৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৮
তন্দ্রা বিলাস বলেছেন: তোমারেও অনেক থ্যাঙ্কু।
৪৫| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১১
ুঃখবিলাস বলেছেন: ++++++
দারুণ লিখেছেন।
"বান্দর দ্যুটা খেলবে কিভাবে? একজন ব্যাট করতে নেমেছে স্নো ম্যাখ্যা, আর একজন বিস্কুট খইয়া।"
অঅঅঅঅঅসাধারন
০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৮
তন্দ্রা বিলাস বলেছেন:
৪৬| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:১২
অনন্য আমি বলেছেন: ১,৩ বেশি চরম লাগলো
০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৪
তন্দ্রা বিলাস বলেছেন: অনেক ধন্যবাদ।
৪৭| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৪
তানিয়া হাসান খান বলেছেন: জটিল !!!!!!! ভাল থাকুন।
০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৫
তন্দ্রা বিলাস বলেছেন: থ্যাংক ইউ।
৪৮| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫২
ঠকচাচা বলেছেন: চাচীরে নিয়া নিশ্চয় আরও মজার ঘটনা ঘটছিল। জলদি জলদি শেয়ার মারেন। পোস্ট পইরা মজা পাইলাম।
০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৭
তন্দ্রা বিলাস বলেছেন: করব, করব একটু সবুর করেন। তারপর ঠকচাচা চাচীর খবর কি?
৪৯| ০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১৬
ছোট বাক্স বলেছেন: খুব ভাল লাগলো। আশা করি Future এ আপনার সাথে আরো মজার কিছু হবে। অপেক্ষায় থাকলাম।
০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫০
তন্দ্রা বিলাস বলেছেন: খাইসে!!! এত মজার দরকার নাই , তয় যদি হয় তাইলে চাচাত বোনের...
৫০| ০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪৭
ভোরের রোদ বলেছেন: আরো চায়। তারাতারি দেন।
০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৪
তন্দ্রা বিলাস বলেছেন: পাবা পাবা আরো পাবা। একটু সবুর কর।
৫১| ১০ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৬:০৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ৩ নং ভালা লাগছে.......
১১ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৮
তন্দ্রা বিলাস বলেছেন: ধন্যবাদ।
৫২| ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৫৬
সাব্বির শাহরিয়ার বলেছেন: ঘটনা ৪, হা হা হা
১৪ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২২
তন্দ্রা বিলাস বলেছেন:
৫৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
আমি যে আমার মতো, কারো মতো নই! বলেছেন: হাসতে হাসতে আমি শ্যাস
১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
তন্দ্রা বিলাস বলেছেন:
৫৪| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:৪৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১২ ই জুন, ২০১৩ রাত ৯:৪৩
তন্দ্রা বিলাস বলেছেন: ইমো উত্তর কিভাবে দিব?
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৪
জেমস বন্ড বলেছেন: ঘটনা গুলি পড়লাম ।
।
সাথে থাকবেন , লিখতে থাকুন । শুভকামনা সবসময় আপনার আশে পাশে ছড়িয়ে থাকুক