![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তপু । আর কিছু বলব না।কারণ আমি কেমন তা বুঝে নেয়ার দায়িত্ত তোমার
ধরেছিলাম বন্ধুত্তেরই হাত,কিন্তু কে জানত এই হবে ভালবাসার প্রারম্ভ?
কে জানত তার সংগ সময়কে সেকেন্ড ভুলাবে?
কে জানত এই চোখ শুধু তাকেই দেখতে চাবে?
কেই বা জানত কিছু মিষ্টি আলাপনকে ঘিরে হয়ে ওঠবে বেচে থাকার নিয়ম।
কেইবা জান্ত ক্ষনিকের আলাপনের পর আবার হবে মৃত্যু।
কি করব বলে দেব?
না আমি পেতে চাইনা বিশাস ঘাতেকের উপাধি
আমি হতে চাই না কোন সর্বহারা
এক তরফা ভালবাসার মোহেই না হয় বাচি।
কারণ কিছু কিছু ভালবাসা মনে মনেই শোভা পায়,তিন বাক্যে বলে দিলে মরে যায়।
তপু মনোয়ার
©somewhere in net ltd.