নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

রীট পিটিশন নিয়ে অনেকে জানার অাগ্রহ প্রকাশ করেছেন।তারই অালোকে বিচারপতি কাজী এবাদুল হকের অার্টকেলটি শেয়ার করলাম।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬


যেকোন‬ কর্তৃপক্ষ বা নিম্ন আদালতের বিধি বহির্ভুত বেআইনী কর্মকান্ডের বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উচ্চ আদালতের একটি আইনী হাতিয়ার হলো রীট পিটিশন।
‪‎পাঁচ‬ ধরনের রীট আপীল বা আবেদনপত্রের বিধান রয়েছ।
> এগুলো হচ্ছে:
১.তলবীপত্র,
২. হেবিয়াস কর্পাস বা কারণ দর্শানোর আবেদনপত্র,
৩.ম্যান্ডামাস বা হুকুমনামা,
৪. নিষেধাজ্ঞা এবং
৫. গ্রেফতারের বা ডিক্রি জারির পরোয়ানা।

♦রীট পিটিশন প্রয়োগ প্রথম চালু হয় ইংল্যান্ডে। আবেদনের প্রেক্ষিতে রীট আদেশ প্রদান করতেন রাজসভার বিচারকরা এবং এটি ছিল রাজার পক্ষ থেকে ঐ আদালতের বা রাজসভার বিশেষ মর্যাদাপূর্ণ দায়িত্ব। বাংলাদেশের সংবিধানের ১০২নং অনুচ্ছেদে রীট পিটিশনের বিধান রয়েছে এবং তার নিশ্চয়তাও বিধান করা হয়েছে। সেখানে অবশ্য রীটসমূহ সম্পর্কে সুনির্দিষ্টভাবে পৃথক কোনো বর্ণনা নেই। ১০২ অনুচ্ছেদের ১নং উপ-অনুচ্ছেদের ধারা (ক) তে নিষেধাজ্ঞা ও নিম্ন আদালতের প্রতি হুকুমনামা জারির মতো রীট পিটিশনের বিধানের কথা বর্ণিত রয়েছে। একই অনুচ্ছেদের ধারা (ক)-এর ২ক ধারায় তলবপত্র আপীলের বিধান সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ ১০২-এর উপ অনুচ্ছেদের খ ধারার ১নং উপধারায় বন্দীত্বের কারণ প্রদর্শনে রীট পিটিশনের বিধান উল্লেখ করা হয়েছে এবং একই ধারার ২ উপধারায় সমন জারির বিরূদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা সম্পর্কিত রীট আবেদনের বিধান দেওয়া হয়েছে।

>>তলবীপত্র বলতে কোনো নিম্ন আদালত বা ট্রাইব্যুনালের প্রতিবিধান ব্যবস্থা তদন্তের মাধ্যমে উচ্চ আদালত কর্তৃক সুপারিশ প্রদান বোঝায়। বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ বিচারকার্যের বৈধতা বা অন্য যেকোন প্রতিবিধান পরখ করার জন্য যেকোন প্রতিপক্ষ বা আদালতকে, এমনকি ট্রাইব্যুনালে সম্পাদিত বিচারকার্য বা স্থগিত বিচারকার্যের নথিপত্র তলব করতে পারে। বাংলাদেশের সংবিধানের ১০২নং অনুচ্ছেদের ক-ধারার ২ উপধারায় এ ধরনের ব্যবস্থাকে শুধু আইনগত বৈধতাই দেওয়া হয়নি, আইনেও পরিণত করা হয়েছে। এতে যেকোন ব্যক্তির প্রজাতন্ত্রের কোনো বিষয়ের সঙ্গে যুক্ত বা স্থানীয় কোনো কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত যেকোন ঘটনা সম্পর্কে আইনগত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যবস্থা গ্রহণ না করার ঘোষণা দেওয়া হয়েছে। এ ধরনের বিধান লঙ্ঘিত হলে সংক্ষুদ্ধ ব্যক্তি বা কর্তৃপক্ষ উল্লেখিত আইনের আশ্রয় গ্রহণ করতে পারে। ২নং উপধারায় বর্ণিত প্রতিবিধান তলবনামা বা রীট পিটিশনের ক্ষেত্রেও প্রযোজ্য। তলবনামা রীটের ক্ষেত্রে উচ্চতর আদালত যখন কোনো নিম্নতর আদালত বা ট্রাইব্যুনাল তার আওতার বহির্ভুত বা তার বিদ্যমান আওতার অতিরিক্ত কোনো তৎপরতা ঘটায় অথবা যেসব ক্ষেত্রে নিম্ন আদালত বা ট্রাইব্যুনাল তার আওতাধীন ক্ষেত্রে বিচার সম্পাদনে ব্যর্থ হয় সেসব ক্ষেত্রে তলবনামা রীট আবেদন প্রযোজ্য। উদাহরণ হিসেবে বলা যায় পক্ষগুলোর মধ্যে শুনানী অনুষ্ঠানের সুযোগ না দিয়ে বিচারের স্বাভাবিক নীতি উপেক্ষা বলে বা এ ধরনের কোনো প্রক্রিয়ায় বিষয় সম্পর্কে রেকর্ডভুক্ত করার ক্ষেত্রে ভ্রান্ত ধারনার সৃষ্টি করা হলে সেক্ষেত্রে তলবী আপীল প্রযোজ্য হয়। সংবিধানের ১০২নং অনুচ্ছেদের ক ধারার ২নং উপধারায় এ ধরনের কাজের ক্ষেত্রে বহির্ভুত উভয় ধরনের ব্যক্তি বা কতৃপক্ষের জন্য প্রযোজ্য অর্থে বিচারের আওতাভুক্ত হাইকোর্ট বিভাগকে এরূপ ঘোষণা দেওয়ার ক্ষমতা প্রদান করা হয়েছে।

>>হেবিয়াস কর্পাস বলতে সশরীরে বন্দীর প্রদর্শনকে বোঝায়। ইংল্যান্ডে এই রীট আবেদনের প্রয়োগ বেশি দেখা যায়। ১৬৪০ সালে বন্দী প্রদর্শন সংক্রান্ত একটি আইন পাশের পর থেকে সরকারি বা বেসরকারি বন্দীদশা থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো পক্ষ তার অবৈধ আটকাদেশের বিরুদ্ধে এই রীট আবেদন দাখিল করতে পারেন। কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করা হয়েছে কিনা সেই বিষয়টি পরীক্ষা করার জন্য রাজকীয় বেঞ্চ থেকে হেবিয়াস কর্পাস ইস্যু করা হয়ে থাকে। বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদের ২ উপ-অনুচ্ছেদের খ ধারার ১নং উপধারার আওতায় হাইকোর্ট বিভাগ কোনো আবেদনের পরিপ্রেক্ষিতে ঐ ব্যক্তিকে আইনানুগভাবে বা আইন বহির্ভুতভাবে আটক করা হয়েছে কিনা সে ব্যাপারে আদালতকে সন্তুষ্ট করার জন্য হাইকোর্ট ঐ আটককৃত ব্যক্তিকে আদালতের সামনে সশরীরে হাজির করানোর আদেশ দিয়ে থাকে। যদি আদালতের কাছে প্রতীয়মান হয় যে কর্তৃপক্ষ ঐ ব্যক্তিকে আইন বহির্ভূতভাবে আটক করে রেখেছে তবে আদালত ঐ আটকাদেশকে আইন বহির্ভুত বলে ঘোষণা করতে পারে। ফৌজদারি কার্যবিধির ৪৯১ ধারাতেও হাইকোর্ট বিভাগকে হেবিয়াস কর্পাস প্রকৃতির রীট আবেদনের ক্ষেত্রে নির্দেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। ঐ নির্দেশে সরকারি বা বেসরকারি হাজতে আটক ব্যক্তিকে আইন বহির্ভুত বা অবৈধভাবে আটক করা হয়েছে কিনা সে ব্যাপারটি পর্যবেক্ষণের জন্য আটককৃত ব্যক্তিকে হাইকোর্টের সামনে সশরীরে হাজির করানোর কথা বলা হয়েছে। যদি হাইকোর্টের কাছে প্রতীয়মান হয় যে, এ ধরনের কোনো ব্যক্তি হাজতে আইন বহির্ভূত বা অবৈধভাবে আটক আছেন তাহলে হাইকোর্ট আটককারী ব্যক্তি বা কর্তৃপক্ষকে ঐ আটককৃত ব্যক্তিকে মুক্তিদানের নির্দেশ দিতে পারেন।

>>>ম্যান্ডামাস বলতে উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের উপর হুকুমনামাকে বোঝায়। এ জাতীয় রীট আবেদনের মাধ্যমে উচ্চ আদালত যেকোন ব্যক্তি, কর্পোরেশন, নিম্ন আদালত বা সরকারকে কোনো কিছু করতে বা তাতে সু-নির্দিষ্ট ভাবে কোনো কিছু উল্লেখ করার নির্দেশ দিতে পারেন যা ঐ ব্যক্তি, তাদের অফিস-এর অধিকারভুক্ত এবং যা সরকারি দায়িত্ব পালনের মতো। যখন নিম্ন আদালত বা ট্রাইবুনাল তার এখতিয়ারভুক্ত ক্ষমতা প্রয়োগ করতে অস্বীকৃতি জ্ঞাপন করে অথবা কোনো সরকারি কর্তৃপক্ষ যখন আইনত যা করা প্রয়োজন তা করতে অস্বীকৃতি জ্ঞাপন করে তখন এ জাতীয় আবেদন ইস্যু করা হয়ে থাকে। বাংলাদেশের সংবিধানের ১০২নং অনুচ্ছেদের ২নং উপ-অনুচ্ছেদের ক ধারার ১নং উপধারায় হাইকোর্ট বিভাগকে প্রজাতন্ত্র বিষয়ক কার্যক্রমের সংগে সংশ্লিষ্ট বিষয় সম্পাদন করতে কোনো ব্যক্তি বা স্থানীয় কর্তৃপক্ষকে আইনে বর্ণিত আবশ্যকীয় বিধানবলী অনুযায়ী কাজ করার নির্দেশ দেওয়া হয় না। রীট আবেদনকারীকে অবশ্য প্রমাণ করতে হবে যে, যে ব্যক্তি বা কর্তৃপক্ষের বিরুদ্ধে রীট আবেদন করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বৈধ অধিকার রয়েছে।

>>প্রহিবিশন বা নিষেধাজ্ঞা বলতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো কিছু করা থেকে বিরত থাকা বোঝায়। অন্য কথায়, রীট আবেদন বলতে উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালত, ট্রাইব্যুনাল অথবা প্রশাসনিক কর্তৃপক্ষকে আইন বহির্ভূত কোনো ক্ষমতা অনুযায়ী কোনো কাজ করা থেকে বিরত থাকা বোঝায়। নিষেধাজ্ঞা একটি নিবৃত্তিমূলক রীট আবেদন এবং কোনো ব্যক্তিকে আইনগত অধিকার থেকে বঞ্চিত করার জন্য এখতিয়ারভুক্ত ক্ষমতার অবৈধ ব্যবহার বন্ধ করার জন্য ইস্যু করা হয়ে থাকে। সংবিধানের ১০২নং অনুচ্ছেদের ২নং উপ অনুচ্ছেদের ক ধারার ১নং উপ ধারায় হাইকোর্ট বিভাগকে প্রজাতন্ত্র বা স্থানীয় কর্তৃপক্ষ সম্পর্কিত কোনো কার্যক্রম যা আইনে বর্ণিত বিধানাবলির আলোকে স্বীকৃত নয় তা থেকে বিরত থাকার জন্য হাইকোর্টকে এ রীট আবেদনের মাধ্যমে কোনো ব্যক্তিকে নির্দেশ প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে।

=>>>>>কো ওয়ারেন্টো কোনো ধরনের সমন বা ক্ষমতা বোঝায়। এ ধরনের রীট আবেদন অবৈধ দখল অথবা কোনো সরকারি অফিস জবর দখল অথবা তা ভোগ করা অথবা তা অবমুক্ত করার জন্য ইস্যু করা হয়ে থাকে। এ ধরনের রীট আবেদন আবেদনকারীর বৈধতার তদন্তের সুযোগ সৃষ্টি করে। এর ফলে অবৈধ দখলদার কোনো ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে দখল করা অফিস বা তার ভোগ দখল এবং তার থেকে তাকে উচ্ছেদ করার বিষয়টি নিশ্চিত হয়। তবে অবৈধভাবে দখল করা ঐ অফিসের প্রকৃত মালিককে আদালতে কোন ক্ষমতাবলে তিনি ঐ অফিসটির মালিক তা প্রমাণ করতে হবে। সংবিধানের ১০২নং অনুচ্ছেদের ২নং উপ অনুচ্ছেদের খ ধারার ২নং উপধারায় হাইকোর্টকে উল্লেখিত বিষয়ে প্রতিকারের জন্য গ্রেফতারি পরোয়ানা বা ডিক্রি জারি সংক্রান্ত রীট আবেদন ইস্যু করার ক্ষমতা প্রদান করা হয়েছে।

[লেখক: কাজী এবাদুল হক,বাংলাপিডিয়া ]

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

চিটাগং এক্সপ্রেস বলেছেন: ভার্সিটি লাইফের কথা মনে পড়ে গেল। আপনি দারুণ কাজ করছেন । চলতে থাকুক আপনার এই উদ্যোগ ।
আপনার কাছ থেকে সেবা নিতে চাইলে ব্লগারদের জন্য কি বিশেষ সুবিধার ব্যবস্থা আছে কি ?

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

এম টি উল্লাহ বলেছেন: অবশ্যই ব্লগারদের জন্য অতিঃ ভালোবাসা সর্বদা রইল।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০০

সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পোস্টটা কঠিন মনে হল।

আচ্ছা রিট আর রিট পিটিশন কি আলাদা?

(কোন নাগরিকেরমৌলিক অধিকার রক্ষার জন্যসনবিধানের৪৪ নং অনুচ্ছেদ অনুসারে হাইকোর্টবিভাগে যে আবেদন করতে পারেনতাই হল রিট আবেদন । এইরূপ রিট আবেদনপেলে হাইকোর্ট বিভাগসংবিধানের ১০২ নং অনুচ্ছেদেরক্ষমতা বলে মৌলিক অধিকার বলবতকরার যে আদেশ দিতে পারেন তাই হলরিট ।)

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ বুঝার জন্য। সংবিধানের ১০২ অনুচ্ছেদঅনুযায়ী কারো মৌলিক লঙ্গিত হলে হাইকোর্টতা বলবত করতে পারে এবং বিচার বিভাগীয় পর্যালোচনাকে কার্যকর করতে পারে যা হাইকোর্ট বিভাগের রীট এখতিয়ার নামে পরিচিত ।
রীট (Writ) শব্দের অর্থ হল আদালত বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত বিধান বা আদেশ। রীটের উৎপত্তি ও বিকাশ ইংল্যান্ডে। প্রথমে রীট ছিল রাজকীয় বিশেষাধিকার(royal prerogative)। রাজা বা রানী বিচারের নির্ধারক হিসাবে(fountain of justice) হিসাবে রীট জারী করতে পারত। একমাত্র রাজা বা রানীর রীট জারী করার অধিকার ছিল বলে একে প্রথমে বিশেষাধিকার রীট বলা হত।
রাজা বা রানী তাদের কর্মচারী বা অফিসারদের কার্যবালি পালনে বাধ্য করার জন্য বা কোন অবৈধ কাজ হতে বিরত রাখার জন্য রীট জারী করতেন। পরবর্তিকালে রাজা বা রানীর এই বিশেষাধিকার নাগরিকদের অধিকারে চলে আসে। নাগরিকগণ সরকারী কর্মকর্তাদের আচরণ ও কাজে ক্ষুদ্ধ হয়ে
রাজার কাছে আসত এবং রাজা বা রানী তাদের বিশেষ অধিকার বলে রীট জারী করত। পরবর্তি কালে রাজা বা রানীর প্রতিনিধি হিসাবে ইংল্যান্ডে দুধরনের আদলত গটিত হয় যেমন, চ্যান্সারী আদালত (court of chancery) এবং কিংস বেঞ্চ (kings bench) এসব আদালত নাগরিকদের আবেদনের প্রেক্ষিতে রীট জারী করত।
বাংলাদেশের সংবিধান হাইকোর্ট বিভাগকে শুধুমাত্র একটি ক্ষেত্রে আদি এখতিয়ার দিয়েছে। সেটি হল রীট জারীর এখতিয়ার। সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগ কারো মৌলিক অধিকার লংঘিত হলে তা বলবৎ করতে পারে এবং বিচার বিভাগীয় পর্যালোচনাকে কার্যকর করতে পারে। হাইকোর্ট বিভাগের এই এখতিয়ার কে রীট জারীর এখতিয়ার বলে। অর্থাৎ রীট শুধু মাত্র হাইকোর্ট বিভাগ জারী করতে পারে। কারো মৌলিক অধিকার লংঘিত হলে সংবিধানের ৪৪ অনুচ্ছেদ প্রদত্ত অধিকারবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মৌলিক অধিকার বলবত করার জন্য রীট পিটিশন দায়ের করতে পারে এবং হাইকোর্ট বিভাগ ১০২ অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতা বলে মৌলিক অধিকার বলবত করার জন্য কতিপয় আদেশ নির্দেশ জারী করতে পারে, তাকে রীট বলে।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিষয়টি অত্যন্ত কার্যকরী
চলতে থাকুক আপনার এই উদ্যোগ ।
শুভ কামনা
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

এম টি উল্লাহ বলেছেন: কৃতজ্ঞতা আপনার ভালোবাসার জন্য।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

এম টি উল্লাহ বলেছেন: কৃতজ্ঞতা আপনার ভালোবাসার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.